আসানসোল, 27 এপ্রিল : ক্লাস টেনের CBSE বোর্ডের ফল প্রকাশিত হয়নি । নিজস্ব পড়ুয়াদের ক্লাস ইলেভেনে ভরতি হওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে চাপ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ । এমনই অভিযোগ আসানসোলের বেসরকারি স্কুল DAV পাবলিক স্কুলের বিরুদ্ধে । অভিভাবকদের দাবি, গতবারের তুলনায় প্রায় 20 শতাংশ টাকা বাড়িয়ে 30 মে-র মধ্যে ছাত্র-ছাত্রীদের ভরতি হওয়ার শেষ সময়সীমা দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ । এই লকডাউনে কীভাবে টাকা জোগাড় করে তারা ছাত্রছাত্রীদের ভরতি করবে, ভেবে পাচ্ছেন না অভিভাবকরা । অগত্যা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা ।
আসানসোলের কন্যাপুরে অবস্থিত DAV পাবলিক স্কুলে ক্লাস ইলেভেনের ভরতি প্রক্রিয়া নাকি শুরু হয়েছে । 30 এপ্রিল পর্যন্ত অ্যাডমিশন ফির প্রথম কিস্তির টাকা দিয়ে যেসমস্ত ছাত্রছাত্রীরা ভরতি হতে পারবে ৷ আগামীদিনে তারাই স্কুলে পড়ার অগ্রাধিকার পাবেন । অন্যথায় সেই আসন বহিরাগত ছাত্র-ছাত্রীদের দিয়ে দেওয়া হতে পারে । অভিভাবকদের অভিযোগ, এমনই ইঙ্গিত দিয়েছেন স্কুলের প্রিন্সিপল । আজ দুপুরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কাছে লিখিত আকারে স্মারকলিপি পেশ করেন অভিভাবকরা ।
অভিভাবকদের দাবি , প্রায় 35 হাজার টাকা অ্যাডমিশন ফি চাইছে স্কুল কর্তৃপক্ষ ৷ প্রথম কিস্তির টাকা যারা 30 এপ্রিলের মধ্যে দিতে পারবে, সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা আগামীদিনে স্কুলে পড়ার সুযোগ পাবে । লকডাউনের সময় সরকারিভাবে সমস্ত বিষয়ে শিথিলতা ঘোষণা করা হয়েছে । এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ কীভাবে 30 এপ্রিল পর্যন্ত সময়সীমা দিতে পারে, উঠছে প্রশ্ন । বর্তমানে কাজ বন্ধ । বেসরকারি সংস্থায় কাজ করা মানুষরা সমস্যায় । বেতন পেতে সমস্যা হচ্ছে । এই অবস্থায় এত টাকা কীভাবে জোগাড় করা যাবে তা ভেবে পাচ্ছেন না অভিভাবকরা । সেই কারণে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা । তাঁরা লিখিতভাবে জানিয়েছেন, টাকা দিতে পারবেন না ।
যদিও অভিভাবকদের তেমন কোনও আশ্বাস দিতে পারেনি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । স্কুল কর্তৃপক্ষও এবিষয়ে কোনও কথা বলতে চাননি ।