ETV Bharat / state

Fake Jawan Arrested : পানাগড়ে সেনা ছাউনির বাইরে ধৃত ভুয়ো সেনা জওয়ান - fake jawan

এবার পাওয়া গেল একজন ভুয়ো সেনা জওয়ানকে ৷ তিনি অবশ্য এই রাজ্যের বাসিন্দা নন ৷ উত্তরপ্রদেশ থেকে তিনি কী উদ্দেশ্যে এসেছিলেন, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ ৷

Fake Jawan Arrested : পানাগড়ে সেনা ছাউনির বাইরে ধৃত ভুয়ো সেনা জওয়ান
Fake Jawan Arrested : পানাগড়ে সেনা ছাউনির বাইরে ধৃত ভুয়ো সেনা জওয়ান
author img

By

Published : Jul 29, 2021, 7:35 PM IST

দুর্গাপুর, 29 জুলাই : সেই যে দেবাঞ্জন দাস ভুয়ো আমলা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধরা পড়ল, তার পর থেকে প্রায় রোজই কোনও না কোনও ভুয়ো-পেশাদার ধরা পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ৷ এবার পাওয়া গেল একজন ভুয়ো সেনা জওয়ানকে ৷ তিনি অবশ্য এই রাজ্যের বাসিন্দা নন ৷ উত্তরপ্রদেশ থেকে তিনি কী উদ্দেশ্যে এসেছিলেন, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : নেতানেত্রীদের সঙ্গে ছবি, নীল বাতির গাড়ি ব্যবহার; প্রতারণায় অভিযুক্ত ব্যক্তি

পশ্চিম বর্ধমানের পানাগড়ে বায়ুসেনা ঘাঁটি রয়েছে ৷ একেবারে দু‘নম্বর জাতীয় সড়কের পাশেই ওই সেনা ছাউনি অবস্থিত ৷ পুলিশের দাবি, সেনা ছাউনির গেটের সামনে সেনা জওয়ানের পোশাক পরে এক যুবক ঘোরাঘুরি করছিলেন কয়েকদিন ধরে । বেশকিছু দিন নজর রাখার পর তাকে গ্রেফতার করে সেনাবাহিনী এবং পশ্চিম বর্ধমানের বুঁদবুঁদ থনার পুলিশ ।

কয়েকদিন আগে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে ৷ আপাতত ওই যুবক তিনদিনের পুলিশি হেফাজতে রয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম করণ যাদব । তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা । কেন তিনি সেনা ছাউনির আশপাশে ঘোরাঘুরি করছিলেন, আপাতত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ ৷ তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷ কিন্তু জেরায় নাম ও ঠিকানা ছাড়া তিনি অন্য কিছু বলেছেন কি না, তা জানা যায়নি ৷

আরও পড়ুন : দুর্গাপুরে নাইট কার্ফু ভেঙে আটক বহু

তবে এই ঘটনায় নড়েচড়ে রাজ্য প্রশাসন ও সেনাবাহিনীর স্থানীয় আধিকারিকরা ৷ তাদের তরফে সেনা ছাউনির বাইরে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক কালে প্রথম ভুয়ো-ঘটনা ধরে পড়ে কলকাতার কসবায় ৷ ভুয়ো শিবির করে করোনা ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় দেবাঞ্জন দাস নামে এক যুবককে ৷ সে নিজেকে আমলা বলে চারিদিকে জাহির করত ৷ এর পর একের পর এক ভুয়ো ঘটনা সামনে আসতে থাকে ৷ ভুয়ো আইনজীবী, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৷ সেই তালিকায় শেষ সংযোজন উত্তরপ্রদেশের করণ যাদব ৷

আরও পড়ুন : Patient Death Controversy : রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ, দুর্গাপুরের হাসপাতালে বিক্ষোভ

দুর্গাপুর, 29 জুলাই : সেই যে দেবাঞ্জন দাস ভুয়ো আমলা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধরা পড়ল, তার পর থেকে প্রায় রোজই কোনও না কোনও ভুয়ো-পেশাদার ধরা পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ৷ এবার পাওয়া গেল একজন ভুয়ো সেনা জওয়ানকে ৷ তিনি অবশ্য এই রাজ্যের বাসিন্দা নন ৷ উত্তরপ্রদেশ থেকে তিনি কী উদ্দেশ্যে এসেছিলেন, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : নেতানেত্রীদের সঙ্গে ছবি, নীল বাতির গাড়ি ব্যবহার; প্রতারণায় অভিযুক্ত ব্যক্তি

পশ্চিম বর্ধমানের পানাগড়ে বায়ুসেনা ঘাঁটি রয়েছে ৷ একেবারে দু‘নম্বর জাতীয় সড়কের পাশেই ওই সেনা ছাউনি অবস্থিত ৷ পুলিশের দাবি, সেনা ছাউনির গেটের সামনে সেনা জওয়ানের পোশাক পরে এক যুবক ঘোরাঘুরি করছিলেন কয়েকদিন ধরে । বেশকিছু দিন নজর রাখার পর তাকে গ্রেফতার করে সেনাবাহিনী এবং পশ্চিম বর্ধমানের বুঁদবুঁদ থনার পুলিশ ।

কয়েকদিন আগে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে ৷ আপাতত ওই যুবক তিনদিনের পুলিশি হেফাজতে রয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম করণ যাদব । তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা । কেন তিনি সেনা ছাউনির আশপাশে ঘোরাঘুরি করছিলেন, আপাতত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ ৷ তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷ কিন্তু জেরায় নাম ও ঠিকানা ছাড়া তিনি অন্য কিছু বলেছেন কি না, তা জানা যায়নি ৷

আরও পড়ুন : দুর্গাপুরে নাইট কার্ফু ভেঙে আটক বহু

তবে এই ঘটনায় নড়েচড়ে রাজ্য প্রশাসন ও সেনাবাহিনীর স্থানীয় আধিকারিকরা ৷ তাদের তরফে সেনা ছাউনির বাইরে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক কালে প্রথম ভুয়ো-ঘটনা ধরে পড়ে কলকাতার কসবায় ৷ ভুয়ো শিবির করে করোনা ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় দেবাঞ্জন দাস নামে এক যুবককে ৷ সে নিজেকে আমলা বলে চারিদিকে জাহির করত ৷ এর পর একের পর এক ভুয়ো ঘটনা সামনে আসতে থাকে ৷ ভুয়ো আইনজীবী, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৷ সেই তালিকায় শেষ সংযোজন উত্তরপ্রদেশের করণ যাদব ৷

আরও পড়ুন : Patient Death Controversy : রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ, দুর্গাপুরের হাসপাতালে বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.