দুর্গাপুর, 13 এপ্রিল : পানাগড় সেনা ছাউনিতে ভয়াবহ আগুন । তবে ছাউনির কোনও ক্ষয়ক্ষতি হয়নি । ছাউনির ভিতরের জঙ্গলে শুকনো পাতা থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান । ঘটনাস্থানে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
দুই নম্বর জাতীয় সড়কের পাশে দুর্গাপুর থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় পানাগড় সেনা ছাউনির কোটা মোড় থেকে মাড়োগ্রাম পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে প্রচুর গাছ । গতকাল সন্ধেয় সেখানেই শুকনো পাতায় আগুন লাগে । সেই আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে । ঘটনাস্থানে সেনাবাহিনীর দমকল বিভাগ এবং রাজ্য সরকারের দমকল বিভাগের মোট 12 টি ইঞ্জিন যায় । তারা আগুন নিয়ন্ত্রণে আনে । যেহেতু এলাকাটি অন্ধকারাচ্ছন্ন তাই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেগ পেতে হয়েছে বলে জানা গেছে ।
পানাগড় সেনাছাউনিতে প্রচুর সংখ্যক গাছ থেকে এই সময় শুকনো পাতা ঝরে পড়ে। সেই পাতাতেই আগুন ধরে বলে প্রাথমিকভাবে অনুমান । সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে । তবে দ্রুত দমকলের 12 টি ইঞ্জিন না এলে এই আগুন মারাত্মক আকার ধারণ করতে পারত।