দুর্গাপুর, ১৮ মার্চ : তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ফরিদপুর থানার পাঠশাওড়া গ্রামের।
গতরাতে সাধনী বাগদি নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগে। সাধনী বলেন, "এলাকার BJP নেতা বলে পরিচিত বিপ্লব গড়াই ও নিত্যানন্দ গড়াই আগুন লাগার ঘটনার সাথে জড়িত।" স্থানীয় তৃণমূল নেতা স্বাধীন সৌ বলেন, "গতকাল রাতে রহস্যজনকভাবে সাধনী বাগদির বাড়িতে আগুন লাগে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।" দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় আগুন নেভানো হয়।
অন্যদিকে নিত্যানন্দ ও বিপ্লব গড়াই বলেন, "আগুন লাগার ঘটনায় আমাদের হাত নেই। বরং তৃণমূলের লোকজনই এসব করেছে।" বিপ্লব বলেন, "শাসকদলে লোক সংখ্যা কমেছে। তাই নানা ভাবে চক্রান্ত করে BJP-কে ফাঁসানোর চেষ্টা চলছে।"