জামুড়িয়া, 5 ডিসেম্বর: কয়েকদিন আগে আসানসোলে এসেছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা (MP Shatrughan Sinha) ৷ তিনি তাঁর তহবিল থেকে কোথায় কোথায় উন্নয়নের কাজ হবে সাংবাদিক সম্মেলন করে সেগুলির নাম প্রকাশ করেন । এবার আসানসোল সাংসদ তহবিলের উন্নয়ন থেকে বঞ্চিত জামুড়িয়া বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) । সেই বিষয় নিয়ে বলতে গিয়ে ছাগলের তৃতীয় সন্তানের সঙ্গে জামুড়িয়ার তুলনা করেন তিনি ।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "জামুড়িয়ার যিনি বিধায়ক রয়েছেন তিনি তাঁর চোখ থেকে একটু জল বের করুন । পারলে আমরা একটু ভিক্স কিনে দিচ্ছি । ভিক্স লাগিয়ে কান্নাকাটি করুন । এই বিষয় নিয়ে দুঃখ পেয়ে যদি উনি কান্নাকাটি করে তাহলে তাঁর পাশে আমরা আছি । "
আরও পড়ুন: রাজ্য সরকার অচ্ছুতের মতো ব্যবহার করছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
এরপর তিনি জামুড়িয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, "ছাগলের তৃতীয় সন্তানের অবস্থা হয়েছে জামুড়িয়ার । এখানকার ভোট চাই, জিতে যাও তারপর জামুড়িয়াকে ভুলে যাও ৷ এটা হচ্ছে তৃণমূলের মূল নীতি । জামুড়িয়ার কারখানা থেকে অবৈধভাবে টাকা তোলা । কারখানার মালিকের কাছ থেকে তোলা সেই বিষয় বেশি নজর তৃণমূলের ।"