হায়দরাবাদ, 7 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর থেকেই মুণ্ডপাত চলছে ভারতীয় দলের ৷ অধিনায়ক হওয়ার দরুণ সমালোচনার সিংহভাগ আবর্তিত হচ্ছে রোহিত শর্মাকে কেন্দ্র করে ৷ এরইমধ্যে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে 'হিটম্যান'কে পাওয়ার প্রশ্নে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷ এই মর্মে ভারতের অধিনায়কত্ব নিয়ে সুনীল গাভাসকরের মন্তব্যের পাল্টা রোহিতের সমর্থনে ব্যাট ধরলেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷
রোহিতকে সিরিজের শুরুতে না-পাওয়া গেলে সেক্ষেত্রে দলের অধিনায়কত্ব কে করবেন? সেই প্রশ্নে গাভাসকর জানিয়েছেন রোহিতকে সিরিজের শুরুতে যদি দু'টি ম্য়াচে না-পাওয়া যায়, সেক্ষেত্রে সহঅধিনায়ক জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের জন্যই অধিনায়কত্বের দায়ভার দেওয়া উচিত ৷ স্পোর্টসতাক'কে লিটল মাস্টার বলেন, "শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি প্রথম টেস্ট খেলবে না ৷ সম্ভবত দ্বিতীয়টাও ৷ এক্ষেত্রে এই মুহূর্তে নির্বাচক কমিটির উচিত বলা, 'যদি বিশ্রাম নিতে হয়, নাও ৷ আর যদি অন্য কোনও ব্যক্তিগত কারণ থেকে থাকে সেদিকে নজর দাও ৷ কিন্তু অধিনায়ক যদি দুই-তৃতীয়াংশ সিরিজে দলের বাইরে থাকে তাহলে সহঅধিনায়ককে পুরো সফরের জন্য অধিনায়ক ঘোষণা করা উচিত ৷ রোহিত গেলেও শুধুমাত্র ক্রিকেটার হিসেবে যাক ৷'"
গাভাসকর আরও বলেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি আমরা 3-0 জিততাম তাহলে আলাদা ব্যাপার ছিল ৷ কিন্তু এই মুহূর্তে দলে অধিনায়কের প্রয়োজন রয়েছে ৷ কারণ, একজন অধিনায়কই দলকে ঐক্যবদ্ধ করেন ৷ তাই সিরিজের শুরুতে যদি অধিনায়ককে পাওয়া না-যায়, তবে অন্য কাউকে পুরো সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্তই ভালো বলে মনে হয় ৷"
Aaron Finch said - " i disagree with sunil gavaskar this time. rohit sharma is the captain of the indian cricket team. there should be no question of rohit leading india in bgt when he's available". (espn aus). pic.twitter.com/jxIyfdHz6o
— Tanuj Singh (@ImTanujSingh) November 6, 2024
তবে ভারতীয় কিংবদন্তির এই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি ফিঞ্চ ৷ টি-20 বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক ক্রিকইনফো'কে বলেন, "আমি এই বিষয়ে সানির সঙ্গে মোটেই একমত নই ৷ রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক ৷ স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় যদি ঘরে থাকতে হয় তাহলে সেটা খুব সুন্দর একটা মুহূর্ত ৷ আর এজন্য যতটা খুশি সময় তোমার নেওয়া উচিত ৷" উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর অধিনায়ক রোহিত নিজেও অস্ট্রেলিয়ায় সিরিজের শুরুতে খেলার ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি ৷