ETV Bharat / state

Pipe Leakage: ডিজেলের পাইপলাইন ফাটলে বড়সড় বিপত্তি পানাগড়ে, বালতি নিয়ে দেদার লুট এলাকাবাসীদের

পানাগড় (Panagarh) সেনাছাউনির পাশে পাইপ লাইন লিক (Pipe Leakage) হয়ে গিয়েছে ৷ এর জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ডিজেল ৷ ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা ৷

ETV Bharat
পানাগড় সেনাছাউনির সংলগ্ন এলাকায় পাইপ লাইন লিক
author img

By

Published : Dec 20, 2022, 2:47 PM IST

Updated : Dec 20, 2022, 3:40 PM IST

ডিজেলের পাইপলাইন ফাটলে বড়সড় বিপত্তি পানাগড়ে

দুর্গাপুর, 20 ডিসেম্বর: হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া তেলের পাইপ লিক করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল ডিজেল (Diesel wasted following pipe leakage) । ঘটনাটি ঘটেছে পানাগর (Panagarh) বাইপাস সংলগ্ন পাঠান পাড়ার কবরস্থানের কাছে ৷ মঙ্গলবার দুপুর একটা নাগাদ তেল লিক করার ঘটনা জানতে পারেন এলাকার বাসিন্দারা । আর ঘটনার কথা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তেল নিতে বালতি ও জারিকেন হাতে নিয়ে ছুটে আসে এলাকাবাসীরা ।

কী কারনে তেলের পাইপ লিক করেছে তা জানা যায়নি । তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনা ছাউনি ৷ যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেখানে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও কাঁকসা থানার পুলিশ ।

Pipe Leakage
বালতি নিয়ে ছুটে এল এলাকাবাসীরা

স্থানীয় বাসিন্দা পিরু খান বলেন, "ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের একটি ডিজেলের পাইপলাইনে লিকেজের কারণে প্রচুর তেল বেরিয়ে যায় । সেই তেল ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায় । আমরা প্রশাসনকে সমস্ত বিষয়টি জানিয়েছি । মঙ্গলবার দুপুরে এই ঘটনার পরেই দমকল বিভাগ, পুলিশ এবং ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এসেছে । তারা বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ।"

আরও পড়ুন: আবর্জনা সংগ্রহ বন্ধ করে আন্দোলনে দুর্গাপুর পৌরনিগমের সাফাইকর্মীরা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল বলেন, "পরিস্থিতি এখন স্বাভাবিক । ডিজেলের পাইপলাইনে লিকেজের কারণেই এই দুর্ঘটনা । ঘটনাস্থলে দমকল এসেছে ৷ আমরা আছি এবং আইওসিএল কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে । তারা বিভিন্ন যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখছে কোথায় লিকেজ হয়েছে । দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে ।"

ডিজেলের পাইপলাইন ফাটলে বড়সড় বিপত্তি পানাগড়ে

দুর্গাপুর, 20 ডিসেম্বর: হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া তেলের পাইপ লিক করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল ডিজেল (Diesel wasted following pipe leakage) । ঘটনাটি ঘটেছে পানাগর (Panagarh) বাইপাস সংলগ্ন পাঠান পাড়ার কবরস্থানের কাছে ৷ মঙ্গলবার দুপুর একটা নাগাদ তেল লিক করার ঘটনা জানতে পারেন এলাকার বাসিন্দারা । আর ঘটনার কথা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তেল নিতে বালতি ও জারিকেন হাতে নিয়ে ছুটে আসে এলাকাবাসীরা ।

কী কারনে তেলের পাইপ লিক করেছে তা জানা যায়নি । তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনা ছাউনি ৷ যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেখানে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও কাঁকসা থানার পুলিশ ।

Pipe Leakage
বালতি নিয়ে ছুটে এল এলাকাবাসীরা

স্থানীয় বাসিন্দা পিরু খান বলেন, "ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের একটি ডিজেলের পাইপলাইনে লিকেজের কারণে প্রচুর তেল বেরিয়ে যায় । সেই তেল ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায় । আমরা প্রশাসনকে সমস্ত বিষয়টি জানিয়েছি । মঙ্গলবার দুপুরে এই ঘটনার পরেই দমকল বিভাগ, পুলিশ এবং ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এসেছে । তারা বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ।"

আরও পড়ুন: আবর্জনা সংগ্রহ বন্ধ করে আন্দোলনে দুর্গাপুর পৌরনিগমের সাফাইকর্মীরা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল বলেন, "পরিস্থিতি এখন স্বাভাবিক । ডিজেলের পাইপলাইনে লিকেজের কারণেই এই দুর্ঘটনা । ঘটনাস্থলে দমকল এসেছে ৷ আমরা আছি এবং আইওসিএল কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে । তারা বিভিন্ন যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখছে কোথায় লিকেজ হয়েছে । দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে ।"

Last Updated : Dec 20, 2022, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.