ETV Bharat / state

Water ATM In Durgapur : দুর্গাপুর কর্পোরেশনের উদ্যোগে ওয়াটার এটিএম - দু’টাকায় মিলছে এক লিটার ঠান্ডা পানীয় জল

দুর্গাপুর কর্পোরেশনের উদ্যোগে শহরের 16টি জায়গায় বসছে ওয়াটার এটিএম ৷ প্রখর দাবদাহে পথচলতি মানুষের তেষ্টা মেটাতেই এই উদ্যোগ পৌরনিগমের (Water ATM In Durgapur) ৷

Water ATM In Durgapur
দুর্গাপুর কর্পোরেশনের উদ্যোগে ওয়াটার এটিএম
author img

By

Published : Apr 17, 2022, 4:31 PM IST

Updated : Apr 17, 2022, 5:38 PM IST

দুর্গাপুর, 17 এপ্রিল: পথচলতি আমজনতার সুবিধার্থে ওয়াটার এটিএম বসিয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ মাত্র দু’টাকায় মিলছে এক লিটার ঠান্ডা পানীয় জল ৷ দুর্গাপুরের 16টি জায়গায় বসেছে এই ওয়াটার এটিএম ৷ প্রখর দাবদাহে জলসংকট মেটাতে সস্তায় জল পেয়ে খুশি এলাকাবাসীরা ৷

আরও পড়ুন: Durgapur still plant ex-employee arrested : জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন, গ্রেফতার ইস্পাত কারখানার কর্মী

গ্রীষ্মকাল এলেই জলসংকট শুরু হয় দুর্গাপুর শিল্পাঞ্চলে ৷ তেষ্টা মেটাতে পথচলতি মানুষ সমস্যায় পড়েন ৷ দোকান থেকে ঠান্ডা জল কিনতে হয় ৷ যা অনেকটা ব্যয়সাপেক্ষ ৷ বিশেষত দুর্গাপুর শহরের কেন্দ্র দুর্গাপুর সিটি সেন্টারে এই সমস্যা আরও বেশি ৷ এই অঞ্চলে ঠিকা শ্রমিকদের আনাগোনা লেগেই থাকে ৷ তাঁদের পক্ষে বাইরে থেকে বেশি টাকা ব্যায় করে জল কেনা অনেকটাই ব্যয়সাপেক্ষ ৷ দোকানে এক লিটার ঠান্ডা জলের দাম 20 টাকা ৷ এই ওয়াটার এটিএম থেকে মাত্র 2 টাকা খরচ করলেই মিলবে ঠান্ডা জল ৷ দাবদাহে তৃষ্ণা মেটাতে ভরসা এই ঠান্ডা জল ৷ মাত্র দু’টাকায় ঠান্ডা জল পেয়ে খুশি পথচলতি মানুষও ৷

দুর্গাপুর কর্পোরেশনের উদ্যোগে ওয়াটার এটিএম

জানা গিয়েছে, ১৬টি ওয়াটার এটিএমের মধ্যে একাধিক ওয়াটার এটিএমে জল পরিষেবা শুরু হয়েছ ৷ তবে বেশ কিছু ওয়াটার এটিএমে যান্ত্রিক ত্রুটি থাকায় সেগুলি চলছে না ৷ শীঘ্রই এই সবওয়াটার এটিএমগুলি চালুর আশ্বাস মিলেছে দুর্গাপুর পৌরনিগম সূত্রে ৷

দুর্গাপুর, 17 এপ্রিল: পথচলতি আমজনতার সুবিধার্থে ওয়াটার এটিএম বসিয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ মাত্র দু’টাকায় মিলছে এক লিটার ঠান্ডা পানীয় জল ৷ দুর্গাপুরের 16টি জায়গায় বসেছে এই ওয়াটার এটিএম ৷ প্রখর দাবদাহে জলসংকট মেটাতে সস্তায় জল পেয়ে খুশি এলাকাবাসীরা ৷

আরও পড়ুন: Durgapur still plant ex-employee arrested : জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন, গ্রেফতার ইস্পাত কারখানার কর্মী

গ্রীষ্মকাল এলেই জলসংকট শুরু হয় দুর্গাপুর শিল্পাঞ্চলে ৷ তেষ্টা মেটাতে পথচলতি মানুষ সমস্যায় পড়েন ৷ দোকান থেকে ঠান্ডা জল কিনতে হয় ৷ যা অনেকটা ব্যয়সাপেক্ষ ৷ বিশেষত দুর্গাপুর শহরের কেন্দ্র দুর্গাপুর সিটি সেন্টারে এই সমস্যা আরও বেশি ৷ এই অঞ্চলে ঠিকা শ্রমিকদের আনাগোনা লেগেই থাকে ৷ তাঁদের পক্ষে বাইরে থেকে বেশি টাকা ব্যায় করে জল কেনা অনেকটাই ব্যয়সাপেক্ষ ৷ দোকানে এক লিটার ঠান্ডা জলের দাম 20 টাকা ৷ এই ওয়াটার এটিএম থেকে মাত্র 2 টাকা খরচ করলেই মিলবে ঠান্ডা জল ৷ দাবদাহে তৃষ্ণা মেটাতে ভরসা এই ঠান্ডা জল ৷ মাত্র দু’টাকায় ঠান্ডা জল পেয়ে খুশি পথচলতি মানুষও ৷

দুর্গাপুর কর্পোরেশনের উদ্যোগে ওয়াটার এটিএম

জানা গিয়েছে, ১৬টি ওয়াটার এটিএমের মধ্যে একাধিক ওয়াটার এটিএমে জল পরিষেবা শুরু হয়েছ ৷ তবে বেশ কিছু ওয়াটার এটিএমে যান্ত্রিক ত্রুটি থাকায় সেগুলি চলছে না ৷ শীঘ্রই এই সবওয়াটার এটিএমগুলি চালুর আশ্বাস মিলেছে দুর্গাপুর পৌরনিগম সূত্রে ৷

Last Updated : Apr 17, 2022, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.