আসানসোল, 28 অগাস্ট : সবজির দাম বেশ ঊর্ধমুখী । বিশেষ করে পেঁয়াজ আর আলুর দাম বাড়ছে মাত্রাছাড়া হারে । পশ্চিম বর্ধমানের বিভিন্ন বাজারে অভিযান চালাল জেলাশাসকের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স । দোকানীদের দাম কমাতে নির্দেশ দিলেও সরকারি আধিকারিকরা স্বীকার করেই নিলেন বাজারে দাম বেশ ঊর্ধমুখী ।
কোরোনার জেরে লকডাউনে বিভিন্ন জেলা বা ভিনরাজ্য থেকে গাড়ি আসছে না । ফলে যোগান নেই সবজির । যে কারণে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ, আলুর দাম । পেঁয়াজ 25 টাকা থেকে 30 টাকা কেজি দরে বিকোচ্ছে বিভিন্ন বাজারে । আলুর দাম কেজি পিছু 30 টাকার উপরে । ফলে মধ্যবিত্তের সংসারে টান পড়ছে ।
দিনমজুরদের কাজ বন্ধ । বেসরকারি ফার্মের কর্মরতরাও বেতন পাচ্ছেন না অনেকেই । অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে । আর তাই পশ্চিম বর্ধমান জেলাশাসকের নির্দেশে অভিযান চালানো হল আসানসোলের বিভিন্ন বাজারে । জেলার কৃষি বিপণন সংস্থার সেক্রেটারি শুভ্রাংশু সিংহরায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয় ।
আজ আসানসোল মহিশীলা বাজার, কোর্ট বাজার, হটন রোড বাজারে অভিযান চালানো হয় । সবজি বিক্রেতাদের হুঁশিয়ারি দেওয়া হয় । যদিও সবজি বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেড়েছে, তাঁদের উপায় নেই । কার্যত বাজারে যে অসম্ভব দাম বেড়েছে তা স্বীকার করে নিয়েছেন শুভ্রাংশু সিংহরায় । তিনি জানান, “বাজারে দাম বেশ ঊর্ধমুখী । সরকার তা জেনে চুপ করে বসে থাকতে পারে না । তাই এই অভিযান । নিয়মিত অভিযান চলবে । দাম নিয়ন্ত্রণে আসবেই ।”