ETV Bharat / state

চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার নয়, আবেদন IMA-র

author img

By

Published : Apr 21, 2020, 6:31 PM IST

কোরোনা যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । তাই দেশের মানুষের কাছে আবেদন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না । এমনটাই মানুষের কাছে আবেদন করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA ৷

do not misbehave with doctors , requested ima in asansol, west burdwan
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না , আবেদন IMA-র

আসানসোল, 21 এপ্রিল : কোরোনা যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । তাই দেশের মানুষের কাছে আবেদন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না । এমনই আবেদন করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA ৷ আজ আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ সেখানে এই আবেদন করা হয় IMA-এর পক্ষ থেকে ৷

লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আর এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল চিকিৎসকদের উপর ৷ এছাড়াও নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর ৷ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে । কোথাও তাদের ভাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না । কোথাও বা কমিউনিটিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা । ফলে চিকিৎসক-নার্সদের লড়াই করার উদ্যমতায় ভাটা পড়তে পারে ৷ চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হচ্ছেন কোরোনায় । বিশ্বজুড়ে অনেক চিকিৎসকের মৃত্যু হয়েছে । কিন্তু তাও সেই লড়াই থেকে তাঁরা পিছপা হননি । সেকারণেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আবেদন জানানো হল স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য ৷

আজ আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ উপস্থিত ছিলেন IMA সভাপতি ডাক্তার শ্যামল স্যানাল ৷ তিনি বলেন, " যুদ্ধক্ষেত্রে অনেক সৈনিক আহত হন । তাঁরা বাড়ি ফিরে আসেন । আমরা কি সেই সময় তাঁদের আবার যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিই । তাঁরা সুস্থ হযন বাড়িতে । আবার তাঁরা ফিরে যান । এভাবেই চলে । কিন্তু এই কোরোনা যুদ্ধক্ষেত্রে যাঁরা সবার প্রথমে দাঁড়িয়ে লড়াই করছেন, সেই সমস্ত চিকিৎসক-নার্সদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহার করছে মানুষ । সেটা বন্ধ হোক । তবে সচেতনতার অভাব থেকেই মানুষ চিকিৎসক, নার্সদের সঙ্গে এমন ব্যবহার করে ফেলছেন ৷ তাই মানুষকে সচেতন করার কাজ প্রশাসনকেই করতে হবে ৷ "

আসানসোল, 21 এপ্রিল : কোরোনা যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । তাই দেশের মানুষের কাছে আবেদন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না । এমনই আবেদন করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA ৷ আজ আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ সেখানে এই আবেদন করা হয় IMA-এর পক্ষ থেকে ৷

লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আর এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল চিকিৎসকদের উপর ৷ এছাড়াও নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর ৷ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে । কোথাও তাদের ভাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না । কোথাও বা কমিউনিটিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা । ফলে চিকিৎসক-নার্সদের লড়াই করার উদ্যমতায় ভাটা পড়তে পারে ৷ চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হচ্ছেন কোরোনায় । বিশ্বজুড়ে অনেক চিকিৎসকের মৃত্যু হয়েছে । কিন্তু তাও সেই লড়াই থেকে তাঁরা পিছপা হননি । সেকারণেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আবেদন জানানো হল স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য ৷

আজ আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ৷ উপস্থিত ছিলেন IMA সভাপতি ডাক্তার শ্যামল স্যানাল ৷ তিনি বলেন, " যুদ্ধক্ষেত্রে অনেক সৈনিক আহত হন । তাঁরা বাড়ি ফিরে আসেন । আমরা কি সেই সময় তাঁদের আবার যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিই । তাঁরা সুস্থ হযন বাড়িতে । আবার তাঁরা ফিরে যান । এভাবেই চলে । কিন্তু এই কোরোনা যুদ্ধক্ষেত্রে যাঁরা সবার প্রথমে দাঁড়িয়ে লড়াই করছেন, সেই সমস্ত চিকিৎসক-নার্সদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহার করছে মানুষ । সেটা বন্ধ হোক । তবে সচেতনতার অভাব থেকেই মানুষ চিকিৎসক, নার্সদের সঙ্গে এমন ব্যবহার করে ফেলছেন ৷ তাই মানুষকে সচেতন করার কাজ প্রশাসনকেই করতে হবে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.