কাঁকসা, 30 জুলাই : কাঁকাসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পাঠান পাড়ার মসজিদ কমিটির তহবিলের হিসাব নিয়ে সংঘাত । পাঠানপাড়ার মসজিদের বর্তমান তহবিল কমিটির অন্যতম প্রধান হলেন ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধান সাগিনা বেগমের স্বামী । তাঁর বিরুদ্ধে অভিযোগ, মসজিদ তহবিলের প্রায় দেড় কোটি টাকা রয়েছে কমিটির কাছে রয়েছে ৷ অথচ মসজিদের সংস্কার করা হচ্ছে না । হিসেব দিচ্ছে না সাগিনার স্বামী ৷ যতবার বৈঠক ডাকা হয় বর্তমান কমিটির সদস্যরা ততবারই না কি বৈঠক ছেড়ে চলে যান ।
গতকালও তহবিল নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল ৷ একই ভাবে বর্তমান কমিটির সদস্যরা বৈঠক শেষ না করেই উঠে যেতে চাইলে সাধারণ সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় ৷ সেই সময় বচসা থামলেও চাপা উত্তেজনা ছিল ৷ অভিযোগ, এরপর রাতে TMC-র ত্রিলোকচন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগিনা বেগমের বাড়িসহ আরও দু-তিনটি বাড়িতে হামলা চালানো হয় ৷ বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর সাথে সাথে মহিলাদের শ্লীলতাহানিও করা হয় ৷
তৃণমূলের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন CPI(M)-র প্রধান মুর্শেদ আলির নেতৃত্বে এই হামলা হয় । আভিযোগ অস্বীকার করে মুর্শেদ আলি বলেন "এই মসজিদ তহবিলের অর্থ নিয়ে দুর্নীতি চলছে । প্রায় দেড় কোটি টাকা থাকা রয়েছে অথচ মসজিদের প্লাস্টার খসে পড়ছে । মানুষ বিপজ্জনক অবস্থায় নমাজ পড়ছে দেখেও এরা সংস্কারে উদ্যোগ নিচ্ছে না । তাই আমরা প্রতিবাদ করছি । প্রধানের বাড়িতে কারা হামলা করেছে জানি না ৷ আমরাও আতঙ্কে রয়েছি৷ "