ETV Bharat / state

কাঁকসায় মসজিদের তহবিল নিয়ে দুর্নীতি ! তৃণমূল প্রধানের বাড়িতে হামলা

মসদিজ কমিটির বৈঠকে বচসা ৷ অভিযোগ, এরপর রাতে TMC-র ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগিনা বেগমের বাড়িতে হামলা চালানো হয় ৷

কাঁকসা
author img

By

Published : Jul 30, 2019, 11:56 PM IST

কাঁকসা, 30 জুলাই : কাঁকাসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পাঠান পাড়ার মসজিদ কমিটির তহবিলের হিসাব নিয়ে সংঘাত । পাঠানপাড়ার মসজিদের বর্তমান তহবিল কমিটির অন্যতম প্রধান হলেন ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধান সাগিনা বেগমের স্বামী । তাঁর বিরুদ্ধে অভিযোগ, মসজিদ তহবিলের প্রায় দেড় কোটি টাকা রয়েছে কমিটির কাছে রয়েছে ৷ অথচ মসজিদের সংস্কার করা হচ্ছে না । হিসেব দিচ্ছে না সাগিনার স্বামী ৷ যতবার বৈঠক ডাকা হয় বর্তমান কমিটির সদস্যরা ততবারই না কি বৈঠক ছেড়ে চলে যান ।

গতকালও তহবিল নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল ৷ একই ভাবে বর্তমান কমিটির সদস্যরা বৈঠক শেষ না করেই উঠে যেতে চাইলে সাধারণ সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় ৷ সেই সময় বচসা থামলেও চাপা উত্তেজনা ছিল ৷ অভিযোগ, এরপর রাতে TMC-র ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগিনা বেগমের বাড়িসহ আরও দু-তিনটি বাড়িতে হামলা চালানো হয় ৷ বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর সাথে সাথে মহিলাদের শ্লীলতাহানিও করা হয় ৷

তৃণমূলের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন CPI(M)-র প্রধান মুর্শেদ আলির নেতৃত্বে এই হামলা হয় । আভিযোগ অস্বীকার করে মুর্শেদ আলি বলেন "এই মসজিদ তহবিলের অর্থ নিয়ে দুর্নীতি চলছে । প্রায় দেড় কোটি টাকা থাকা রয়েছে অথচ মসজিদের প্লাস্টার খসে পড়ছে । মানুষ বিপজ্জনক অবস্থায় নমাজ পড়ছে দেখেও এরা সংস্কারে উদ্যোগ নিচ্ছে না । তাই আমরা প্রতিবাদ করছি । প্রধানের বাড়িতে কারা হামলা করেছে জানি না ৷ আমরাও আতঙ্কে রয়েছি৷ "

কাঁকসা, 30 জুলাই : কাঁকাসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পাঠান পাড়ার মসজিদ কমিটির তহবিলের হিসাব নিয়ে সংঘাত । পাঠানপাড়ার মসজিদের বর্তমান তহবিল কমিটির অন্যতম প্রধান হলেন ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধান সাগিনা বেগমের স্বামী । তাঁর বিরুদ্ধে অভিযোগ, মসজিদ তহবিলের প্রায় দেড় কোটি টাকা রয়েছে কমিটির কাছে রয়েছে ৷ অথচ মসজিদের সংস্কার করা হচ্ছে না । হিসেব দিচ্ছে না সাগিনার স্বামী ৷ যতবার বৈঠক ডাকা হয় বর্তমান কমিটির সদস্যরা ততবারই না কি বৈঠক ছেড়ে চলে যান ।

গতকালও তহবিল নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল ৷ একই ভাবে বর্তমান কমিটির সদস্যরা বৈঠক শেষ না করেই উঠে যেতে চাইলে সাধারণ সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় ৷ সেই সময় বচসা থামলেও চাপা উত্তেজনা ছিল ৷ অভিযোগ, এরপর রাতে TMC-র ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগিনা বেগমের বাড়িসহ আরও দু-তিনটি বাড়িতে হামলা চালানো হয় ৷ বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর সাথে সাথে মহিলাদের শ্লীলতাহানিও করা হয় ৷

তৃণমূলের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন CPI(M)-র প্রধান মুর্শেদ আলির নেতৃত্বে এই হামলা হয় । আভিযোগ অস্বীকার করে মুর্শেদ আলি বলেন "এই মসজিদ তহবিলের অর্থ নিয়ে দুর্নীতি চলছে । প্রায় দেড় কোটি টাকা থাকা রয়েছে অথচ মসজিদের প্লাস্টার খসে পড়ছে । মানুষ বিপজ্জনক অবস্থায় নমাজ পড়ছে দেখেও এরা সংস্কারে উদ্যোগ নিচ্ছে না । তাই আমরা প্রতিবাদ করছি । প্রধানের বাড়িতে কারা হামলা করেছে জানি না ৷ আমরাও আতঙ্কে রয়েছি৷ "

Intro:পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠান পাড়ার একটি মসজিদ কমিটির সভায় তাদের মসজিদের তহবিলের অর্থের হিসাব-নিকাশ কে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত।আর সেই ঘটনাতেও লাগল রাজনৈতিক রঙ।তৃনমুল কংগ্রেসের অভিযোগ যে ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম) এর প্রাক্তন উপপ্রধান মুর্শেদ আলীর নেতৃত্বে বর্তমান ওই গ্রামপঞ্চায়েতের টিএমসি র প্রধান সাগিনা বেগম সহ আরো তিনটি বাড়িতে ভাংচুর চালানো হয়। যদিও প্রাক্তন উপপ্রধানের লোকজন এই অভিযোগ অস্বীকার করেছেন।
পাঠানপাড়ার সংখ্যালঘু কমিটির মানুষদের মসজিদের যে আর্থিক তহবিল রয়েছে তা দেখভাল করে বর্তমান কমিটির যারা তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের টিএমসি র প্রধান সাগিনা বেগমের স্বামী।তাদের বিরুদ্ধে মসজিদের তহবিলের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন কয়েকজন।তাদের অভিযোগ যে মসজিদের তহবিলে প্রায় দেড় কোটি টাকা থাকা স্বত্ত্বেও বিপজ্জনক অবস্থায় থাকা মসজিদের সংস্কার হচ্ছেনা।তাই নিয়ে যতবার বৈঠক ডাকা হয় বর্তমান যে কমিটি তারা বৈঠক ছেড়ে চলে যান।গতকাল বৈঠক চলছিল সেইসময় একই ভাবে কমিটির যারা রয়েছেন তারা বৈঠক শেষ না করেই উঠে যেতে চাইলে দু-পক্ষের বচসা বাঁধে।এরপরে রাতে টিএমসি র ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগিনা বেগমের বাড়িসহ আরো দু-তিনটি বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে ভাংচুর চালানোর সাথে সাথে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন সাগিনা বেগম।অভিযোগ ওঠে এই ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম) এর প্রাক্তন প্রধান মুর্শেদ আলীর নেতৃত্বে টিএমসি কর্মীদের বাড়িতে হামলা হয়।অন্যদিকে অভিযোগ যাদের বিরুদ্ধে তারা জানান "" এই মসজিদ তহবিলের অর্থ নিয়ে দুর্নীতি চলছে।প্রায় দেড় কোটি টাকা থাকা স্বত্তেও মসজিদের প্লাষ্টার খসে পড়ছে।মানুষ বিপজ্জনক অবস্থায় নমাজ পড়ছে দেখেও এরা সংস্কারে উদ্যোগ নিচ্ছেনা।তাই আমরা সম্মিলিত ভাবে প্রতিবাদ করছি।"তবে বাড়িতে আক্রমন চালানোর কথা কেও স্বীকার করেনি।পঞ্চায়েত প্রধান জানালেন সবাইকে জানানোর পরেও আমরা আতঙ্কিত।Body:হConclusion:গ-
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.