ETV Bharat / state

আরজি কর মামলার শুনানি, সিবিআই তদন্ত নিয়ে উঠল প্রশ্ন

doctor rape-murder case
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 1 hours ago

Updated : 7 minutes ago

পরপর দুদিন পিছিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর-কাণ্ডের শুনানি ৷ প্রথমে ঠিক ছিল মঙ্গলবার শুনানি হবে। তা বাতিল হয়। পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছিল, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। কিন্তু শেষমেশ বুধবারও শুনানি হয়নি । এরপর আজ শুরু হল শুনানি । এদিকে, সোমবার আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলায় চার্জ গঠন করেছে শিয়ালদা আদালত ৷ আদালত জানিয়েছে, আগামী 11 নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হবে । সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শুনানি চলবে ৷ গত মাসের শুরুতে অর্থাৎ ঘটনার 58 দিন পর আরজি কর-কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় মুল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে । আর ঘটনায় 87 দিন পর অর্থাৎ সোমবার চার্জ গঠন করে আদালত ৷

LIVE FEED

3:57 PM, 7 Nov 2024 (IST)

সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন

এরপর অন্য এক আইনজীবী দাবি করেন সিবিআই সঠিক তদন্ত করেনি। আরজি করের ঘটনায় রাজ্য পুলিশ যে তদন্ত করেছিল তার বাইরে এখনও কিছু করতে পারেনি সিবিআই । এই ব্যাপারে প্রধান বিচারপতি জানান, নিম্ন আদালতের বিচারকের তদন্ত সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে । আর সেই ক্ষমতায় সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করবে না।

3:47 PM, 7 Nov 2024 (IST)

ক্ষুব্ধ প্রধান বিচারপতি

শুনানি চলাকালীন এক আইনজীবী দাবি করেন পশ্চিমবঙ্গের মানুষের পুলিশ এবং বিচার ব্যবস্থার উপর ভরসা নেই। এ কথা শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি ওই আইনজীবীর জানতে চান, রাজ্যের বাসিন্দাদের পক্ষ নিয়ে কথা বলার আপনি কে ? আপনি কোন পক্ষের প্রতিনিধি ? এরপরই প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় ক্যান্টিনে যে বিষয় চর্চা হয় প্রায় সেই বক্তব্য আদালতে বলা হচ্ছে ।

3:25 PM, 7 Nov 2024 (IST)

রাজ্যেই হবে আরজি কর মামলার শুনানি

আরজি কর মামলার শুনানি পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে চেয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। আবেদনে সাড়া দিল না আদালত

3:20 PM, 7 Nov 2024 (IST)

টাস্ক ফোর্সের রিপোর্ট দিতে হবে সব রাজ্যকে: সুপ্রিম কোর্ট

জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্সের রিপোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের ।

3:12 PM, 7 Nov 2024 (IST)

গঠিত জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স

স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা বিষয়ক নিয়ম ঠিক করতে জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স তৈরি হয়েছে বলে আদালতে জানাল কেন্দ্রীয় সরকার ।

11:26 AM, 6 Nov 2024 (IST)

শুনানি শুরু, স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হল । তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

পরপর দুদিন পিছিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর-কাণ্ডের শুনানি ৷ প্রথমে ঠিক ছিল মঙ্গলবার শুনানি হবে। তা বাতিল হয়। পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছিল, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। কিন্তু শেষমেশ বুধবারও শুনানি হয়নি । এরপর আজ শুরু হল শুনানি । এদিকে, সোমবার আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলায় চার্জ গঠন করেছে শিয়ালদা আদালত ৷ আদালত জানিয়েছে, আগামী 11 নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হবে । সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শুনানি চলবে ৷ গত মাসের শুরুতে অর্থাৎ ঘটনার 58 দিন পর আরজি কর-কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় মুল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে । আর ঘটনায় 87 দিন পর অর্থাৎ সোমবার চার্জ গঠন করে আদালত ৷

LIVE FEED

3:57 PM, 7 Nov 2024 (IST)

সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন

এরপর অন্য এক আইনজীবী দাবি করেন সিবিআই সঠিক তদন্ত করেনি। আরজি করের ঘটনায় রাজ্য পুলিশ যে তদন্ত করেছিল তার বাইরে এখনও কিছু করতে পারেনি সিবিআই । এই ব্যাপারে প্রধান বিচারপতি জানান, নিম্ন আদালতের বিচারকের তদন্ত সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে । আর সেই ক্ষমতায় সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করবে না।

3:47 PM, 7 Nov 2024 (IST)

ক্ষুব্ধ প্রধান বিচারপতি

শুনানি চলাকালীন এক আইনজীবী দাবি করেন পশ্চিমবঙ্গের মানুষের পুলিশ এবং বিচার ব্যবস্থার উপর ভরসা নেই। এ কথা শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি ওই আইনজীবীর জানতে চান, রাজ্যের বাসিন্দাদের পক্ষ নিয়ে কথা বলার আপনি কে ? আপনি কোন পক্ষের প্রতিনিধি ? এরপরই প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় ক্যান্টিনে যে বিষয় চর্চা হয় প্রায় সেই বক্তব্য আদালতে বলা হচ্ছে ।

3:25 PM, 7 Nov 2024 (IST)

রাজ্যেই হবে আরজি কর মামলার শুনানি

আরজি কর মামলার শুনানি পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে চেয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। আবেদনে সাড়া দিল না আদালত

3:20 PM, 7 Nov 2024 (IST)

টাস্ক ফোর্সের রিপোর্ট দিতে হবে সব রাজ্যকে: সুপ্রিম কোর্ট

জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্সের রিপোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের ।

3:12 PM, 7 Nov 2024 (IST)

গঠিত জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স

স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা বিষয়ক নিয়ম ঠিক করতে জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স তৈরি হয়েছে বলে আদালতে জানাল কেন্দ্রীয় সরকার ।

11:26 AM, 6 Nov 2024 (IST)

শুনানি শুরু, স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হল । তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

Last Updated : 7 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.