আসানসোল, 24 জুলাই : গায়ে গা ঘেঁষে জমায়েত করেই চলছে সবজি কেনাবেচা । অনেক দোকানি কিংবা ক্রেতাদের মুখে মাস্ক নেই এমন ছবি ধরা পড়ল আসানসোলের সবজি মান্ডিতে । পুলিশ যতই লাঠি উঁচিয়ে তাড়া করে ভিড় কমানোর চেষ্টা করুক না কেন, তবুও ভিড় কমছে না ।
আনলক ওয়ানে সকাল 8 টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাজার ঘাট খোলা থাকার সরকারি নির্দেশিকা জারি রয়েছে । কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে আসানসোলের সবজি মান্ডির বেশকিছু দোকানপাট খোলা থাকে নির্ধারিত সময়ের পরেও ।
পশ্চিম বর্ধমান জেলায় 550-র উপরে মানুষ আক্রান্ত হয়েছে । মারা গেছে 8 জন। কিন্তু এরপরেও কোনও হেলদোল নেই মানুষের । দিন 2 আগেই আসানসোল সব্জি মান্ডিতে পুলিশ অভিযান চালিয়েছিল । তার পরেও সেই একই চিত্র আজও ধরা পড়েছে ।
আসানসোল সবজি মান্ডি থেকে সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কা করছে সাধারণ মানুষের একাংশ । পূর্বে প্রশাসন এই সবজি মান্ডিটিকে খোলা জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল । কিন্তু বর্ষার শুরুতে সবজি মান্ডি আগের জায়গায় ফিরিয়ে আনা হয় ।