কাঁকসা,১৮ জুন : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসায় টানা তিনদিন বৃষ্টির জেরে সবজি চাষে ব্যাপক ক্ষতি । রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । তার ওপর নিম্নচাপ । টানা তিনদিন ধরে রাজ্যজুড়ে চলছে ব্যাপক বৃষ্টিপাত । বৃষ্টিপাতের জেরে কাঁকসার বিদবিহারের সবজি চাষের জমিতে জমে গিয়েছে জল । যার ফলে সবজি প্রায় নষ্টের মুখে ।
এই সময় অজয়পল্লি, কাজলাডিহি, শিবপুর, দুবরাজপুর কলোনি সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের সবজি চাষ করেন চাষিরা । পটল, ঝিঙা, শশা, উচ্ছে, লাউ, কুমড়ো, কাঁচালঙ্কা সহ বিভিন্ন সবজির চাষ হয় । প্রবল বৃষ্টিপাতের জেরে সেই সমস্ত সবজি চাষের জমিতে জল জমে যাওয়ায় এখন চরম ক্ষতির মুখে চাষিরা । একদিকে বৃষ্টিপাত অন্যদিকে করোনা আর তার জেরে বাজারেও যেতে পারছেন না চাষিরা । রাজ্যে কার্যত লকডাউন জারি হয়েছে একাধিক বিধিনিষেধ ।
আরও পড়ুন...দুর্গাপুরের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল
ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান ওই এলাকার চাষিরা । চাষের পিছনে খরচ করেও দাম না পাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা । চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা । কীভাবে চলবে সংসার, সেই চিন্তায় ঘুম ছুটেছে তাঁদের । যে চাষিরা বছরভর জলের জন্য চাতকের মত আকাশের দিকে তাকিয়ে থাকেন তাঁরাই এখন তাকিয়ে নিম্নচাপ কাটিয়ে রোদঝলমলে আবহাওয়ার জন্য ।
জল শুকোলে জমি ফিরবে আগের অবস্থায় । আপাতত সেই অপেক্ষায় তাঁরা ।