ETV Bharat / state

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করা জামতাড়া গ্যাংয়ের চার পান্ডা গ্রেফতার আসানসোলে

বৃহস্পতিবার আসানসোল রেল স্টেশন সংলগ্ন একটি এটিএমের সামনে থেকে জামতাড়া গ্যাংয়ের চারজন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ । ধৃতদের থেকে 20টি পেটিএম কার্ড, 20টি ভুয়ো সিমকার্ড, 6টি মোবাইল এবং নগদ দু'লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ।

ASANSOL
সাইবার ক্রাইমের অপরাধে 'জামতাড়া গ্যাং' গ্রেফতার আসানসোলে
author img

By

Published : Jul 1, 2021, 8:00 PM IST

আসানসোল, 1 জুলাই: সাইবার ক্রাইম জগতে 'জামতাড়া গ্যাং'এখন পরিচিত নাম । আর সেই জামতাড়া গ্যাংয়ের চারজন কুখ্যাত অপরাধীকে বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হল আসানসোল দক্ষিণ থানার পুলিশ । আসানসোল রেল স্টেশন সংলগ্ন ভিআইপি রোডের একটি এটিএমের সামনে চারজন দাঁড়িয়েছিল । অনুমান করা হচ্ছে, তারা কারওর কার্ড হাতিয়ে টাকা তুলে নেওয়ার চক্রান্ত করছিল । পুলিশের সন্দেহ হয় । তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে গেলে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে 20টি পেটিএম কার্ড, 20টি ভুয়ো সিমকার্ড, 6টি মোবাইল এবং নগদ দু'লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ।

আসানসোল-রানিগঞ্জ, দুর্গাপুর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এই গ্যাংয়ের বহু অপরাধী ঘাপটি মেরে বসে থাকে । সুযোগ পেলেই সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় তারা । মূলত ভুয়ো সিমকার্ড থেকে ফোন করে পেটিএম কার্ড দিয়েই গ্রাহকদের টাকা তুলে নেওয়া হত বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শাহবাজ আনসারি, ইসমাইল আনসারি, আবিদ আনসারি ও কামরুদ্দিন আনসারি । ধৃতরা বিহারের বাসিন্দা । তবে এই চক্রের মূলপাণ্ডা ফুরকান আনসারি এই চারজনের সঙ্গে থাকলেও পালিয়ে যেতে সক্ষম হয় । তার সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

সাইবার ক্রাইমের অপরাধে 'জামতাড়া গ্যাং' গ্রেফতার আসানসোলে

আরও পড়ুন: দলীয় পদ ছাড়লেন আসানসোলের বিজেপি নেত্রী সুধাদেবী

মানুষকে ফোন করে বিভ্রান্ত করে দিয়ে কখনও এটিএম পিন জেনে নেওয়া, কখনও আবার ওটিপি পাঠিয়ে বিভিন্ন কৌশলে তা জেনে নিয়ে অ্যাকাউন্ট সাফ করতে ওস্তাদ এই জামতাড়া গ্যাং। ঝাড়খণ্ডের জামতাড়া জেলাতেই এই অপরাধচক্র গড়ে উঠেছে । সেখানে এই অপরাধের ট্রেনিং পর্যন্ত দেওয়া হয় । বহু শিক্ষিত যুবক এমনকি অনেক ব্যাঙ্কের কর্মীরাও বেশি টাকার লোভে এই জামতাড়া গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে যায় বলে অভিযোগ ।

আসানসোল, 1 জুলাই: সাইবার ক্রাইম জগতে 'জামতাড়া গ্যাং'এখন পরিচিত নাম । আর সেই জামতাড়া গ্যাংয়ের চারজন কুখ্যাত অপরাধীকে বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হল আসানসোল দক্ষিণ থানার পুলিশ । আসানসোল রেল স্টেশন সংলগ্ন ভিআইপি রোডের একটি এটিএমের সামনে চারজন দাঁড়িয়েছিল । অনুমান করা হচ্ছে, তারা কারওর কার্ড হাতিয়ে টাকা তুলে নেওয়ার চক্রান্ত করছিল । পুলিশের সন্দেহ হয় । তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে গেলে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে 20টি পেটিএম কার্ড, 20টি ভুয়ো সিমকার্ড, 6টি মোবাইল এবং নগদ দু'লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ।

আসানসোল-রানিগঞ্জ, দুর্গাপুর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এই গ্যাংয়ের বহু অপরাধী ঘাপটি মেরে বসে থাকে । সুযোগ পেলেই সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় তারা । মূলত ভুয়ো সিমকার্ড থেকে ফোন করে পেটিএম কার্ড দিয়েই গ্রাহকদের টাকা তুলে নেওয়া হত বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শাহবাজ আনসারি, ইসমাইল আনসারি, আবিদ আনসারি ও কামরুদ্দিন আনসারি । ধৃতরা বিহারের বাসিন্দা । তবে এই চক্রের মূলপাণ্ডা ফুরকান আনসারি এই চারজনের সঙ্গে থাকলেও পালিয়ে যেতে সক্ষম হয় । তার সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

সাইবার ক্রাইমের অপরাধে 'জামতাড়া গ্যাং' গ্রেফতার আসানসোলে

আরও পড়ুন: দলীয় পদ ছাড়লেন আসানসোলের বিজেপি নেত্রী সুধাদেবী

মানুষকে ফোন করে বিভ্রান্ত করে দিয়ে কখনও এটিএম পিন জেনে নেওয়া, কখনও আবার ওটিপি পাঠিয়ে বিভিন্ন কৌশলে তা জেনে নিয়ে অ্যাকাউন্ট সাফ করতে ওস্তাদ এই জামতাড়া গ্যাং। ঝাড়খণ্ডের জামতাড়া জেলাতেই এই অপরাধচক্র গড়ে উঠেছে । সেখানে এই অপরাধের ট্রেনিং পর্যন্ত দেওয়া হয় । বহু শিক্ষিত যুবক এমনকি অনেক ব্যাঙ্কের কর্মীরাও বেশি টাকার লোভে এই জামতাড়া গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে যায় বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.