ETV Bharat / state

Fire breaks out in Rabindra Jayanti program: রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের সময় শাড়িতে প্রদীপের আগুন, হাসপাতালে কাউন্সিলর

author img

By

Published : May 9, 2022, 2:29 PM IST

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের সময় প্রদীপ থেকে আসানসোলের কাউন্সিলরের শাড়িতে আগুন লেগে যায় (Asansol councillor's hands burnt)৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাউন্সিলরকে (Fire breaks out in Rabindra Jayanti program)৷

fire-breaks-out-in-rabindra-jayanti-program-asansol-councillors-hands-burnt
রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের সময় শাড়িতে প্রদীপের আগুন, হাসপাতালে আসানসোলের কাউন্সিলর

আসানসোল, 9 মে: অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন আসানসোল পৌরনিগমের 79 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সীমা মণ্ডল । আজ রবীন্দ্রভবনে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের সময় রবীন্দ্র মূর্তিতে মালা দিতে যান কাউন্সিলর সীমা মণ্ডল (Fire breaks out in Rabindra Jayanti program)। সেই সময় প্রদীপ থেকে আগুন লেগে যায় তাঁর শাড়িতে । দাউদাউ করে শাড়িটি জ্বলতে দেখে উপস্থিত সবাই কোনওক্রমে আগুন নেভান । তবে আগুনে হাত ও শরীরের অন্যান্য অংশ পুড়ে গিয়েছে কাউন্সিলরের ৷ তাঁকে তড়িঘড়ি বার্নপুরে ইস্কো হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে । হাতেও ব্যান্ডেজ করা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আসানসোল রবীন্দ্রভবনে আসানসোল পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আজ সকালে সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান এবং শত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয় । জানা গিয়েছে, রবীন্দ্রনাথের মূর্তির নিচে বেশকিছু প্রদীপ রাখা ছিল । কাউন্সিলর সীমা মণ্ডল রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করার সময় নিচে রাখা সেই প্রদীপ থেকে তাঁর শাড়িতে আগুন লেগে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।

আরও পড়ুন: PM Modi pays tribute to Tagore: তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার

সঙ্গে সঙ্গে দাউদাউ করে শাড়িটি জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Asansol councillor's hands burnt)৷ উপস্থিত অন্যান্য কাউন্সিলর এবং বাসিন্দারা আগুন নেভাতে সমর্থ হলেও ততক্ষণে কাউন্সিলরের শরীরের বেশ কিছুটা অংশে পুড়ে যায় । তাঁকে ইস্কোর বার্নপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় ৷ অক্সিজেন দেওয়া হয় । আপাতত তিনি বার্নপুর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সীমা মণ্ডলের অবস্থা আপাতত স্থিতিশীল । এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাল কাটে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে ৷

আসানসোল, 9 মে: অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন আসানসোল পৌরনিগমের 79 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সীমা মণ্ডল । আজ রবীন্দ্রভবনে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের সময় রবীন্দ্র মূর্তিতে মালা দিতে যান কাউন্সিলর সীমা মণ্ডল (Fire breaks out in Rabindra Jayanti program)। সেই সময় প্রদীপ থেকে আগুন লেগে যায় তাঁর শাড়িতে । দাউদাউ করে শাড়িটি জ্বলতে দেখে উপস্থিত সবাই কোনওক্রমে আগুন নেভান । তবে আগুনে হাত ও শরীরের অন্যান্য অংশ পুড়ে গিয়েছে কাউন্সিলরের ৷ তাঁকে তড়িঘড়ি বার্নপুরে ইস্কো হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে । হাতেও ব্যান্ডেজ করা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আসানসোল রবীন্দ্রভবনে আসানসোল পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আজ সকালে সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান এবং শত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয় । জানা গিয়েছে, রবীন্দ্রনাথের মূর্তির নিচে বেশকিছু প্রদীপ রাখা ছিল । কাউন্সিলর সীমা মণ্ডল রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করার সময় নিচে রাখা সেই প্রদীপ থেকে তাঁর শাড়িতে আগুন লেগে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।

আরও পড়ুন: PM Modi pays tribute to Tagore: তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার

সঙ্গে সঙ্গে দাউদাউ করে শাড়িটি জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Asansol councillor's hands burnt)৷ উপস্থিত অন্যান্য কাউন্সিলর এবং বাসিন্দারা আগুন নেভাতে সমর্থ হলেও ততক্ষণে কাউন্সিলরের শরীরের বেশ কিছুটা অংশে পুড়ে যায় । তাঁকে ইস্কোর বার্নপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় ৷ অক্সিজেন দেওয়া হয় । আপাতত তিনি বার্নপুর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সীমা মণ্ডলের অবস্থা আপাতত স্থিতিশীল । এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাল কাটে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.