ETV Bharat / state

Asansol Suicide Case : মায়ের মৃত্যুশোকে আত্মঘাতী দুই ভাই, আশঙ্কাজনক বোন - আসানসোলের খবর

মায়ের অসুস্থতায় প্রথম থেকেই হতাশ ছিলেন বড় ছেলে ৷ মায়ের মৃত্যুশোক সামলাতে না পেরে আত্মঘাতী দুই ভাই ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বোন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে (Asansol Suicide Case) ৷

Asansol Suicide Case
আসানসোলে আত্মহত্যার খবর
author img

By

Published : Jan 13, 2022, 6:41 PM IST

Updated : Jan 13, 2022, 7:12 PM IST

আসানসোল, 13 জানুয়ারি : বাড়ি থেকে উদ্ধার মা ও দুই ছেলের দেহ ৷ আশঙ্কাজনক অবস্থায় বোন ৷ চাঞ্চল্য আসানসোলে (Asansol news) ৷

গত দু'দিন ধরে বাড়ির দরজা বন্ধ । সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা ৷ তারপরই দরজা ভেঙে বাড়ি থেকে মা এবং দুই ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । আশঙ্কাজনক অবস্থায় মৃত মহিলার মেয়েকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ (asansol suicide news)। হীরাপুর থানার বার্নপুর স্টেশন রোড সংলগ্ন এলাকার এই ঘটনায় অবাক সকলেই । নেপথ্যে কী ?

মায়ের মৃত্যুশোকে আত্মঘাতী দুই ভাই, চাঞ্চল্য আসানসোলে

পুলিশি অনুমান বলছে, বৃদ্ধা মায়ের মৃত্যুর শোক সামলাতে না পেরে দুই ছেলে এবং মেয়ে কার্বলিক অ্যাসিড জাতীয় কোনও জিনিস পান করে ৷ তার ফলেই মৃত্যু হয় দুই ছেলের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মা ও দুই ছেলেকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদের নাম গীতা কর (87), জয়ন্ত কর (58), বিপ্লব কর (52) । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বছর ছাপান্নর মায়া কর । বাড়ির মধ্যে থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ মর্গে । সুইসাইড নোট ও ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ।
আত্মীয়রা জানিয়েছেন, চারজনই একটি বাড়িতে থাকতেন । জয়ন্ত কর ইস্কো কারখানায় চাকরি করলেও, ভাই বিপ্লব বাড়িতেই থাকতেন । বোন মায়া কর ছিলেন মানসিক রোগী । চিকিৎসা চলছিল তাঁর ৷ বেশ কয়েকবছর ধরেই অসুস্থ ছিলেন মা গীতা কর । তাঁর অসুস্থতা নিয়ে হতাশ ছিলেন জয়ন্তবাবু ৷

পিসতুতো ভাই অনিল ধর বলেন, "সাত-আট মাস ধরে অসুস্থ ছিলেন মামিমা ৷ জয়ন্ত প্রায়ই বলত মা বেঁচে না থাকলে আমাদের বাঁচার আর কোনও মানে নেই ।"

আরও পড়ুন : Hanging Body of Engineer Recovered : আবাসন থেকে উদ্ধার সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য সিউড়িতে

আসানসোল, 13 জানুয়ারি : বাড়ি থেকে উদ্ধার মা ও দুই ছেলের দেহ ৷ আশঙ্কাজনক অবস্থায় বোন ৷ চাঞ্চল্য আসানসোলে (Asansol news) ৷

গত দু'দিন ধরে বাড়ির দরজা বন্ধ । সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা ৷ তারপরই দরজা ভেঙে বাড়ি থেকে মা এবং দুই ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । আশঙ্কাজনক অবস্থায় মৃত মহিলার মেয়েকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ (asansol suicide news)। হীরাপুর থানার বার্নপুর স্টেশন রোড সংলগ্ন এলাকার এই ঘটনায় অবাক সকলেই । নেপথ্যে কী ?

মায়ের মৃত্যুশোকে আত্মঘাতী দুই ভাই, চাঞ্চল্য আসানসোলে

পুলিশি অনুমান বলছে, বৃদ্ধা মায়ের মৃত্যুর শোক সামলাতে না পেরে দুই ছেলে এবং মেয়ে কার্বলিক অ্যাসিড জাতীয় কোনও জিনিস পান করে ৷ তার ফলেই মৃত্যু হয় দুই ছেলের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মা ও দুই ছেলেকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদের নাম গীতা কর (87), জয়ন্ত কর (58), বিপ্লব কর (52) । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বছর ছাপান্নর মায়া কর । বাড়ির মধ্যে থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ মর্গে । সুইসাইড নোট ও ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ।
আত্মীয়রা জানিয়েছেন, চারজনই একটি বাড়িতে থাকতেন । জয়ন্ত কর ইস্কো কারখানায় চাকরি করলেও, ভাই বিপ্লব বাড়িতেই থাকতেন । বোন মায়া কর ছিলেন মানসিক রোগী । চিকিৎসা চলছিল তাঁর ৷ বেশ কয়েকবছর ধরেই অসুস্থ ছিলেন মা গীতা কর । তাঁর অসুস্থতা নিয়ে হতাশ ছিলেন জয়ন্তবাবু ৷

পিসতুতো ভাই অনিল ধর বলেন, "সাত-আট মাস ধরে অসুস্থ ছিলেন মামিমা ৷ জয়ন্ত প্রায়ই বলত মা বেঁচে না থাকলে আমাদের বাঁচার আর কোনও মানে নেই ।"

আরও পড়ুন : Hanging Body of Engineer Recovered : আবাসন থেকে উদ্ধার সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য সিউড়িতে

Last Updated : Jan 13, 2022, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.