দুর্গাপুর, 29 অগস্ট: অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, এই সন্দেহের বশে স্ত্রীকে খুন করল স্বামী (Husband killed his wife)। মৃতার নাম নুরি পারভিন ৷ খুনের অভিযোগ স্বীকার করেছে স্বামী মহম্মদ আকিল ৷ পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের 22 নম্বর ওয়ার্ডের সিএমআরআই বাসস্ট্যান্ড বস্তিতে ৷
জানা গিয়েছে, এদিন সকালে মহম্মদ আকিল দুই মেয়েকে স্কুলে নিয়ে যেতে মানা করে তার স্ত্রী নুরি পারভিনকে । কারণ, তার স্ত্রী মেয়েদের স্কুলে ছেড়ে অন্য ছেলের সঙ্গে অবৈধভাবে দেখা করতে যান বলে অভিযোগ ৷ এই নিয়ে অনেক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছিল বলে স্থানীয় এবং অভিযুক্ত স্বামীর অভিযোগ ।
আরও পড়ুন: মিলল মাথার অংশ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবক
এদিন সকালেও নুরি পারভিনকে যখন স্কুলে মেয়েদের নিয়ে যেতে মানা করে তাঁর স্বামী ৷ তখন তা না শোনায় দু'জনের মধ্যে বচসা শুরু হয় । পরে মহম্মদ আকিল রাগের মাথায় তার স্ত্রী নুরি পারভিনকে দরজা বন্ধ করে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলে বলে অভিযোগ । তাদের দুই মেয়ে ঘরের বাইরে থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারেনি ৷ পরে এলাকাবাসী জমা হয়ে পুলিশকে ডেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নুরি পারভিনকে মৃত বলে জানান ৷ পুলিশ অভিযুক্ত স্বামী মহম্মদ আকিলকে গ্রেফতার করেছে ৷
মৃতার বড় মেয়ে অর্চনা পারভিনের বক্তব্য, এদিন আমাদের স্কুলে ছাড়তে মাকে মানা করছিল বাবা ৷ শেষে আমাদের বাড়িতে রেখে যেতে বলে ৷ মা বাবাকে জানায়, তার ভরসায় আমাদের বাড়িতে রেখে কোথাও যাবে না ৷ তাতে বাবা আমাদের মারধর করবে ৷ এরপরই বচসা শুরু হয় বাবা-মার মধ্যে ৷ এমনকী বাবা আমাদের মারধরও করে ৷ এরপর মাকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলে ৷ আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল আমরা কিছু করতেও পারলাম না ৷ আমরা চাই বাবার যেন চরম শাস্তি হয় ৷ কারণ মাকে খুন করেছে ৷