ঘাটাল, 10 এপ্রিল: ঘাটালে আজব অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Centre problem)। পাড়ার একটি ভাঙাচোরা মাটির ক্লাব ঘর ৷ তাও বন্যায় ভেঙে পড়েছে ৷ বাঁশ দিয়ে ত্রিপল খাটিয়ে চলছে রান্নার কাজ (Ghatal Anganwadi Centre)। আবার স্থানীয় এক মহিলা 6 বছর ধরে সহায়িকার কাজ করেও পাননি কোনও টাকা । জন্মলগ্ন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব সামলে আসা ওই অস্থায়ী সহায়িকা স্থায়ী নিয়োগের জন্য ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের দ্বারে দ্বারে ।
পশ্চিম মেদিনীপুর (West Midnapore news) জেলার ঘাটাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সিংহপুর পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র । খাতা-কলমে অঙ্গনওয়াড়ি । এই কেন্দ্রে বর্তমানে 1 জন শিক্ষিকা ও 1 জন সহায়িকা রয়েছেন খুদে পড়ুয়াদের জন্য । অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এলাকার গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেওয়া হয় । অথচ সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজব পরিস্থিতি । কাঁচা মাটির বাড়ি ধসে বেরিয়ে গিয়েছে । এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুরুর সময় কর্মী না থাকায় তৎকালীন সময় থেকেই অস্থায়ী ভাবে সহায়িকা হিসাবে 6 বছর কাজ করেও মেলেনি কোনও টাকা ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী একজন শিক্ষিকা ও একজন সহায়িকা থাকেন । শিক্ষিকা বাচ্চাদের পড়াশোনা খাতাপত্রের দেখভাল করেন আর সহায়িকা বাচ্চাদের খাবার, গর্ভবতীদের খাবার রান্না করে পরিবেশন করেন । আর এই কেন্দ্রের জন্মলগ্ন থেকেই কাজ করে আসছেন গ্রামের মহিলা মীনা মাইতি ৷
জানা যায়, 2016 সালে যখন ওই এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়, সেই সময় গ্রামের মানুষ ঠিক করেন যে মীনা মাইতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হয়ে কাজ করবেন । সেই অনুযায়ী সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে চালু হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র । দীর্ঘ বেশ কয়েক বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনও শিক্ষিকা নিযুক্ত না হওয়ায় মীনা মাইতি একা হাতে রান্না ও বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সামলেছেন । সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘ 6 বছর চাকরি করেও মীনা মাইতির মেলেনি বেতন । 2016 সাল থেকে কাজ করার পর 18/12/2018 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস, ঘাটাল আইসিডিএস প্রজেক্টের লিখিত পরীক্ষা দিয়েও সরকারি ভাবে তাঁকে নিয়োগ করা হয়নি । প্রায় ছয় বছর ধরে এই ভাবে তিনি প্রতিদিন কাজ করে চলেছেন । দীর্ঘদিন ধরে সমস্ত প্রশাসনিক দফতরে এ বিষয়ে লিখিত আবেদন জানালেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ ।
আরও পড়ুন : Plastic Rice in Mid Day Meal : মিড ডে মিলে প্লাস্টিকের চাল ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ
যদিও এ বিষয়ে ঘাটাল আইসিডিএস কেন্দ্রের সিডিপিও-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি । ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত গাফিলতির দায়ভার সিডিপিও-র উপরেই চাপিয়েছেন । তিনি বলেন, ‘‘ওই সহায়িকার জন্য আইসিডিএস কেন্দ্রটি টিকে রয়েছে ।’’ অপরদিকে মীনা মাইতি ও তাঁর পরিবার-সহ এলাকাবাসী সকলেই চান জন্মলগ্ন থেকে যে মহিলার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গ্রামে টিকে রয়েছে, প্রশাসন সেই মহিলাকে স্থায়ী ভাবে সহায়িকা পদের নিয়োগপত্র দিক ।