ETV Bharat / state

BJP ও তৃণমূল একটা পক্ষ, অন্যদিকে বামপন্থীরা : আভাস - বর্ধমান

বর্ধমান-দুর্গাপুর লোকসভাকেন্দ্রের CPI(M) প্রার্থী আভাস রায়চৌধুরি আজ দুর্গাপুরের গোপালমাঠে নির্বাচনী প্রচার সারলেন। তিনি বলেন, "এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর BJP প্রতিপক্ষ নয়। BJP আর তৃণমূল একটা পক্ষ, আর একদিকে জনগণের হয়ে বামপন্থীরা আছে।"

প্রচারে CPI(M) প্রার্থী আভাস রায়চৌধুরি
author img

By

Published : Apr 6, 2019, 11:25 PM IST

দুর্গাপুর, 6 এপ্রিল : "এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর BJP প্রতিপক্ষ নয়। BJP আর তৃণমূল একটা পক্ষ, আর একদিকে জনগণের হয়ে বামপন্থীরা আছে।" প্রচারে বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভাকেন্দ্রের CPI(M) প্রার্থী আভাস রায়চৌধুরি।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী হিসাবে আভাস রায়চৌধুরির নাম ঘোষণা হতেই তিনি ভোট প্রচার শুরু করেছেন। আজ দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ডের গোপালমাঠে প্রচার করেন CPI(M) প্রার্থী।

প্রচারে তিনি বলেন, "বর্ধমানের শস্য বাঁচুক, দুর্গাপুরের শিল্প বাঁচুক। নির্বাচনের প্রচারে সেই বার্তা দিচ্ছি মানুষকে। জনগণ বামপন্থীদের চাইছে। আমি জিতব।" দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়াত্ত MAMC, BOGL, HFC কারখানা খোলার জন্য লড়াই এবং রাজ্যসরকারের DPL, DCL কারখানার পুনুরুজ্জীবনের কথাও বলেন তিনি।

তিনি বলেন, "আমার লোকসভাকেন্দ্রের একটি অংশ বর্ধমান পূর্ব। তাকে একদিন শস্যগোলা বলা হত। আর 2011-র পর থেকে এখানে ১৫০ জন কৃষক, বর্গাদার, ভাগচাষি আত্মহত্যা করেছে।"

দুর্গাপুর, 6 এপ্রিল : "এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর BJP প্রতিপক্ষ নয়। BJP আর তৃণমূল একটা পক্ষ, আর একদিকে জনগণের হয়ে বামপন্থীরা আছে।" প্রচারে বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভাকেন্দ্রের CPI(M) প্রার্থী আভাস রায়চৌধুরি।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী হিসাবে আভাস রায়চৌধুরির নাম ঘোষণা হতেই তিনি ভোট প্রচার শুরু করেছেন। আজ দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ডের গোপালমাঠে প্রচার করেন CPI(M) প্রার্থী।

প্রচারে তিনি বলেন, "বর্ধমানের শস্য বাঁচুক, দুর্গাপুরের শিল্প বাঁচুক। নির্বাচনের প্রচারে সেই বার্তা দিচ্ছি মানুষকে। জনগণ বামপন্থীদের চাইছে। আমি জিতব।" দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়াত্ত MAMC, BOGL, HFC কারখানা খোলার জন্য লড়াই এবং রাজ্যসরকারের DPL, DCL কারখানার পুনুরুজ্জীবনের কথাও বলেন তিনি।

তিনি বলেন, "আমার লোকসভাকেন্দ্রের একটি অংশ বর্ধমান পূর্ব। তাকে একদিন শস্যগোলা বলা হত। আর 2011-র পর থেকে এখানে ১৫০ জন কৃষক, বর্গাদার, ভাগচাষি আত্মহত্যা করেছে।"

Intro:""এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর বিজেপি প্রতিপক্ষ নয়। বিজেপি আর তৃণমূল কংগ্রেস এখন একপক্ষ, আর জনগণ অন্য পক্ষ। তাই জনগণ চাইছে বামপন্থীদের""- বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী এমন কথাই জানালেন।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হিসাবে আভাস রায়চৌধুরীর নাম ঘোশনা হতেই তিনি মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন।অনেকদিন পরে দুর্গাপুরে প্রচারে লালবেলুন,লালটুপি পরিহিত মানুষের হাতে হাতে লালপতাকার মিছিল দেখা যাচ্ছে।আজ দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠে মানুষের কাছে গিয়ে নিজের জন্য ভোট চাইলেন সিপিআই(এম) প্রার্থী।প্রচার চলাকালীন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বলেন "" বর্ধমানের শস্য বাঁচুক,দুর্গাপুরের শিল্প বাঁচুক।এই নির্বাচনের প্রচারে সেই বার্তা দিচ্ছি মানুষকে।আর মিডিয়া র প্রচার যে বিজেপি আর টিএমসি প্রতিপক্ষ। আসলে তা নয়।বিজেপি আর টিএমসি একপক্ষ আর জনগন অন্য পক্ষ।আর জনগন বামপন্থীদের চাইছে।আমি জিতব।""এরপরেই দুর্গাপুরে বন্ধ ও রুগ্ন শিল্প নিয়ে বলেন এই সিপিআই(এম) প্রার্থী।দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়াত্ত এম এ এম সি, বিওজিএল,এইচ এফ সি কারখানা খোলার জন্য লড়াই এবং রাজ্যসরকারের ডিপিএল,ডিসিএল কারখানার পুনুরুজ্জীবনের কথাও বলেন তিনি।আভাস রায়চৌধুরী বলেন তিনি যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার একটা অংশ বর্ধমান পুর্ব।তাকে একদিন শষ্যগোলা বলা হত।আর ২০১১ র পর থেকে এখানে ১৫০ জন কৃষক,বর্গাদার,ভাগচাষী আত্মহত্যা করেছে।তাই এই কেন্দ্র থেকে এই সিপিআই(এম) নেতা জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত।।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.