ETV Bharat / state

Reinstate of Security Guards in ECL : ইসিএল দফতরে বিধায়কদের ধরনার জের, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের কাজে পুনর্বহাল

ইসিএল-এ কর্মরত বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের পুনর্বহালের দাবিতে সংস্থার সদর দফতরে ধরনায় বসলেন তৃণমূলের দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং হরেরাম সিং (TMC MLAs are Sitting in Protest for demanded Reinstatement of Private Security Guards) ৷ আর তার জেরেই রাত পর্যন্ত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তারক্ষীদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইসিএল কর্তৃপক্ষ (ECL Authorities Decide to Reinstate Private Security Guards) ৷ এমনটাই জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷

TMC MLAs are Sitting in Protest for demanded Reinstatement of Private Security Guards
TMC MLAs are Sitting in Protest for demanded Reinstatement of Private Security Guards
author img

By

Published : Jun 3, 2022, 2:03 PM IST

আসানসোল, 3 জুন : কাজ হারানো বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের পুনর্বহালের দাবিতে ইসিএল এর সদর দফতরে ধরনায় বসলেন 2 বিধায়ক ৷ কুলটি সাঁকতোড়িয়াতে ইসিএল সদর দফতরে গতকাল রাতে ধরনায় বসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ৷ দীর্ঘক্ষণ ধরে এই ধরনা চলার পর ইসিএল কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেয় বলে জানান দুই বিধায়ক (ECL Authorities Decide to Reinstate Private Security Guards) ৷ এমনকি কাজ হারানো নিরাপত্তারক্ষীদের পুনর্বহাল করা হয়েছে বলে দাবি তাঁদের ৷

প্রায় তিনদশক ধরে ইসিএল এর সম্পত্তি রক্ষার কাজ করে আসছেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা ৷ 891 জন বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন ইসিএল এর বিভিন্ন জায়গায় ৷ কিন্তু, পর্যায়ক্রমে বেসরকারি সংস্থার সেই নিরাপত্তারক্ষীদের বসিয়ে, ইসিএল নিজস্ব রক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ৷ গত 1 এপ্রিল আচমকাই বিজ্ঞপ্তি জারি করে, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের বসিয়ে দেওয়া হয়েছিল ৷ যদিও আন্দোলনের জেরে পরের দিনই তাঁদের ফের নিয়োগ করে সংস্থা ৷ সেই সঙ্গে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছিল, এই নিয়োগ করা হচ্ছে আগামী 45 দিনের জন্য ৷ মে মাসের 14 তারিখ সেই সময়সীমা শেষ হয়েছে ৷

আরও পড়ুন : massive fire in ECL coal mine: ফের জামুড়িয়ায় ইসিএল-এর পরিত্যক্ত খোলামুখ খনিতে ভয়াবহ আগুন

চুক্তি মোতাবেক 15 মে তাঁদের বসিয়ে দেওয়া হয় ৷ কাজ হারান কয়েকশো নিরাপত্তারক্ষী ৷ এর পরেই তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং হরেরাম সিংয়ের নেতৃত্বে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন বেসরকারি সংস্থার ওই নিরাপত্তারক্ষীর ৷ গতকাল রাতে তাঁরা ধরনায় বসে পড়েন ইসিএল এর সদর দফতরে (TMC MLAs are Sitting in Protest for demanded Reinstatement of Private Security Guards) ৷ দীর্ঘক্ষণ ধরে চলে ধর্না ৷ এর পর ইসিএল এর সিএমডি বিধায়কদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হন ৷ রাত পর্যন্ত সেই আলোচনা চলে ৷ শেষে ইসিএল কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্ত থেকে সরে আসে ৷

ইসিএল দফতরে বিধায়কদের ধরনা

আরও পড়ুন : Coal theft in Durgapur : খনি আধিকারিক ও কয়লাচোর-সহ দুর্গাপুরে ধৃত 2

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ‘‘কাজ হারানো নিরাপত্তারক্ষীদের পুনরায় কাজে ফেরানো হবে ৷ ইসিএল কর্তারা এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ পাশাপাশি সেপ্টেম্বর থেকে তাঁদের ইসিএল এর বিভিন্ন কাজে লাগানো হবে ওই ৷ ফলে তাঁদের কাজ নিশ্চিত হবে ৷ আমরা আশা করব ইসিএল তার প্রতিশ্রুতি রাখবে ৷ যদি প্রতিশ্রুতি না রাখে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ৷’’ পাশাপাশি কয়লা চুরি নিয়েও সওয়াল করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘কয়লা চুরি রুখতে আমরা সমানভাবে সচেষ্ট ৷ তৃণমূল কংগ্রেস ইসিএল কর্তৃপক্ষের পাশে আছে ৷’’

আসানসোল, 3 জুন : কাজ হারানো বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের পুনর্বহালের দাবিতে ইসিএল এর সদর দফতরে ধরনায় বসলেন 2 বিধায়ক ৷ কুলটি সাঁকতোড়িয়াতে ইসিএল সদর দফতরে গতকাল রাতে ধরনায় বসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ৷ দীর্ঘক্ষণ ধরে এই ধরনা চলার পর ইসিএল কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেয় বলে জানান দুই বিধায়ক (ECL Authorities Decide to Reinstate Private Security Guards) ৷ এমনকি কাজ হারানো নিরাপত্তারক্ষীদের পুনর্বহাল করা হয়েছে বলে দাবি তাঁদের ৷

প্রায় তিনদশক ধরে ইসিএল এর সম্পত্তি রক্ষার কাজ করে আসছেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা ৷ 891 জন বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন ইসিএল এর বিভিন্ন জায়গায় ৷ কিন্তু, পর্যায়ক্রমে বেসরকারি সংস্থার সেই নিরাপত্তারক্ষীদের বসিয়ে, ইসিএল নিজস্ব রক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ৷ গত 1 এপ্রিল আচমকাই বিজ্ঞপ্তি জারি করে, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের বসিয়ে দেওয়া হয়েছিল ৷ যদিও আন্দোলনের জেরে পরের দিনই তাঁদের ফের নিয়োগ করে সংস্থা ৷ সেই সঙ্গে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছিল, এই নিয়োগ করা হচ্ছে আগামী 45 দিনের জন্য ৷ মে মাসের 14 তারিখ সেই সময়সীমা শেষ হয়েছে ৷

আরও পড়ুন : massive fire in ECL coal mine: ফের জামুড়িয়ায় ইসিএল-এর পরিত্যক্ত খোলামুখ খনিতে ভয়াবহ আগুন

চুক্তি মোতাবেক 15 মে তাঁদের বসিয়ে দেওয়া হয় ৷ কাজ হারান কয়েকশো নিরাপত্তারক্ষী ৷ এর পরেই তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং হরেরাম সিংয়ের নেতৃত্বে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন বেসরকারি সংস্থার ওই নিরাপত্তারক্ষীর ৷ গতকাল রাতে তাঁরা ধরনায় বসে পড়েন ইসিএল এর সদর দফতরে (TMC MLAs are Sitting in Protest for demanded Reinstatement of Private Security Guards) ৷ দীর্ঘক্ষণ ধরে চলে ধর্না ৷ এর পর ইসিএল এর সিএমডি বিধায়কদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হন ৷ রাত পর্যন্ত সেই আলোচনা চলে ৷ শেষে ইসিএল কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্ত থেকে সরে আসে ৷

ইসিএল দফতরে বিধায়কদের ধরনা

আরও পড়ুন : Coal theft in Durgapur : খনি আধিকারিক ও কয়লাচোর-সহ দুর্গাপুরে ধৃত 2

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ‘‘কাজ হারানো নিরাপত্তারক্ষীদের পুনরায় কাজে ফেরানো হবে ৷ ইসিএল কর্তারা এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ পাশাপাশি সেপ্টেম্বর থেকে তাঁদের ইসিএল এর বিভিন্ন কাজে লাগানো হবে ওই ৷ ফলে তাঁদের কাজ নিশ্চিত হবে ৷ আমরা আশা করব ইসিএল তার প্রতিশ্রুতি রাখবে ৷ যদি প্রতিশ্রুতি না রাখে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ৷’’ পাশাপাশি কয়লা চুরি নিয়েও সওয়াল করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘কয়লা চুরি রুখতে আমরা সমানভাবে সচেষ্ট ৷ তৃণমূল কংগ্রেস ইসিএল কর্তৃপক্ষের পাশে আছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.