ETV Bharat / state

Firing on Businessman Car: জাতীয় সড়কে গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:42 PM IST

আসানসোলে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দিনেশ গড়াই ৷ কী কারণে এই হামলা, তদন্তে নেমেছে পুলিশ ৷

Firing on Businessman Car
ব্যবসায়ীর গাড়িতে গুলি
জাতীয় সড়কে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

আসানসোল, 30 অক্টোবর: ভর দুপুরে আসানসোলে জাতীয় সড়কের উপরে চলল গুলি । ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা । গুলি গাড়িতে লাগলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী । আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মোড় এলাকার ঘটনা । এখনও দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির মোড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়ক একটি ধাবায় খাবার কিনতে দাঁড়িয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী দীনেশ গড়াই । তাঁর সঙ্গে সঙ্গীরাও ছিলেন । খাবার নিয়ে দীনেশের গাড়ি জাতীয় সড়কের উপরে উঠতেই সেটিকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী । তারা মোটরসাইকেলে করে এসেছিল । এরপর গাড়িটি থামিয়ে তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ । গাড়িতে একটি গুলি লেগেছে ৷ তবে তাতে ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের কোনও আঘাত লাগেনি ।

ব্যবসায়ী দিনেশ গড়াইয়ের দাবি, তাঁকে খুন করার মতলবেই দুষ্কৃতীরা এসেছিল । কিন্তু কী কারণে তাঁকে খুনের চেষ্টা, সে বিষয়ে কোনও কিছু জানাতে পারেননি তিনি । স্থানীয় সূত্রে খবর অতীতে বেআইনি কয়লার কারবারির সঙ্গে যুক্ত ছিলেন এই দীনেশ গড়াই । বর্তমানে তাঁর নানান ব্যবসা রয়েছে । ব্যবসায়িক শত্রুতার জেরেই তাঁকে খুন করার চেষ্টা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন । অন্যদিকে স্থানীয় কাউন্সিলর অর্জুন মাজি বলেন, "এই গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত রয়েছে জমি মাফিয়ারা । এলাকা দখলের লড়াইয়ের কারণে এই ঘটনা ঘটছে । জমি মাফিয়ারা জোর করে অন্যের জমি বেচে দিচ্ছে । গোটা চন্দ্রচুর মন্দির সংলগ্ন অঞ্চল জুড়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে ।"

আরও পড়ুন: দুষ্কৃতীদের গুলিতে মৃত 'কয়লা মাফিয়া' তথা বিজেপি নেতা রাজু ঝাঁ

হোটেলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কীভাবে গাড়ি আটকে দুষ্কৃতীযরা গুলি চালাচ্ছে । এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকটি গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে । ঘটনার খবর পেয়ে আসে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও গুলি চালানোর ঘটনা এখনও পুলিশ স্বীকার করেনি । আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, গুলি চালানোর একটি মৌখিক অভিযোগ এসেছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ আদৌ সেটি গুলি চালানোর ঘটনা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

জাতীয় সড়কে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

আসানসোল, 30 অক্টোবর: ভর দুপুরে আসানসোলে জাতীয় সড়কের উপরে চলল গুলি । ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা । গুলি গাড়িতে লাগলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী । আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মোড় এলাকার ঘটনা । এখনও দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির মোড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়ক একটি ধাবায় খাবার কিনতে দাঁড়িয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী দীনেশ গড়াই । তাঁর সঙ্গে সঙ্গীরাও ছিলেন । খাবার নিয়ে দীনেশের গাড়ি জাতীয় সড়কের উপরে উঠতেই সেটিকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী । তারা মোটরসাইকেলে করে এসেছিল । এরপর গাড়িটি থামিয়ে তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ । গাড়িতে একটি গুলি লেগেছে ৷ তবে তাতে ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের কোনও আঘাত লাগেনি ।

ব্যবসায়ী দিনেশ গড়াইয়ের দাবি, তাঁকে খুন করার মতলবেই দুষ্কৃতীরা এসেছিল । কিন্তু কী কারণে তাঁকে খুনের চেষ্টা, সে বিষয়ে কোনও কিছু জানাতে পারেননি তিনি । স্থানীয় সূত্রে খবর অতীতে বেআইনি কয়লার কারবারির সঙ্গে যুক্ত ছিলেন এই দীনেশ গড়াই । বর্তমানে তাঁর নানান ব্যবসা রয়েছে । ব্যবসায়িক শত্রুতার জেরেই তাঁকে খুন করার চেষ্টা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন । অন্যদিকে স্থানীয় কাউন্সিলর অর্জুন মাজি বলেন, "এই গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত রয়েছে জমি মাফিয়ারা । এলাকা দখলের লড়াইয়ের কারণে এই ঘটনা ঘটছে । জমি মাফিয়ারা জোর করে অন্যের জমি বেচে দিচ্ছে । গোটা চন্দ্রচুর মন্দির সংলগ্ন অঞ্চল জুড়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে ।"

আরও পড়ুন: দুষ্কৃতীদের গুলিতে মৃত 'কয়লা মাফিয়া' তথা বিজেপি নেতা রাজু ঝাঁ

হোটেলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কীভাবে গাড়ি আটকে দুষ্কৃতীযরা গুলি চালাচ্ছে । এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকটি গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে । ঘটনার খবর পেয়ে আসে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও গুলি চালানোর ঘটনা এখনও পুলিশ স্বীকার করেনি । আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, গুলি চালানোর একটি মৌখিক অভিযোগ এসেছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ আদৌ সেটি গুলি চালানোর ঘটনা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.