ETV Bharat / state

Andal In Fear অণ্ডালে ধসে জলশুন্য পুকুর, বসে গেল পাম্প হাউস, আতঙ্কিত এলাকাবাসী - ইসিএল

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরেই ফের ভূমিধসের ঘটনা ঘটল অণ্ডালের বহুলার ইসিএলের খোলামুখ খনি সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় (Andal Collapse) ৷

Andal Collapse
ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরে ফের ভূমিধস অণ্ডালে
author img

By

Published : Aug 28, 2022, 4:17 PM IST

দুর্গাপুর, 28 অগস্ট: ফের অণ্ডালে ইসিএল (Eastern Coalfields Limited)-এর খোলামুখ খনি সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল (Andal Collapse) । শনিবার রাতে বহুলার পাথর পুকুর এবং অফিস বাদ্যকর পাড়ায় এক গৃহস্থের উঠোন ধসের কবলে পড়ে তলিয়ে যায় । গৃহস্থের পরিবারের লোকজন সেই সময় বাড়িতে ছিলেন না ৷ ফলে তাঁরা এই ধসের কবলের হাত থেকে রক্ষা পায় । বাড়ি ফিরতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়ে । রবিবার সকাল থেকে এলাকাবাসীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেয় ৷

স্থানীয় সূত্র জানা গিয়েছে, খোলামুখ খনি এলাকায় কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণ হয় ৷ আর তার যার জেরে ভূমিধসের ঘটনাটি ঘটে । এদিকে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের । একাধিকবার ইসিএল আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলে না বলে অভিযোগ ।

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরে ফের ভূমিধস অণ্ডালে

আরও পড়ুন: ইসিএলের খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ । দুর্ঘটনার পর স্থানীয়রাই খবর দেয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ৷ পরে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকরা । যদিও ঘটনাস্থলে ইসিএল কর্তৃপক্ষ না আসায় বিক্ষোভ দেখা দেয় গোটা এলাকায় ।

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে ইসিএলের বিস্তীর্ণ খনি এলাকাজুড়ে ধস নামে ৷ মাটির নীচ থেকে উঠে আসে বিষাক্ত ধোঁয়া ৷ আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ ৷

ফের তার কিছু মাস পরে রানিগঞ্জে ইসিএলের জেকে নগর কোলিয়ারির বেলিয়া বাথান গ্রামের রাস্তায় ধস নামে । এটি নিয়ে সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকাবাসী । পরে খবর পেয়ে ইসিএল কর্তৃপক্ষ কোলিয়ারিতে পৌঁছয় । গ্রামবাসীদের সঙ্গে চলে বচসা । কোলিয়ারি বন্ধের হুমকি দেয় ইসিএল কর্তৃপক্ষ ।

দুর্গাপুর, 28 অগস্ট: ফের অণ্ডালে ইসিএল (Eastern Coalfields Limited)-এর খোলামুখ খনি সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল (Andal Collapse) । শনিবার রাতে বহুলার পাথর পুকুর এবং অফিস বাদ্যকর পাড়ায় এক গৃহস্থের উঠোন ধসের কবলে পড়ে তলিয়ে যায় । গৃহস্থের পরিবারের লোকজন সেই সময় বাড়িতে ছিলেন না ৷ ফলে তাঁরা এই ধসের কবলের হাত থেকে রক্ষা পায় । বাড়ি ফিরতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়ে । রবিবার সকাল থেকে এলাকাবাসীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেয় ৷

স্থানীয় সূত্র জানা গিয়েছে, খোলামুখ খনি এলাকায় কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণ হয় ৷ আর তার যার জেরে ভূমিধসের ঘটনাটি ঘটে । এদিকে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের । একাধিকবার ইসিএল আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলে না বলে অভিযোগ ।

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরে ফের ভূমিধস অণ্ডালে

আরও পড়ুন: ইসিএলের খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ । দুর্ঘটনার পর স্থানীয়রাই খবর দেয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ৷ পরে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকরা । যদিও ঘটনাস্থলে ইসিএল কর্তৃপক্ষ না আসায় বিক্ষোভ দেখা দেয় গোটা এলাকায় ।

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে ইসিএলের বিস্তীর্ণ খনি এলাকাজুড়ে ধস নামে ৷ মাটির নীচ থেকে উঠে আসে বিষাক্ত ধোঁয়া ৷ আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ ৷

ফের তার কিছু মাস পরে রানিগঞ্জে ইসিএলের জেকে নগর কোলিয়ারির বেলিয়া বাথান গ্রামের রাস্তায় ধস নামে । এটি নিয়ে সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকাবাসী । পরে খবর পেয়ে ইসিএল কর্তৃপক্ষ কোলিয়ারিতে পৌঁছয় । গ্রামবাসীদের সঙ্গে চলে বচসা । কোলিয়ারি বন্ধের হুমকি দেয় ইসিএল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.