ETV Bharat / state

এলাকাবাসীর হামলায় জখম রানিগঞ্জের ECL কর্মী, প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের - রানিগঞ্জে ইসিএল কর্মী জখম হওয়ায় বিক্ষোভ শ্রমিকদের

বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় এলাকাবাসীর সঙ্গে অশান্তি শুরু হয় । ইলেকট্রিক বিভাগের কর্মী হরিহর কর্মকারের উপর লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয় ।

J K nagar colliery
জে কে নগর কোলিয়ারি
author img

By

Published : May 19, 2020, 1:36 PM IST

রানিগঞ্জ, 19 মে : বিদ্যুৎ বিচ্ছিন্ন ECL-এর আবাসন এলাকায় । এর প্রতিবাদে এলাকাবাসী জমায়েত করে ECL-এর জে কে নগর কোলিয়ারিতে । অভিযোগ, তারা খনি শ্রমিকদের সঙ্গে অশান্তি শুরু করে । হঠাৎ লাঠি ও রড নিয়ে খনি শ্রমিকদের মারধর করে । তাতে জখম হন ইলেকট্রিক বিভাগের এক কর্মী । আক্রান্ত ওই কর্মীর নাম হরিহর কর্মকার । গতকালের এই ঘটনার প্রতিবাদে আজ জে কে নগর কোলিয়ারি খনি চত্বরে বিক্ষোভ দেখান শ্রমিকরা ।

গতকাল দুপুরে ট্রান্সফর্মারের সমস্যা হয় । ফলে, ECL-এর আবাসন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । সন্ধ্যা নাগাদ এলাকার কয়েকজন ECL-এর জে কে নগর কোলিয়ারি চত্বরে অশান্তি শুরু করে । তারপর হঠাৎ লাঠি ও রড নিয়ে খনি শ্রমিকদের উপর হামলা চালায় । ঘটনায় মাথা ফেটে যায় হরিহরের । তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

Injured Harihar Karmakar
জখম হরিহর কর্মকার

এই ঘটনারই প্রতিবাদে আজ খনি চত্বরে নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা । এই বিষয়ে ECL-এর জে কে নগর কোলিয়ারির ম্যানেজার বি কে সিংয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় । কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রানিগঞ্জ, 19 মে : বিদ্যুৎ বিচ্ছিন্ন ECL-এর আবাসন এলাকায় । এর প্রতিবাদে এলাকাবাসী জমায়েত করে ECL-এর জে কে নগর কোলিয়ারিতে । অভিযোগ, তারা খনি শ্রমিকদের সঙ্গে অশান্তি শুরু করে । হঠাৎ লাঠি ও রড নিয়ে খনি শ্রমিকদের মারধর করে । তাতে জখম হন ইলেকট্রিক বিভাগের এক কর্মী । আক্রান্ত ওই কর্মীর নাম হরিহর কর্মকার । গতকালের এই ঘটনার প্রতিবাদে আজ জে কে নগর কোলিয়ারি খনি চত্বরে বিক্ষোভ দেখান শ্রমিকরা ।

গতকাল দুপুরে ট্রান্সফর্মারের সমস্যা হয় । ফলে, ECL-এর আবাসন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । সন্ধ্যা নাগাদ এলাকার কয়েকজন ECL-এর জে কে নগর কোলিয়ারি চত্বরে অশান্তি শুরু করে । তারপর হঠাৎ লাঠি ও রড নিয়ে খনি শ্রমিকদের উপর হামলা চালায় । ঘটনায় মাথা ফেটে যায় হরিহরের । তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

Injured Harihar Karmakar
জখম হরিহর কর্মকার

এই ঘটনারই প্রতিবাদে আজ খনি চত্বরে নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা । এই বিষয়ে ECL-এর জে কে নগর কোলিয়ারির ম্যানেজার বি কে সিংয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় । কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.