দুর্গাপুর , 10 জুলাই : পানীয় জলের দাবিতে অন্ডালের বহুলা পঞ্চায়েত অফিস ঘেরাও করলেন এলাকার কয়েকশো বাসিন্দা । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনে জল আসছে না । ফলে এলাকায় জলের সংকট দেখা দিয়েছে ।
জলের এই সংকট নিয়ে বারবার বলা হলেও প্রশাসনের নজর নেই বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের ৷ তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েত অফিস ঘেরাও করেন তাঁরা । বিক্ষোভকারীরা বলেন, তাড়াতাড়ি যদি জলের সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ।
এই বিষয়ে বহুলার পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিং জানান ,''জলের সমস্যা এলাকায় রয়েছে । পঞ্চায়েত চেষ্টা চালাচ্ছে যাতে যত দ্রুত সম্ভব এলাকায় জলের সংকট মেটানো যায় ।" তিনি বলেন , "আমরা অভিযোগ পেয়েছি ৷ এই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে । আগামী দশ দিনের মধ্যেই এলাকায় জল সরবরাহ চালু হয়ে যাবে । " প্রধানের এই আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন ।