ETV Bharat / sports

গাভাসকরের মন্তব্যের পাল্টা রোহিতের সমর্থনে বিশ্বজয়ী অজি অধিনায়ক - FINCH BACKS ROHIT

রোহিতকে প্রথম দু'ম্যাচে না-পাওয়া গেলে অধিনায়ক করে দেওয়া হোক সহঅধিনায়ককেই ৷ সুনীল গাভাসকরের মন্তব্যের পাল্টা রোহিতের পাশে বিশ্বজয়ী অজি অধিনায়ক ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (ANI Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 7, 2024, 2:59 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর থেকেই মুণ্ডপাত চলছে ভারতীয় দলের ৷ অধিনায়ক হওয়ার দরুণ সমালোচনার সিংহভাগ আবর্তিত হচ্ছে রোহিত শর্মাকে কেন্দ্র করে ৷ এরইমধ্যে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে 'হিটম্যান'কে পাওয়ার প্রশ্নে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷ এই মর্মে ভারতের অধিনায়কত্ব নিয়ে সুনীল গাভাসকরের মন্তব্যের পাল্টা রোহিতের সমর্থনে ব্যাট ধরলেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷

রোহিতকে সিরিজের শুরুতে না-পাওয়া গেলে সেক্ষেত্রে দলের অধিনায়কত্ব কে করবেন? সেই প্রশ্নে গাভাসকর জানিয়েছেন রোহিতকে সিরিজের শুরুতে যদি দু'টি ম্য়াচে না-পাওয়া যায়, সেক্ষেত্রে সহঅধিনায়ক জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের জন্যই অধিনায়কত্বের দায়ভার দেওয়া উচিত ৷ স্পোর্টসতাক'কে লিটল মাস্টার বলেন, "শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি প্রথম টেস্ট খেলবে না ৷ সম্ভবত দ্বিতীয়টাও ৷ এক্ষেত্রে এই মুহূর্তে নির্বাচক কমিটির উচিত বলা, 'যদি বিশ্রাম নিতে হয়, নাও ৷ আর যদি অন্য কোনও ব্যক্তিগত কারণ থেকে থাকে সেদিকে নজর দাও ৷ কিন্তু অধিনায়ক যদি দুই-তৃতীয়াংশ সিরিজে দলের বাইরে থাকে তাহলে সহঅধিনায়ককে পুরো সফরের জন্য অধিনায়ক ঘোষণা করা উচিত ৷ রোহিত গেলেও শুধুমাত্র ক্রিকেটার হিসেবে যাক ৷'"

গাভাসকর আরও বলেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি আমরা 3-0 জিততাম তাহলে আলাদা ব্যাপার ছিল ৷ কিন্তু এই মুহূর্তে দলে অধিনায়কের প্রয়োজন রয়েছে ৷ কারণ, একজন অধিনায়কই দলকে ঐক্যবদ্ধ করেন ৷ তাই সিরিজের শুরুতে যদি অধিনায়ককে পাওয়া না-যায়, তবে অন্য কাউকে পুরো সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্তই ভালো বলে মনে হয় ৷"

তবে ভারতীয় কিংবদন্তির এই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি ফিঞ্চ ৷ টি-20 বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক ক্রিকইনফো'কে বলেন, "আমি এই বিষয়ে সানির সঙ্গে মোটেই একমত নই ৷ রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক ৷ স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় যদি ঘরে থাকতে হয় তাহলে সেটা খুব সুন্দর একটা মুহূর্ত ৷ আর এজন্য যতটা খুশি সময় তোমার নেওয়া উচিত ৷" উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর অধিনায়ক রোহিত নিজেও অস্ট্রেলিয়ায় সিরিজের শুরুতে খেলার ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর থেকেই মুণ্ডপাত চলছে ভারতীয় দলের ৷ অধিনায়ক হওয়ার দরুণ সমালোচনার সিংহভাগ আবর্তিত হচ্ছে রোহিত শর্মাকে কেন্দ্র করে ৷ এরইমধ্যে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে 'হিটম্যান'কে পাওয়ার প্রশ্নে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷ এই মর্মে ভারতের অধিনায়কত্ব নিয়ে সুনীল গাভাসকরের মন্তব্যের পাল্টা রোহিতের সমর্থনে ব্যাট ধরলেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷

রোহিতকে সিরিজের শুরুতে না-পাওয়া গেলে সেক্ষেত্রে দলের অধিনায়কত্ব কে করবেন? সেই প্রশ্নে গাভাসকর জানিয়েছেন রোহিতকে সিরিজের শুরুতে যদি দু'টি ম্য়াচে না-পাওয়া যায়, সেক্ষেত্রে সহঅধিনায়ক জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের জন্যই অধিনায়কত্বের দায়ভার দেওয়া উচিত ৷ স্পোর্টসতাক'কে লিটল মাস্টার বলেন, "শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি প্রথম টেস্ট খেলবে না ৷ সম্ভবত দ্বিতীয়টাও ৷ এক্ষেত্রে এই মুহূর্তে নির্বাচক কমিটির উচিত বলা, 'যদি বিশ্রাম নিতে হয়, নাও ৷ আর যদি অন্য কোনও ব্যক্তিগত কারণ থেকে থাকে সেদিকে নজর দাও ৷ কিন্তু অধিনায়ক যদি দুই-তৃতীয়াংশ সিরিজে দলের বাইরে থাকে তাহলে সহঅধিনায়ককে পুরো সফরের জন্য অধিনায়ক ঘোষণা করা উচিত ৷ রোহিত গেলেও শুধুমাত্র ক্রিকেটার হিসেবে যাক ৷'"

গাভাসকর আরও বলেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি আমরা 3-0 জিততাম তাহলে আলাদা ব্যাপার ছিল ৷ কিন্তু এই মুহূর্তে দলে অধিনায়কের প্রয়োজন রয়েছে ৷ কারণ, একজন অধিনায়কই দলকে ঐক্যবদ্ধ করেন ৷ তাই সিরিজের শুরুতে যদি অধিনায়ককে পাওয়া না-যায়, তবে অন্য কাউকে পুরো সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্তই ভালো বলে মনে হয় ৷"

তবে ভারতীয় কিংবদন্তির এই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি ফিঞ্চ ৷ টি-20 বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক ক্রিকইনফো'কে বলেন, "আমি এই বিষয়ে সানির সঙ্গে মোটেই একমত নই ৷ রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক ৷ স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় যদি ঘরে থাকতে হয় তাহলে সেটা খুব সুন্দর একটা মুহূর্ত ৷ আর এজন্য যতটা খুশি সময় তোমার নেওয়া উচিত ৷" উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর অধিনায়ক রোহিত নিজেও অস্ট্রেলিয়ায় সিরিজের শুরুতে খেলার ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.