ETV Bharat / state

দুর্গাপুরে দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

আজ সকাল 10টা নাগাদ একটি লরি পিছন থেকে এসে এক বৃদ্ধকে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড়ের ঘটনা ।

প্রতীকী ছবি
author img

By

Published : May 29, 2019, 1:37 PM IST

দুর্গাপুর, 29 মে : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের । নাম হরেন দাস (75) । দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড়ের ঘটনা । এই ঘটনায় তোলাবাজির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । উত্তেজিত জনতা এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে রাখে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান সড়ক পথে সিভিক ভলান্টিয়াররা তোলাবাজি করে । এই কাজে মদত দেন পুলিশ কর্মীরা । দিনের বেলাতেও চলে এইরকম কাজ । তাই তোলাবাজির হাত থেকে রেহাই পেতে অনেকেই বেপরোয়া ভাবে চালান গাড়ি ।

আজ সকাল 10টা নাগাদ হরেনবাবু সাইকেল নিয়ে স্টেশন বাজার থেকে শ্যামপুরে নিজের বাড়িতে ফিরছিলেন । রাস্তা পারাপার করার সময় শ্যামপুর মোড়ে একটি লরি পিছন থেকে এসে তাঁকে চাপা দেয় । এরফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । এরপরই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে । বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রথমে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মৃতদেহ তুলতে গেলে উত্তেজিত জনতা তাতে বাধা দেয় । কোকওভেন থানার পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তিও হয় তাদের । প্রায় দু'ঘণ্টা ধরে অবরোধ চলার পর বলপূর্বকভাবে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।

দুর্গাপুর, 29 মে : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের । নাম হরেন দাস (75) । দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড়ের ঘটনা । এই ঘটনায় তোলাবাজির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । উত্তেজিত জনতা এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে রাখে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান সড়ক পথে সিভিক ভলান্টিয়াররা তোলাবাজি করে । এই কাজে মদত দেন পুলিশ কর্মীরা । দিনের বেলাতেও চলে এইরকম কাজ । তাই তোলাবাজির হাত থেকে রেহাই পেতে অনেকেই বেপরোয়া ভাবে চালান গাড়ি ।

আজ সকাল 10টা নাগাদ হরেনবাবু সাইকেল নিয়ে স্টেশন বাজার থেকে শ্যামপুরে নিজের বাড়িতে ফিরছিলেন । রাস্তা পারাপার করার সময় শ্যামপুর মোড়ে একটি লরি পিছন থেকে এসে তাঁকে চাপা দেয় । এরফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । এরপরই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে । বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রথমে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মৃতদেহ তুলতে গেলে উত্তেজিত জনতা তাতে বাধা দেয় । কোকওভেন থানার পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তিও হয় তাদের । প্রায় দু'ঘণ্টা ধরে অবরোধ চলার পর বলপূর্বকভাবে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।

Intro:দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড়ে পথ দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুকে ঘিরে উত্তাল হলো শ্যামপুর এলাকা।মৃতের নাম হরেন দাস(৭৫ বছর)।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজীর অভিযোগ তুলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করে।পুলিশ ও সিভিক পুলিশ কর্মীরা মৃতদেহ তুলতে গেলে তাদেরকে তাড়া করে উত্তেজিত জনতা।প্রায় দুঘন্টা পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।এখনও রাস্তা অবরোধ করে বসে বহু মানুষ।
বুধবার বেলা ১০ টা নাগাদ হরেন দাস সাইকেল নিয়ে স্টেশন বাজার থেকে শ্যামপুরে নিজের বাড়িতে ফেরার সময় শ্যামপুর মোড়ে একটি লরি তাকে চাপা দিয়ে পালায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭৫ বছরের এই বৃদ্ধের।এরপরেই জনতা উত্তেজিত হয়ে পড়ে।দীর্ঘদিন ধরে অভিযোগ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলের মধ্যে যোগাযোগকারী এই সড়কে সিভিক পুলিশ কর্মীরা পুলিশ কর্মীদের ""উপস্থিতি ও মদতে তোলাবাজি"" চালায়।দিনের বেলাতেও চলে এই কাজ।তাই গাড়িগুলি এই তোলাবাজির হাত থেকে রক্ষা পেতে বেপরোয়া গাড়ি চালায় আর এই জন্যই এই দুর্ঘটনা। কোকোওভেন থানার পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি হয় উত্তেজিত জনতার।এখন পথ অবরোধ করে বসে আছে।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.