ETV Bharat / state

International Women Trafficking: সিটি সেন্টার থেকে গ্রেফতার নাবালিকা পাচারের মূল পান্ডা - নাবালিকা

দুর্গাপুরের বিধাননগর, বামুনাড়া ও সিটি সেন্টারের মত অভিজাত এলাকার বেশ কয়েকটি বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ ৷ তৎপর দুর্গাপুর পুলিশ ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 2:38 PM IST

Updated : Sep 30, 2023, 2:45 PM IST

দুর্গাপুর,30 সেপ্টেম্বর: পুলিশের জালে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত লালু হোসেন শাহ ৷ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়ছে ৷ 28 অগস্ট দুর্গাপুরের কাদারোডের যৌনপল্লী এলাকা থেকে উদ্ধার হয় এক বাংলাদেশি নাবালিকা ৷ সেইসময় ওই নাবালিকাকে যৌনপল্লীতে নিয়ে যাওয়ার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশের তিনজনকে গ্রেফতার করেছিল ৷ তখন থেকেই অধরা ছিল মূল পন্ডা লালু হোসেন শাহ ৷ শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহাকুম আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকাকে দুর্গাপুরের কাদারোডে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে । দুর্বার সমিতির অভিযোগের ভিত্তিতে, পাপ্পু রজক, শেখ মুস্তাক ও এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছিল । তারপর থেকেই পুলিশ মূল পান্ডার সন্ধানেও তল্লাশি শুরু করে । তার পরেই লালু হোসেন শাহকে গ্রেফতার করে পুলিশ । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

এর আগে গ্রেফতার হওয়া শেখ মুস্তাক এবং ওই মহিলা পানাগড় বায়ু সেনাছাউনি লাগোয়া একটি বাড়িতে ভাড়া থাকত । সেখানে ওই প্রথমে নাবালিকাকে রাখা হয়েছিল । পুলিশ সূত্রে খবর, ওই মহিলা পেশায় একজন যৌনকর্মী ৷ শেখ মুস্তাক ও অভিযুক্ত মহিলা দুর্গাপুর ও আসানসোলের প্রায় 20টি হোটেলে দেহ ব্যবসার জন্য বিভিন্ন মহিলাদের পাঠাতো ৷ এই বাংলাদেশি নাবালিকাকে প্রথমে আনা হয়েছিল ওড়িশার ভুবনেশ্বরে । সেখান থেকে শেখ মুস্তাকদের কাছে আসে ৷

আরও পড়ুন:বাংলাদেশি নাবালিকার ভুয়ো আধার-প্যান, আন্তর্জাতিক নারীপাচার চক্রে কী ভূমিকা মুস্তাকের ?

তদন্তে পুলিশ জানতে পারে, এই বাংলাদেশি নাবালিকাকে দুর্গাপুরের একটি বিউটি পার্লারে দেহ ব্যবসা করানো হয়েছিল ৷ শুধু তাই নয় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিংমলের সামনে এক হোটেল মালিক মোটা টাকার বিনিময়ে জাল পার্সপোর্ট ও অন্যান্য পরিচয় পত্র তৈরি করে দিয়েছিল ৷ দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে বলেন, "এই বাংলাদেশি নাবালিকাকে এখানে নিয়ে আসার কিংপিন লালু হোসেন শাহকে পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দেহ ব্যবসার বহু তথ্য পাওয়া যাবে । তদন্ত চলবে ৷ যে বা যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে।"

দুর্গাপুর,30 সেপ্টেম্বর: পুলিশের জালে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত লালু হোসেন শাহ ৷ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়ছে ৷ 28 অগস্ট দুর্গাপুরের কাদারোডের যৌনপল্লী এলাকা থেকে উদ্ধার হয় এক বাংলাদেশি নাবালিকা ৷ সেইসময় ওই নাবালিকাকে যৌনপল্লীতে নিয়ে যাওয়ার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশের তিনজনকে গ্রেফতার করেছিল ৷ তখন থেকেই অধরা ছিল মূল পন্ডা লালু হোসেন শাহ ৷ শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহাকুম আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকাকে দুর্গাপুরের কাদারোডে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে । দুর্বার সমিতির অভিযোগের ভিত্তিতে, পাপ্পু রজক, শেখ মুস্তাক ও এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছিল । তারপর থেকেই পুলিশ মূল পান্ডার সন্ধানেও তল্লাশি শুরু করে । তার পরেই লালু হোসেন শাহকে গ্রেফতার করে পুলিশ । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

এর আগে গ্রেফতার হওয়া শেখ মুস্তাক এবং ওই মহিলা পানাগড় বায়ু সেনাছাউনি লাগোয়া একটি বাড়িতে ভাড়া থাকত । সেখানে ওই প্রথমে নাবালিকাকে রাখা হয়েছিল । পুলিশ সূত্রে খবর, ওই মহিলা পেশায় একজন যৌনকর্মী ৷ শেখ মুস্তাক ও অভিযুক্ত মহিলা দুর্গাপুর ও আসানসোলের প্রায় 20টি হোটেলে দেহ ব্যবসার জন্য বিভিন্ন মহিলাদের পাঠাতো ৷ এই বাংলাদেশি নাবালিকাকে প্রথমে আনা হয়েছিল ওড়িশার ভুবনেশ্বরে । সেখান থেকে শেখ মুস্তাকদের কাছে আসে ৷

আরও পড়ুন:বাংলাদেশি নাবালিকার ভুয়ো আধার-প্যান, আন্তর্জাতিক নারীপাচার চক্রে কী ভূমিকা মুস্তাকের ?

তদন্তে পুলিশ জানতে পারে, এই বাংলাদেশি নাবালিকাকে দুর্গাপুরের একটি বিউটি পার্লারে দেহ ব্যবসা করানো হয়েছিল ৷ শুধু তাই নয় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিংমলের সামনে এক হোটেল মালিক মোটা টাকার বিনিময়ে জাল পার্সপোর্ট ও অন্যান্য পরিচয় পত্র তৈরি করে দিয়েছিল ৷ দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে বলেন, "এই বাংলাদেশি নাবালিকাকে এখানে নিয়ে আসার কিংপিন লালু হোসেন শাহকে পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দেহ ব্যবসার বহু তথ্য পাওয়া যাবে । তদন্ত চলবে ৷ যে বা যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে।"

Last Updated : Sep 30, 2023, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.