দুর্গাপুর, 20 এপ্রিল : মানুষকে সচেতন করতে নয়া উদ্যোগ দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন ও নগরনিগমের চার নম্বর বোরো কমিটির চেয়ারম্যানের । দু'জনকে যমরাজ ও কোরোনা ভাইরাসের রূপে সাজিয়ে তাঁদের মাধ্যমে সচেতন করা হল দুর্গাপুর স্টেশন বাজারে ভিড় করা মানুষকে ।
প্রশাসনের কোনও কথাতেই কান দিচ্ছে না মানুষ । সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় করছে । তাই মানুষকে সচেতন করতে নতুন পথ খুঁজে বের করলেন দুর্গাপুর নগরনিগমের 4 নম্বর বোরো কমিটি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আজ বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথ উদ্যোগ নিয়ে দু'জন নাট্যকর্মীকে যমরাজ ও কোরোনা ভাইরাসের রূপে সাজান । তারপর তাঁরা দুর্গাপুর স্টেশন বাজার ঘুরে মানুষকে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহারের আবেদন করেন ।
কখনও বাজারে ভিড় করা মানুষের কাছে গিয়ে যমরাজকে বলতে শোনা গেল, "আমি যম । অকালে আমার কাছে চলে আসতে হব ।" আবার কখনও কোরোনা ভাইরাসকে বলতে শোনা গেল, "আমি কোরোনা ভাইরাস । আমি কাউকে ছাড়ব না । মাস্ক না পরলে ও স্যানিটাইজ়ার ব্যবহার না করলে আমি মেরে ফেলব তোদের ।" ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করার এই অভিনব প্রয়াস নজর কেড়েছে মানুষের ।