ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বাঁচাতে গিয়ে আক্রান্ত 5 সিভিক ভলান্টিয়ার - Civic Volunteer injured in Asansole

ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে মারছিল গ্রামবাসী । তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন পাঁচ সিভিক ভলান্টিয়ার ।

আক্রান্ত সিভিক ভলান্টিয়ার
author img

By

Published : Sep 8, 2019, 2:11 AM IST

হিরাপুর(আসানসোল), 8 সেপ্টেম্বর : গণপিটুনির হাত থেকে ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পাঁচ সিভিক ভলান্টিয়ার । ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ । হিরাপুর থানার ভালাডিহা গ্রামের ঘটনা ।

গতকাল রাতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা । অভিযোগ, পরিচয় জানতে চাওয়া হলে সে অসংলগ্ন উত্তর দেয় । এরপরই ছেলেধরা সন্দেহে তাকে মারধর শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ । কয়েকজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে । সেইসময় গ্রামবাসীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ । ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের ধস্তাধস্তি শুরু হয় । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । গ্রামবাসীদের মারে আক্রান্ত হন পাঁচ জন সিভিক ভলান্টিয়ার । ঘটনায় একজনের মাথা ফাটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশবাহিনী । গণপিটুনির শিকার হওয়া ব্যক্তি ও আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে ।

আসানসোল জেলা হাসপাতালে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

হিরাপুর(আসানসোল), 8 সেপ্টেম্বর : গণপিটুনির হাত থেকে ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পাঁচ সিভিক ভলান্টিয়ার । ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ । হিরাপুর থানার ভালাডিহা গ্রামের ঘটনা ।

গতকাল রাতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা । অভিযোগ, পরিচয় জানতে চাওয়া হলে সে অসংলগ্ন উত্তর দেয় । এরপরই ছেলেধরা সন্দেহে তাকে মারধর শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ । কয়েকজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে । সেইসময় গ্রামবাসীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ । ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের ধস্তাধস্তি শুরু হয় । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । গ্রামবাসীদের মারে আক্রান্ত হন পাঁচ জন সিভিক ভলান্টিয়ার । ঘটনায় একজনের মাথা ফাটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় হিরাপুর থানার পুলিশবাহিনী । গণপিটুনির শিকার হওয়া ব্যক্তি ও আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে ।

আসানসোল জেলা হাসপাতালে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:গণধোলাই এর হাত থেকে এক সন্দেহভাজনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলো সিভিক পুলিশ। হিরাপুর থানার ভালাডিহা গ্রামের ঘটনা।
জানা গেছে আজ রাতে হিরাপুর থানার ভালাডিহা গ্রামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা। তাকে ধরে প্রশ্ন করতে গেলে নানান অসংলগ্ন কথা বলছিল বলে অভিযোগ।এরপরেই ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দিতে শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থানে যায় হীরাপুর থানার পুলিশ। বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার গ্রামবাসীদের কাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশকে বাধা দেয় গ্রামবাসীরা। খণ্ডযুদ্ধ বেঁধে যায়। গ্রামবাসীরা পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেয়। পাশাপাশি গ্রামবাসীদের মারে ৫ জন সিভিক ভলান্টিয়ার আহত হয় । এই খবর শুনে হিরাপুর থানা থেকে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থানে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ও আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি আক্রান্ত সিভিক ভলান্টিয়ারদের চিকিত্সার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয়। সিভিক ভলান্টিয়াররা জানিয়েছেন মোট ৫ জন আক্রান্ত হয়েছে এই ঘটনায়। তারমধ্যে একজনের মাথা ফেটেছে। যদিও হাসপাতালে ৫ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
গত তিনদিনের তিনবার ছেলেধরা সন্দেহে এইরকম গণধোলাইয়ের ঘটনা ঘটল আসানসোলে। একটি জামুড়িয়ায়, একটি কুলটি থানায় ও আজ আরেকটি ঘটনা হিরাপুর থানা এলাকায় ঘটল। স্রেফ গুজব নাকি এই ঘটনায় কোন সত্যতা আছে, তা জানতে পুলিশ তদন্তে নেমেছে।


Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.