ETV Bharat / state

কোভিড হাসপাতাল গড়া আটকাতে আন্দোলন পাণ্ডবেশ্বরে

শনিবার বেলা 11টার পর আদিবাসী সম্প্রদায়ের একাধিক মানুষজন এলাকায় ভিড় জমান ৷ তাঁদের দাবি, এলাকায় করোনা হাসপাতাল হলে সংক্রমণ বেড়ে যাবে । সমস্যায় পড়তে হবে তাঁদের ।

কোভিড হাসপাতাল করতে দেওয়া হবে না দাবিতে আন্দোলন পান্ডবেশ্বরে
কোভিড হাসপাতাল করতে দেওয়া হবে না দাবিতে আন্দোলন পান্ডবেশ্বরে
author img

By

Published : May 15, 2021, 10:17 PM IST

দুর্গাপুর, 15 মে : পাণ্ডবেশ্বরের পন্থনগরের ইসিএলের হাসপাতাল করোনা চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। আর এর পরই পাণ্ডবেশ্বরের কেন্দা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন কোভিড হাসপাতাল করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

শনিবার বেলা 11টার পর আদিবাসী সম্প্রদায়ের একাধিক মানুষজন এলাকায় ভিড় জমান ৷ তাঁদের দাবি, এলাকায় করোনা হাসপাতাল হলে সংক্রমণ বেড়ে যাবে । সমস্যায় পড়তে হবে তাঁদের । তাঁরা কোনওমতেই ওই হাসপাতালকে করোনা হাসপাতালে পরিণত করতে দেবেন না । ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । উত্তেজিত স্থানীয় বাসিন্দারা হাসপাতালের গেট ভাঙচুরের চেষ্টা করে ।

কোভিড হাসপাতাল করতে দেওয়া হবে না দাবিতে আন্দোলন পান্ডবেশ্বরে

আরও পড়ুন : মৃতের সংখ্যায় রেকর্ড গড়লেও রাজ্যে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নীচে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের সন্তানরা এই এলাকায় খেলাধুলা করে। তাঁরা জল নেন এখান থেকে । করোনা হাসপাতাল হলে বাইরের লোককে এনে রাখা হবে ৷ তাঁরা সংক্রমিত হবেন । তাই এই হাসপাতালে করোনা রোগী ভর্তি করা যাবে না ৷

দুর্গাপুর, 15 মে : পাণ্ডবেশ্বরের পন্থনগরের ইসিএলের হাসপাতাল করোনা চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। আর এর পরই পাণ্ডবেশ্বরের কেন্দা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন কোভিড হাসপাতাল করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

শনিবার বেলা 11টার পর আদিবাসী সম্প্রদায়ের একাধিক মানুষজন এলাকায় ভিড় জমান ৷ তাঁদের দাবি, এলাকায় করোনা হাসপাতাল হলে সংক্রমণ বেড়ে যাবে । সমস্যায় পড়তে হবে তাঁদের । তাঁরা কোনওমতেই ওই হাসপাতালকে করোনা হাসপাতালে পরিণত করতে দেবেন না । ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । উত্তেজিত স্থানীয় বাসিন্দারা হাসপাতালের গেট ভাঙচুরের চেষ্টা করে ।

কোভিড হাসপাতাল করতে দেওয়া হবে না দাবিতে আন্দোলন পান্ডবেশ্বরে

আরও পড়ুন : মৃতের সংখ্যায় রেকর্ড গড়লেও রাজ্যে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নীচে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের সন্তানরা এই এলাকায় খেলাধুলা করে। তাঁরা জল নেন এখান থেকে । করোনা হাসপাতাল হলে বাইরের লোককে এনে রাখা হবে ৷ তাঁরা সংক্রমিত হবেন । তাই এই হাসপাতালে করোনা রোগী ভর্তি করা যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.