ETV Bharat / state

দুর্গাপুরে বামেদের বিক্ষোভ

গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় । দুর্গাপুর স্টেশন থেকে বেরোনো ও ঢোকার পথে সমস্ত বাস আটকে পড়ে এই অবরোধের জেরে রাস্তায় । CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, নিজেদের কর্মসূচির নামে CITU অফিসের সামনে এসে অভদ্র আচরণ শুরু করে RSS সমর্থকরা । এমনকি, অযথা ওই কর্মসূচি থেকে বামকর্মী সমর্থকদের খুনের হুমকিও দেওয়া হয় ।

ff
author img

By

Published : Nov 22, 2019, 11:50 PM IST


দুর্গাপুর, 22 নভেম্বর : শুক্রবার বিকেলে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে সিটু অফিসের সামনে জেএনইউ-এ বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রতিবাদে RSS ও BJP কর্মী সমর্থকরা নিজেদের কর্মসূচির নামে অশালীন কিছু আচরণ করে বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ও CPI(M) এর কর্মী সমর্থকেরা ।

গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় । দুর্গাপুর স্টেশন থেকে বেরোনো ও ঢোকার পথে সমস্ত বাস আটকে পড়ে এই অবরোধের জেরে রাস্তায়। CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, নিজেদের কর্মসূচির নামে CITU অফিসের সামনে এসে অভদ্র আচরণ শুরু করে RSS সমর্থকরা । এমনকি, বামকর্মী সমর্থকদের খুনের হুমকিও দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে CPI(M) নেতা-কর্মীদের । শুক্রবার সন্ধ্যায় প্রায় কম বেশি 30 মিনিটের এই রাস্তা অবরোধের জেরে দুর্গাপুর স্টেশন,বাস স্ট্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে ।


দুর্গাপুর, 22 নভেম্বর : শুক্রবার বিকেলে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে সিটু অফিসের সামনে জেএনইউ-এ বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রতিবাদে RSS ও BJP কর্মী সমর্থকরা নিজেদের কর্মসূচির নামে অশালীন কিছু আচরণ করে বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ও CPI(M) এর কর্মী সমর্থকেরা ।

গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় । দুর্গাপুর স্টেশন থেকে বেরোনো ও ঢোকার পথে সমস্ত বাস আটকে পড়ে এই অবরোধের জেরে রাস্তায়। CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, নিজেদের কর্মসূচির নামে CITU অফিসের সামনে এসে অভদ্র আচরণ শুরু করে RSS সমর্থকরা । এমনকি, বামকর্মী সমর্থকদের খুনের হুমকিও দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে CPI(M) নেতা-কর্মীদের । শুক্রবার সন্ধ্যায় প্রায় কম বেশি 30 মিনিটের এই রাস্তা অবরোধের জেরে দুর্গাপুর স্টেশন,বাস স্ট্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে ।

Intro:শুক্রবার বিকেলে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে সিটু অফিসের সামনে যে এন ইউ এ বিবেকানন্দের মুর্তি ভাঙার প্রতিবাদ স্বরুপ আর. এস. এস ও বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের কর্মসূচীর নামে অশালীন কিছু আচরণ করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এস এফ আই ও সিপিআই(এম) এর কর্মী সমর্থকেরা।গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরী হয়। দুর্গাপুর স্টেশন থেকে বেরোনো ও ঢোকার পথে সমস্ত বাস আটকে পড়ে এই অবরোধের জেরে রাস্তায়।সিপিআই(এম) এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন,""নিজেদের কর্মসূচীর নামে সিটু অফিসের সামনে এসে অভদ্র আচরণ শুরু করে আর. এস. এস সমর্থকরা।এমনকি অযথা ঐ কর্মসূচী থেকে বামকর্মী সমর্থকদের খুনের হুমকিও দেওয়া হয়। কোকওভেন থানার পুলিশের সামনেই এই বর্বরতা চলে আর পুলিশ ছিল দর্শকের ভূমিকায়।"" খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে সিপিআই(এম)নেতা-কর্মীদের। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত আর এস এস কর্মী সমর্থকদের পুলিশ গ্রেপ্তার না করবে ততক্ষন এই অবরোধ চলবে।এইদিকে শুক্রবার সন্ধ্যায় প্রায় কমবেশী তিরিশ মিনিটের এই রাস্তা অবরোধের জেরে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.