ETV Bharat / state

Durgapur Sand Mafia : বালি মাফিয়া পারভেজ সিদ্দিকিকে নিজেদের হেফাজতে নিতে আবেদন ফরিদপুর থানার - দুর্গাপুরে বালি মাফিয়া পারভেজ সিদ্দিকী

আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হল বালি মাফিয়া পারভেজ সিদ্দিকিকে (Sand Mafia Parvez Siddiqui) ৷ ফের তার পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ফরিদপুর থানার পুলিশ ৷

বালি মাফিয়া পারভেজ সিদ্দিকীকে (Sand Mafia Parvez Siddiqui)
বালি মাফিয়া পারভেজ সিদ্দিকীকে (Sand Mafia Parvez Siddiqui)
author img

By

Published : Nov 21, 2021, 3:14 PM IST

দুর্গাপুর, 21 নভেম্বর : অন্ডালের পর এবার বালি মাফিয়া পারভেজ সিদ্দিকিকে (Sand Mafia Parvez Siddiqui) নিজেদের হেফাজতে নিতে দুর্গাপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছে ফরিদপুর থানার পুলিশ ৷ দক্ষিণবঙ্গের বালি চোরাচালানের অন্যতম মূল পাণ্ডা পারভেজ সিদ্দিকির কাছ থেকে উদ্ধার হয়েছে বেআইনি বালি কারবারের জাল চালান, ল্যাপটপ, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্র ।

দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকি বেআইনি বালি কারবারের (Illegal Sand business) 'বেতাজ বাদশা' । ফুলে ফেঁপে ওঠা এই বালি মাফিয়ার উপর নজর রাখছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police) গোয়েন্দা বিভাগ । অন্ডাল থানায় তার বিরুদ্ধে বেআইনি বালি কারবারের একটি অভিযোগ ছিল । গোয়েন্দা দফতরের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন : Sand Mafia Arrested: পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ

এর আগে 7 নভেম্বর 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত । অন্ডালে পুলিশি হেফাজত শেষে রবিবার ফের পারভেজ সিদ্দিকিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল । এই 14 দিন পুলিশি হেফাজতে থাকাকালীন গোয়েন্দা দফতরের এই মামলার তদন্তকারী আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায় পারভেজ সিদ্দিকিকে জিজ্ঞসসাবাদ চালিয়ে ও তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অফিস থেকে বেআইনি বালি কারবারের জাল চালান, একটি ল্যপটপ, প্রিন্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন । সেই সব নথি আদালতে পেশ করা হয় । তাতেই প্রমাণ হয় সে বেআইনি বালি কারবারের সঙ্গে যুক্ত ছিল ৷

দুর্গাপুর, 21 নভেম্বর : অন্ডালের পর এবার বালি মাফিয়া পারভেজ সিদ্দিকিকে (Sand Mafia Parvez Siddiqui) নিজেদের হেফাজতে নিতে দুর্গাপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছে ফরিদপুর থানার পুলিশ ৷ দক্ষিণবঙ্গের বালি চোরাচালানের অন্যতম মূল পাণ্ডা পারভেজ সিদ্দিকির কাছ থেকে উদ্ধার হয়েছে বেআইনি বালি কারবারের জাল চালান, ল্যাপটপ, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্র ।

দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকি বেআইনি বালি কারবারের (Illegal Sand business) 'বেতাজ বাদশা' । ফুলে ফেঁপে ওঠা এই বালি মাফিয়ার উপর নজর রাখছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police) গোয়েন্দা বিভাগ । অন্ডাল থানায় তার বিরুদ্ধে বেআইনি বালি কারবারের একটি অভিযোগ ছিল । গোয়েন্দা দফতরের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন : Sand Mafia Arrested: পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ

এর আগে 7 নভেম্বর 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত । অন্ডালে পুলিশি হেফাজত শেষে রবিবার ফের পারভেজ সিদ্দিকিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল । এই 14 দিন পুলিশি হেফাজতে থাকাকালীন গোয়েন্দা দফতরের এই মামলার তদন্তকারী আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায় পারভেজ সিদ্দিকিকে জিজ্ঞসসাবাদ চালিয়ে ও তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অফিস থেকে বেআইনি বালি কারবারের জাল চালান, একটি ল্যপটপ, প্রিন্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন । সেই সব নথি আদালতে পেশ করা হয় । তাতেই প্রমাণ হয় সে বেআইনি বালি কারবারের সঙ্গে যুক্ত ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.