ETV Bharat / state

নিয়ম মেনেই পুজো, আনন্দে মাতলেন ব্রিস্টলের বাঙালিরা - বাঙালি

শুধু বাংলা নয়, প্রবাসেও আয়োজন করা হয়েছে পুজোর ৷ লন্ডনের ব্রিস্টলে প্রবাসী সাংস্কৃতিক সমিতি তিন বছর আগে থেকে শুরু করে দুর্গা পুজো ৷

ব্রিস্টলের বাঙালিরা
author img

By

Published : Oct 4, 2019, 8:25 PM IST

Updated : Oct 5, 2019, 1:11 PM IST

লন্ডন : বাংলায় হোক বা প্রবাসে, দুর্গাপুজো মানেই বাঙালির আনন্দের সীমা নেই ৷ প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া-দাওয়া ৷ বাদ নেই কিছুই ৷ তাই লন্ডনের ব্রিস্টলে প্রবাসী সাংস্কৃতিক সমিতির তরফেও আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর ৷ এক বছর আগেই দুর্গাপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিমা ৷

ব্রিস্টলে প্রায় 40টি ভারতীয় পরিবার রয়েছে ৷ সেখানে থাকেন দুর্গাপুরের ভূমিপুত্র জয়জিৎ মিশ্র৷ কর্মসূত্রে প্রবাসী ৷ তিন বছর আগে তাঁর উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো ৷ প্রবাসী সাংস্কৃতিক কমিটিও তৈরি করেন তিনি ৷ বাংলার মতো লন্ডনেও তাঁরা সকলে মেতে ওঠেন দুর্গাপুজোয় ৷

দেখুন ভিডিয়ো

উত্তর-পশ্চিম ব্রিস্টলের এক রাজনীতিবিদ পুজোর উদ্বোধন করেন আজ ৷ জয়জিৎ নিজেই পুজোয় বসেন ৷ পঞ্জিকার নিয়ম মেনেই পুজো হয় ৷ ''আজ মহাষষ্ঠী৷ ষষ্ঠী তিথির পুজোর পাশাপাশি সপ্তমীর পুজোও আজই,'' বলেন জয়জিৎ ৷ এই পুজোকে ঘিরে টানা পাঁচদিন একসঙ্গে খাওয়া-দাওয়া চলে ৷

গত বছর থেকে এই প্রতিমা লন্ডন থেকে বিমানে এনে তা দুর্গাপুরে দামোদরের জলে নিরঞ্জন করা হয় ৷ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের নিয়ম অনুযায়ী, লন্ডনের কোনও জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হয় না ৷ এবারও দুর্গাপুরেই নিরঞ্জন করা হবে প্রতিমা ৷

লন্ডন : বাংলায় হোক বা প্রবাসে, দুর্গাপুজো মানেই বাঙালির আনন্দের সীমা নেই ৷ প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া-দাওয়া ৷ বাদ নেই কিছুই ৷ তাই লন্ডনের ব্রিস্টলে প্রবাসী সাংস্কৃতিক সমিতির তরফেও আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর ৷ এক বছর আগেই দুর্গাপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিমা ৷

ব্রিস্টলে প্রায় 40টি ভারতীয় পরিবার রয়েছে ৷ সেখানে থাকেন দুর্গাপুরের ভূমিপুত্র জয়জিৎ মিশ্র৷ কর্মসূত্রে প্রবাসী ৷ তিন বছর আগে তাঁর উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো ৷ প্রবাসী সাংস্কৃতিক কমিটিও তৈরি করেন তিনি ৷ বাংলার মতো লন্ডনেও তাঁরা সকলে মেতে ওঠেন দুর্গাপুজোয় ৷

দেখুন ভিডিয়ো

উত্তর-পশ্চিম ব্রিস্টলের এক রাজনীতিবিদ পুজোর উদ্বোধন করেন আজ ৷ জয়জিৎ নিজেই পুজোয় বসেন ৷ পঞ্জিকার নিয়ম মেনেই পুজো হয় ৷ ''আজ মহাষষ্ঠী৷ ষষ্ঠী তিথির পুজোর পাশাপাশি সপ্তমীর পুজোও আজই,'' বলেন জয়জিৎ ৷ এই পুজোকে ঘিরে টানা পাঁচদিন একসঙ্গে খাওয়া-দাওয়া চলে ৷

গত বছর থেকে এই প্রতিমা লন্ডন থেকে বিমানে এনে তা দুর্গাপুরে দামোদরের জলে নিরঞ্জন করা হয় ৷ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের নিয়ম অনুযায়ী, লন্ডনের কোনও জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হয় না ৷ এবারও দুর্গাপুরেই নিরঞ্জন করা হবে প্রতিমা ৷

Intro:আজ লন্ডনেও প্রবাসী সাংস্কৃতিক সমিতির দুর্গোৎসবের ষষ্ঠী ও সপ্তমী পুজা নিয়ে উন্মাদনা চরমে।এক বছর আগেই দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুর থেকে।ইটিভি ভারত কে লন্ডন থেকে পাঠানো দুর্গোৎসবের এক্সক্লুসিভ ছবি।।
লন্ডলের ব্রিস্টলে প্রায় ৪০ টি ভারতীয় পরিবার এর বসবাস যেখানে সেখানে দুর্গাপুরের ছেলে আজ থেকে ৩ বছর আগে সবাইকে নিয়ে শুরু করেন দুর্গাপুজা।গঠন করেন প্রবাসী সাংস্কৃতিক কমিটি।দুর্গোৎসবের এই কয়েকটা দিন ব্রিস্টলের ভারতীয় বিশেষ করে যারা বাঙলা থেকে সেখানে জীবিকার সন্ধানে বাসা বাঁধেন তারাই দুর্গোৎসবের সূচনা করেন।মহাষষ্ঠী র পুজায় মত্ত যখন গোটা বাঙলা তখন জয়জিত মিশ্র সহ সবাই বিশেষ করে মহিলারা আনন্দে মাতোয়ারা দুর্গোৎসবের আনন্দে।প্রতিমার মুখ ঢাকা।ব্রিস্টল নর্থ ওয়েষ্টের সাংসদ এই পুজার জন্য নিজের শুভেচ্ছা বার্তা দেওয়ার সাথে সাথে এই পুজোর উদ্বোধন করবেন আজ।জয়জিত মিশ্র নিজে পুজোয় বসেন।বাঙলার পঞ্জিকার নির্ঘন্ট মেনেই এই পুজা তারা করেন।আজ ষষ্ঠী পুজার পাশাপাশি সপ্তমী পুজাও সম্পন্ন হবে বলে লন্ডন থেকে ফোনে জানান জয়জিত মিশ্র।লন্ডনের ব্রিস্টল এ এই পুজোকে ঘিরে এই কয়েকটা পরিবার ৫ দিন একসাথে খাওয়া-দাওয়া করে।গতবছর থেকে এই প্রতিমা লন্ডন থেকে বিমানে এনে তা দুর্গাপুরে দামোদরের জলে ভাসানো হয়।কারন লন্ডনে কোনও জলাশয়ে মাটির তৈরি প্রতিমা,তাতে রঙ দেওয়া তাই বিসর্জ্জন দেওয়া যায়না দুষন নিয়ন্ত্রন দপ্তরের কড়া নিয়মের জেরে।এবারেও দুর্গাপুরে দামোদরের জলে বিসর্জ্জন দেওয়া হবে প্রতিমা।ইটিভি ভারত কে সাত সমুদ্র তেরো নদীর পারের লন্ডনের ব্রিষ্টল থেকে এক্সক্লুসিভ ছবি পাঠানো হয়।Body:হConclusion:হ
Last Updated : Oct 5, 2019, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.