আসানসোল, 11 জানুয়ারি : পরিত্যক্ত ধাবা থেকে উদ্ধার হল এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ ৷ আসানসোলের হীরাপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম পিন্টু মাজি ৷ বাড়ি কুলটির গাঙ্গুটিয়া এলাকায় ৷
আরও পড়ুন : গণধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে, দাবী বিজেপির
গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দারা প্রথমে অর্ধদগ্ধ দেহটি দেখতে পান ৷ তাঁরাই হীরাপুর থানায় খবর দেন ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ৷ এরপরই মৃতের পরিচয় জানা যায় ৷ জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির বাড়ি কুলটির গাঙ্গুটিয়া গ্রামে ৷ তবে কয়েক বছর ধরে তিনি নাকড়াসোঁতা এলাকায় থাকতেন ৷
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।