ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুড়িয়া, ব্যাপক ভাঙচুর

ইসিএল-এর পরিত্যক্ত কয়লাখনির মুখ ভরাটের কাজ চলছিল ৷ ছাই ভর্তি ডাম্পার চলাচলের ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছে ৷ রাতে গাড়ি চালাতে বারণ করলেও শোনেনি ইসিএল কর্তৃপক্ষ ৷ গতকাল রাতে পথ দুর্ঘটনায় মারা যান এক যুবক ৷

author img

By

Published : Jun 25, 2021, 9:12 AM IST

পথদুর্ঘটনায় রণক্ষেত্র জামুড়িয়া
পথদুর্ঘটনায় রণক্ষেত্র জামুড়িয়া

জামুড়িয়া, (পশ্চিম বর্ধমান) 25 জুন : পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল জামুড়িয়া । প্রায় ৪টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান উত্তেজিত জনতা । ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার লোয়ার কেন্দায় ইসিএল-এর ৬ নম্বর ডিপু ধাওড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী । মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স । পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি ।

আরও পড়ুন : ভাঙড়ে পাঁচ জনকে কুপিয়ে খুনের চেষ্টা, আশঙ্কাজনক চার

স্থানীয় বাসিন্দা মহেশ পাসওয়ান বলেন, "জামুড়িয়ার লোয়ার কেন্দা এলাকায় ইসিএল-এর পরিত্যক্ত কয়লা খনির মুখ ভরাটের কাজ চালাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ । ছাই ভর্তি ডাম্পার চলাচলের ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছে । প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ।" তিনি আরও জানান যে, ইসিএল কর্তৃপক্ষকে রাতে গাড়ি চালাতে বারণ করলেও তিনি সে কথায় কান দেননি ৷ এর আগে ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে ইসিএল কর্তৃপক্ষ থেকে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয় । কিন্তু সেই ব্যবস্থা করা হয়নি ৷

জানা গিয়েছে, এক যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ডাম্পার ধাক্কা মারে তাঁকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ । মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

জামুড়িয়া, (পশ্চিম বর্ধমান) 25 জুন : পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল জামুড়িয়া । প্রায় ৪টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান উত্তেজিত জনতা । ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার লোয়ার কেন্দায় ইসিএল-এর ৬ নম্বর ডিপু ধাওড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী । মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স । পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি ।

আরও পড়ুন : ভাঙড়ে পাঁচ জনকে কুপিয়ে খুনের চেষ্টা, আশঙ্কাজনক চার

স্থানীয় বাসিন্দা মহেশ পাসওয়ান বলেন, "জামুড়িয়ার লোয়ার কেন্দা এলাকায় ইসিএল-এর পরিত্যক্ত কয়লা খনির মুখ ভরাটের কাজ চালাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ । ছাই ভর্তি ডাম্পার চলাচলের ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছে । প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ।" তিনি আরও জানান যে, ইসিএল কর্তৃপক্ষকে রাতে গাড়ি চালাতে বারণ করলেও তিনি সে কথায় কান দেননি ৷ এর আগে ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে ইসিএল কর্তৃপক্ষ থেকে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয় । কিন্তু সেই ব্যবস্থা করা হয়নি ৷

জানা গিয়েছে, এক যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ডাম্পার ধাক্কা মারে তাঁকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ । মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.