দুর্গাপুর, 6 এপ্রিল : "এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর BJP প্রতিপক্ষ নয়। BJP আর তৃণমূল একটা পক্ষ, আর একদিকে জনগণের হয়ে বামপন্থীরা আছে।" প্রচারে বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভাকেন্দ্রের CPI(M) প্রার্থী আভাস রায়চৌধুরি।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী হিসাবে আভাস রায়চৌধুরির নাম ঘোষণা হতেই তিনি ভোট প্রচার শুরু করেছেন। আজ দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ডের গোপালমাঠে প্রচার করেন CPI(M) প্রার্থী।
প্রচারে তিনি বলেন, "বর্ধমানের শস্য বাঁচুক, দুর্গাপুরের শিল্প বাঁচুক। নির্বাচনের প্রচারে সেই বার্তা দিচ্ছি মানুষকে। জনগণ বামপন্থীদের চাইছে। আমি জিতব।" দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়াত্ত MAMC, BOGL, HFC কারখানা খোলার জন্য লড়াই এবং রাজ্যসরকারের DPL, DCL কারখানার পুনুরুজ্জীবনের কথাও বলেন তিনি।
তিনি বলেন, "আমার লোকসভাকেন্দ্রের একটি অংশ বর্ধমান পূর্ব। তাকে একদিন শস্যগোলা বলা হত। আর 2011-র পর থেকে এখানে ১৫০ জন কৃষক, বর্গাদার, ভাগচাষি আত্মহত্যা করেছে।"