ETV Bharat / state

কুলটিতে পুলিশের জালে বিহারের চার কুখ্যাত দুষ্কৃতী - ধৃত বিহারের চার দুষ্কৃতী

বিহারের চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন শার্প শুটার ৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে ৷

Four miscreants from Bihar were arrested in Kulti
কুলটিতে পুলিশের জালে বিহারের চার কুখ্যাত দুষ্কৃতী
author img

By

Published : Jun 26, 2021, 7:13 PM IST

কুলটি, 26 জুন : চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমানের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ ধৃতদের সকলেই বিহারের বাসিন্দা ৷ তাদের মধ্যে একজনের নাম ‘গুরুজি’ ৷ অপরাধ জগতে শার্প শুটার হিসাবে যথেষ্ট পরিচিতি রয়েছে তার ৷

আরও পড়ুন : সিঙ্গুরে প্রকাশ্যে খুন করে ছিনতাই, বিহার থেকে গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই আন্তঃরাজ্য অপরাধের সঙ্গে যুক্ত ৷ শুক্রবার রাতে কুলটির একটি রেলওয়ে টানেল থেকে তাদের পাকড়াও করা হয় ৷ ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি দিশি ওয়ান শটার, থ্রি-নট-থ্রি রাইফেলের একটি কার্তুজ এবং নাইন এমএম পিস্তলের ন’টি গুলি উদ্ধার করা হয়েছে ৷

Four miscreants from Bihar were arrested in Kulti
উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওমর আলি মোল্লা জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে মেলেকোলা এলাকায় অভিযান চালান তাঁরা ৷ তখনই রেলওয়ে টানেলের নীচে সাত দুষ্কৃতীকে জমায়েত হতে দেখা যায় ৷ পুলিশ তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করে ৷ তবে বাকি তিনজন পালিয়ে যায় ৷ এরপর তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় ৷ উদ্ধার হয় ধারালো অস্ত্রও ৷

আরও পড়ুন : ডাকাতির আগেই গ্রেফতার তিন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম মুরারীপ্রসাদ বিশ্বকর্মা ওরফে গুরুজি, পাপ্পু পাসওয়ান, শাহনওয়াজ শাহ ওরফে সনু এবং লক্ষ্মী শশীকুমার প্রাসাদ ৷ এদের মধ্যে ধৃত মুরারী ওরফে গুরুজি বিহারের জামুইয়ের বাসিন্দা ৷ সে একজন শার্প শুটার ৷ তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে বিহারে ৷ বাকি তিনজন বিহারের লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা ৷ তাদের বিরুদ্ধেও অতীতে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷

কুলটি, 26 জুন : চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমানের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ ধৃতদের সকলেই বিহারের বাসিন্দা ৷ তাদের মধ্যে একজনের নাম ‘গুরুজি’ ৷ অপরাধ জগতে শার্প শুটার হিসাবে যথেষ্ট পরিচিতি রয়েছে তার ৷

আরও পড়ুন : সিঙ্গুরে প্রকাশ্যে খুন করে ছিনতাই, বিহার থেকে গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই আন্তঃরাজ্য অপরাধের সঙ্গে যুক্ত ৷ শুক্রবার রাতে কুলটির একটি রেলওয়ে টানেল থেকে তাদের পাকড়াও করা হয় ৷ ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি দিশি ওয়ান শটার, থ্রি-নট-থ্রি রাইফেলের একটি কার্তুজ এবং নাইন এমএম পিস্তলের ন’টি গুলি উদ্ধার করা হয়েছে ৷

Four miscreants from Bihar were arrested in Kulti
উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওমর আলি মোল্লা জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে মেলেকোলা এলাকায় অভিযান চালান তাঁরা ৷ তখনই রেলওয়ে টানেলের নীচে সাত দুষ্কৃতীকে জমায়েত হতে দেখা যায় ৷ পুলিশ তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করে ৷ তবে বাকি তিনজন পালিয়ে যায় ৷ এরপর তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় ৷ উদ্ধার হয় ধারালো অস্ত্রও ৷

আরও পড়ুন : ডাকাতির আগেই গ্রেফতার তিন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম মুরারীপ্রসাদ বিশ্বকর্মা ওরফে গুরুজি, পাপ্পু পাসওয়ান, শাহনওয়াজ শাহ ওরফে সনু এবং লক্ষ্মী শশীকুমার প্রাসাদ ৷ এদের মধ্যে ধৃত মুরারী ওরফে গুরুজি বিহারের জামুইয়ের বাসিন্দা ৷ সে একজন শার্প শুটার ৷ তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে বিহারে ৷ বাকি তিনজন বিহারের লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা ৷ তাদের বিরুদ্ধেও অতীতে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.