ETV Bharat / state

Cattle Smuggling Case: সায়গলের শুনানিতে অনুপস্থিত সরকারি আইনজীবী ও তদন্তকারী অফিসার - Government Lawyer and Investigating Officer Absent from Saigal Hossain Hearing

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় শুক্রবার ৷ তবে এদিন শুনানির সময় সরকারি আইনজীবী, সিবিআই-এর তদন্তকারী অফিসার কেউই উপস্থিত ছিলেন না (Government Lawyer and Investigating Officer Absent)।

Cattle Smuggling Case
সায়গলের শুনানিতে অনুপস্থিত সরকারি আইনজীবী
author img

By

Published : Jul 22, 2022, 10:21 PM IST

আসানসোল, 22 জুলাই: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের 14 দিনের জেল হেফাজতের পর শুক্রবার পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় তাকে (Government Lawyer and Investigating Officer Absent) । কিন্তু এদিন শুনানির সময় সরকারি আইনজীবী, সিবিআই-এর তদন্তকারী অফিসার উপস্থিত ছিলেন না । এমনকী কেস ডায়েরিও কোর্টে নিয়ে আসা হয়নি ।

সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, সরকারি আইনজীবী বিভিন্ন কাজে আটকে যেতে পারেন । তাই তিনি হয়ত অনুপস্থিত ছিলেন । কিন্তু তদন্তকারী অফিসার এবং কেস ডায়েরি ছিল না এটা খুব দুঃখজনক । সিবিআইয়ের পক্ষ থেকে নতুন কিছু জমা পড়েনি এই কেসে । সায়গল হোসেনকে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

গত 9 জুন গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে । এরপর তাকে পরপর দু'বার সিবিআই হেফাজতে নেয় । কিন্তু সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা দাবি করেছিলেন একটি মাত্র ইলেকট্রিক বিল ছাড়া তেমন কিছুই উদ্ধার করতে পারেনি সিবিআই ।

আরও পড়ুন : অনুব্রতর দেহরক্ষী সায়গলের 6 মামাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

অন্যদিকে, সায়গল হোসেনের মুখ দিয়েও কোনও কথা উগরাতে পারেনি সিবিআই । শেষ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠান বিচারক । দু'বার 14 দিন করে জেল হেফাজতে থাকার পর আজ তাকে আবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । কিন্তু আজ সায়গল হোসেনের শুনানির সময় সিবিআইয়ের পক্ষ থেকে সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না । এমনকী সিবিআইয়ের তদন্তকারী অফিসার ছিলেন না কেস ডায়েরি নিয়ে ।

সায়গলের অনির্বাণ গুহঠাকুরতা জানান, সরকারি আইনজীবীর নানান ব্যস্ততা থাকতে পারে তাই হয়ত তিনি উপস্থিত ছিলেন না । কিন্তু তদন্তকারী অফিসারের অবশ্যই উপস্থিত থাকা প্রয়োজন ছিল এবং একজন জেল হেফাজতে রয়েছেন তার শুনানির সময় কেস ডায়েরিও নেই । এটা খুব দুঃখজনক ঘটনা । পরবর্তী শুনানের দিন ধার্য হয়েছে 5 অগস্ট ।

আসানসোল, 22 জুলাই: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের 14 দিনের জেল হেফাজতের পর শুক্রবার পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় তাকে (Government Lawyer and Investigating Officer Absent) । কিন্তু এদিন শুনানির সময় সরকারি আইনজীবী, সিবিআই-এর তদন্তকারী অফিসার উপস্থিত ছিলেন না । এমনকী কেস ডায়েরিও কোর্টে নিয়ে আসা হয়নি ।

সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, সরকারি আইনজীবী বিভিন্ন কাজে আটকে যেতে পারেন । তাই তিনি হয়ত অনুপস্থিত ছিলেন । কিন্তু তদন্তকারী অফিসার এবং কেস ডায়েরি ছিল না এটা খুব দুঃখজনক । সিবিআইয়ের পক্ষ থেকে নতুন কিছু জমা পড়েনি এই কেসে । সায়গল হোসেনকে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

গত 9 জুন গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে । এরপর তাকে পরপর দু'বার সিবিআই হেফাজতে নেয় । কিন্তু সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা দাবি করেছিলেন একটি মাত্র ইলেকট্রিক বিল ছাড়া তেমন কিছুই উদ্ধার করতে পারেনি সিবিআই ।

আরও পড়ুন : অনুব্রতর দেহরক্ষী সায়গলের 6 মামাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

অন্যদিকে, সায়গল হোসেনের মুখ দিয়েও কোনও কথা উগরাতে পারেনি সিবিআই । শেষ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠান বিচারক । দু'বার 14 দিন করে জেল হেফাজতে থাকার পর আজ তাকে আবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । কিন্তু আজ সায়গল হোসেনের শুনানির সময় সিবিআইয়ের পক্ষ থেকে সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না । এমনকী সিবিআইয়ের তদন্তকারী অফিসার ছিলেন না কেস ডায়েরি নিয়ে ।

সায়গলের অনির্বাণ গুহঠাকুরতা জানান, সরকারি আইনজীবীর নানান ব্যস্ততা থাকতে পারে তাই হয়ত তিনি উপস্থিত ছিলেন না । কিন্তু তদন্তকারী অফিসারের অবশ্যই উপস্থিত থাকা প্রয়োজন ছিল এবং একজন জেল হেফাজতে রয়েছেন তার শুনানির সময় কেস ডায়েরিও নেই । এটা খুব দুঃখজনক ঘটনা । পরবর্তী শুনানের দিন ধার্য হয়েছে 5 অগস্ট ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.