আসানসোল, 17 জানুয়ারি: কয়েকদিন আগেই আসানসোলের জুবিলি মোড়ে উদ্বোধন হয়েছে দুটি সেলফি জোনের । আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই সেলফি জোন তৈরি করা হয়েছে । তাতে লেখা হয়েছে 'আই লাভ আসানসোল' । বাংলা ও ইংরাজিতে এই সেলফি জোন হয়েছে । 'লাভ' শব্দের জায়গায় একটি হার্ট চিহ্ন দেওয়া হয়েছে । আসানসোলের মানুষ আবেগপ্রবণ হয়েছে এই সেলফি জোন নিয়ে । সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা । তবে এর পাশাপাশি এই সেলফি জোন নিয়ে শুরু হয়েছে বিতর্কও ৷ বাংলা অক্ষরে কেন ইংরাজি লেখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা থেকে শুরু করে বাংলা পক্ষ । তাঁদের দাবি, আমি ভালোবাসি আসানসোলকে লিখলেই বা কী ক্ষতি হত ।
বর্তমান সময়ে নতুন ট্রেন্ড । উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন শহরে এখন সেলফি জোন । শহরকে ভালোবাসার বার্তা দিতেই এই সেলফি জোন তৈরি হচ্ছে । ট্রেন্ডে গা ভাসিয়েছে আসানসোলও । নতুন বছরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ-এর উদ্যোগে সেলফি জোন হয়েছে আসানসোলের জুবিলি মোড়ে । বাংলা ও ইংরাজিতে লেখা শহরকে ভালোবাসার বার্তা 'আই লাভ আসানসোল' (I Love Asansol Selfie Zone)।
সম্প্রতি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এই সেলফি পয়েন্টের উদ্বোধন করেছেন । উদ্বোধনের দিন থেকেই ভিড় উপচে পড়েছে সেলফি তোলার জন্য । কিন্তু এর মধ্য়েই এই সেলফি জোনকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
আরও পড়ুন : পড়ে থেকে নষ্ট হচ্ছে অত্যাধুনিক ট্রমা অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, প্রশ্নের মুখে আসানসোল পৌরনিগম
বাংলা পক্ষ প্রশ্ন তুলেছে কেন বাংলা অক্ষরে ইংরাজি লেখা হল । এই সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় লেখা হয়েছে সেটাকে স্বাগত জানাই । তবে 'বাংলায় আমি আসানসোলকে ভালোবাসি' লিখলে আরও ভালো হত । পৌরনিগমকে অনুরোধ করব যেন ভালোবাসি শব্দটি বাংলায় লেখা হয় ।" বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও । তিনি বলেছেন, "বাংলায় আমি 'আসানসোলকে ভালোবাসি' লিখতেও একই খরচ হত । আসলে এনারা বাংলাকেই ভালোবাসেন না । আমি অবাঙালি, আমি বললে আবার এরা বলবে তুমি বিহার চলে যাও ।"
যদিও বিষয়টি নিয়ে এডিডিএ-এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, লিখলেই যে শহরকে ভালোবাসি, এমনটা তো নয় । তবে মন্দির দেখলে যেমন মানুষের যেমন শ্রদ্ধা বাড়ে, তেমনি এই সেলফি জোনগুলো দেখলে শহরের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে ।"
আরও পড়ুন : ছোটনের তৈরি বাইকে 10 সওয়ারি !