ETV Bharat / state

মাঠের ধারে যুবতির ক্ষতবিক্ষত দেহ, বাড়ির উঠোনে পড়ে মা - rape

সালানপুরে বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ ।

যুবতির ক্ষতবিক্ষত দেহ
author img

By

Published : Jun 20, 2019, 3:49 PM IST

আসানসোল, 20 জুন : বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ । সালানপুর থানার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালানপুর থানার পুলিশ ।

আজ সকালে স্থানীয়রা দেখতে পায় মাঠের ধারে যুবতির নগ্ন ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে । তারপরই স্থানীয়রা দেখে বাড়ির উঠানে তার মায়ের দেহ পড়ে রয়েছে । উভয়কেই ধারালো কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের । তবে স্থানীয়দের দাবি, "ধর্ষণ করা হয়েছিল যুবতিকে । ঘটনার সময় তার মা ঘটনাস্থানে পৌঁছে গেলে তার মা কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ।"

স্থানীয় এক বাসিন্দা বলেন, "বাড়িতে যুবতি ও তার মা একাই থাকত দীর্ঘদিন ধরে । বাবা নিঁখোজ । আজ সকালে দেখি মা ও মেয়ের দেহ পড়ে রয়েছে । ঘটনাটি দেখে আমরা পুলিশকে জানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।"

ঘটনার বিষয়ে পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরি বলেন, "রামপুর এলাকা খুবই শান্তিপ্রিয় । আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে । আমাদের সাথে এলাকার মানুষের খুব ভালো সম্পর্ক । তাই এই ঘটনার সাথে রাজনীতির কোনও যোগ নেই । তবে কী কারণে এমনভাবে খুন করা হল তা অবশ্য তদন্ত করে দেখা হবে ।"

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আসানসোল, 20 জুন : বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ । সালানপুর থানার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালানপুর থানার পুলিশ ।

আজ সকালে স্থানীয়রা দেখতে পায় মাঠের ধারে যুবতির নগ্ন ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে । তারপরই স্থানীয়রা দেখে বাড়ির উঠানে তার মায়ের দেহ পড়ে রয়েছে । উভয়কেই ধারালো কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের । তবে স্থানীয়দের দাবি, "ধর্ষণ করা হয়েছিল যুবতিকে । ঘটনার সময় তার মা ঘটনাস্থানে পৌঁছে গেলে তার মা কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ।"

স্থানীয় এক বাসিন্দা বলেন, "বাড়িতে যুবতি ও তার মা একাই থাকত দীর্ঘদিন ধরে । বাবা নিঁখোজ । আজ সকালে দেখি মা ও মেয়ের দেহ পড়ে রয়েছে । ঘটনাটি দেখে আমরা পুলিশকে জানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।"

ঘটনার বিষয়ে পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরি বলেন, "রামপুর এলাকা খুবই শান্তিপ্রিয় । আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে । আমাদের সাথে এলাকার মানুষের খুব ভালো সম্পর্ক । তাই এই ঘটনার সাথে রাজনীতির কোনও যোগ নেই । তবে কী কারণে এমনভাবে খুন করা হল তা অবশ্য তদন্ত করে দেখা হবে ।"

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:পানীয় জলের অভাবের কারণে এবার পথ অবরোধ হল খোদ আসানসোল শহরের বুকেই। তিনদিন ধরে পানীয় জল না পেয়ে পথ অবরোধ করলেন হটন রোডের বাসিন্দারা। দীর্ঘক্ষন ধরে হটন রোড বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয় হটন রোড এলাকায়।Body:কুলটি, সালানপুর বা জামুড়িয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে পানীয় জলের কষ্ট চিরকালীন। প্রতিবছরই গরম এলেই তীব্র পানীয় জলের কষ্ট দেখা যায় ওই সমস্ত এলাকাতে। কিন্তু এবার শহরের প্রাণকেন্দ্রেই পানীয় জলের জন্য রাস্তায় নামলেন বাসিন্দারা। আজ আসানসোলের ব্যস্ততম রাস্তা হটন রোড অবরোধ করে বাসিন্দারা। আর এই কারণে বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাসিন্দাদের দাবি, গতবছরও একই ভাবে পানীয় জলের কষ্ট হয়েছিল ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হটন রোডের বিস্তীর্ণ এলাকায়। বাসিন্দারা অবরোধ করায়, মেয়র জিতেন্দ্র তেওয়ারি নিজে আশ্বাস দিয়েছিলেন পানীয় জলের পরিষেবা ঠিকঠাক হবে দ্রুত। কিন্তু প্রতিশ্রুতিই সার। এবারে গরম পড়তে প্রায়ই পানীয় জল আসছে না টাইম কলে। কখন কখনো অল্প সময়ের জন্য জল সরবরাহ করা হচ্ছে। কখন জল আসছে তার কোন ঠিক নেই। আর এই কারণে ফের অবরোধে সামিল হয়েছেন বাসিন্দারা। যার ফলে তীব্র যানজের সৃষ্টি হয় বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে অবরোধ তোলে বাসিন্দারা।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.