ETV Bharat / state

Panchayat Election Results 2023: নেতারা দল বদলালে মানুষ তার জবাব দেয়, দেখাল আমরাসোতা পঞ্চায়েত

আমরাসোতা গ্রাম পঞ্চায়েত ফের সিপিএম-এর দখলে ৷ গতবার জয়ী সিপিএম প্রার্থীরা দলবদল করলেও, কোনও লাভ হল না ৷ মানুষের রায়ে ফের রানিগঞ্জের এই গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে গেল ৷

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023
author img

By

Published : Jul 11, 2023, 10:26 PM IST

রানিগঞ্জ, 11 জুলাই: রানিগঞ্জের আমরাসোতায় সিপিএমকে টেক্কা দেওয়া যাবে না ৷ এই মিথ এবার হয়ত ভেঙে যাবে বলেই সবাই ভেবেছিল ৷ একদিকে জেলার বিভিন্ন ব্লকে মনোনয়ন থেকে শুরু করে ভোটে শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া হুমকি, মারধর, ছাপ্পার অভিযোগ উঠেছে ৷ কিন্তু, সেই সব কিছুকে উপেক্ষা করে ফের পশ্চিম বর্ধমান জেলায় রানিগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল বামেরা ৷ যদিও, গতবার জয়ী সিপিএম প্রার্থীরা দল বদলে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ এবারও তাঁরা তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু, তাঁদের এবার আর জেতায়নি ওই পঞ্চায়েতের ভোটাররা ৷

সিপিএম-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরাসোতা চিরকালই বামদূর্গ ৷ সেখানে বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি ৷ আমরা গ্রামের মানুষদের ধন্যবাদ জানাই। তার পাশাপাশি মানুষ এটাও দেখিয়ে দিল যে গতবার জিতে যাঁরা দলবদল করে বামেদের হাত ছেড়ে চলে গিয়েছিল ৷ তাঁরা প্রার্থী হলেও, মানুষ কিন্তু সেই লালঝান্ডার সঙ্গেই থাকল ৷’’

2018 সালে রানিগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছিল সিপিএম ৷ পাঁচটি আসনের মধ্যে চারটি আসন পেয়েছিল তারা ৷ একটি আসন পেয়েছিল তৃণমূল ৷ ভোটের দিনে শুধুমাত্র আমরাসোতা গ্রাম পঞ্চায়েতকে সিপিএমের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছিল বলে অভিযোগ ৷ অভিযোগ বোমা পড়েছিল বৃষ্টির মতো ৷ কিন্তু গ্রামের আদিবাসী মানুষজন তীর ধনুক দিয়ে সেদিন রুখে দিতে পেরেছিল দুষ্কৃতীদের ৷ আর ফল হয়েছিল অটুট বাম দুর্গে পুনরায় বামেরাই দখল নিয়েছিল ৷

কিন্তু, তার পরেও আমরাসুতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা বাউড়ি, নিমেশ বাউড়ি-সহ তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগ দিয়েছিলেন ৷ পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে ৷ কিন্তু, সাধারণ মানুষ তা মেনে নিতে পারেনি ৷ 2023 সালে দলবদল করে সিপিএম থেকে আসা লোকেদেরই প্রার্থী করেছিল তৃণমূল ৷ অন্যদিকে, সিপিএমের প্রার্থী ছিল নতুন মুখ ৷ এবার ভোটে নতুন করে কোন অশান্তি হয়নি ৷ আদিবাসীদের তীর-ধনুকের সামনে বুথ দখলের চেষ্টাও করেনি শাসকদলের দুষ্কৃতীরা ৷ যার জেরে ফল আবারও বামেদের দিকেই ৷

আরও পড়ুন: জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে জয়ী মিমির ছোট মামি পুনম

আমরাসোতা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি আসনের মধ্যে 3টি আসন বামেদের দখলে এসেছে ৷ দু’টি আসন গেছে তৃণমূলের ঘরে ৷ অর্থাৎ, ওই গ্রাম পঞ্চায়েতে আবারও সিপিএম বোর্ড গঠন করতে চলেছে ৷ সিপিএম-এর জয়ী প্রার্থীরা হলেন, ববিতা বাউড়ি, দশরথ কোড়া এবং সঞ্চয় হেমব্রম ৷ স্থানীয় মানুষজনের বক্তব্য গতবারে সিপিএম প্রার্থীদের ভোট দেওয়ার পরেও, তাঁরা তৃণমূলে চলে গিয়েছিলেন ৷ আর সেই প্রতিবাদে আবার পুনরায় সিপিএম-কে ভোট দিয়ে পঞ্চায়েত বোর্ডে নিয়ে এসেছেন গ্রামবাসীরা ৷

কিন্তু প্রশ্ন থেকেই যায় গতবারে নির্বাচিত সিপিএম প্রার্থী সীমা বাউড়ি, নিমেশ বাউড়িরা দল ছাড়া সময় জানিয়েছিলেন পঞ্চায়েতের বোর্ড গঠন করার পরে তাঁরা কাজ করতে পারেনি ৷ আর সেই কারণেই মানুষকে জবাব দিতে পারছিল না বলেই দল ত্যাগ করেছিলেন তাঁরা ৷ প্রশ্ন এখানেই, এবারের জয়ী প্রার্থীরাও দলত্যাগ করে শাসক দলের শিবিরে চলে যাবেন না তো ? এমনই আশঙ্কা করছে গ্রামবাসীরা ৷

আরও পড়ুন: দুর্গাপুর মহকুমার 4 ব্লকের 28টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "এর থেকেই প্রমাণ হয় যে গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে ৷ বিরোধীরা যে সন্ত্রাস-অশান্তির অভিযোগ তুলছিল তা সম্পূর্ণ মিথ্যে ৷ না হলে আমরাসোতা গ্রাম পঞ্চায়েত সিপিএম-এর হাতে যেত না ৷"

রানিগঞ্জ, 11 জুলাই: রানিগঞ্জের আমরাসোতায় সিপিএমকে টেক্কা দেওয়া যাবে না ৷ এই মিথ এবার হয়ত ভেঙে যাবে বলেই সবাই ভেবেছিল ৷ একদিকে জেলার বিভিন্ন ব্লকে মনোনয়ন থেকে শুরু করে ভোটে শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া হুমকি, মারধর, ছাপ্পার অভিযোগ উঠেছে ৷ কিন্তু, সেই সব কিছুকে উপেক্ষা করে ফের পশ্চিম বর্ধমান জেলায় রানিগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল বামেরা ৷ যদিও, গতবার জয়ী সিপিএম প্রার্থীরা দল বদলে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ এবারও তাঁরা তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু, তাঁদের এবার আর জেতায়নি ওই পঞ্চায়েতের ভোটাররা ৷

সিপিএম-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরাসোতা চিরকালই বামদূর্গ ৷ সেখানে বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি ৷ আমরা গ্রামের মানুষদের ধন্যবাদ জানাই। তার পাশাপাশি মানুষ এটাও দেখিয়ে দিল যে গতবার জিতে যাঁরা দলবদল করে বামেদের হাত ছেড়ে চলে গিয়েছিল ৷ তাঁরা প্রার্থী হলেও, মানুষ কিন্তু সেই লালঝান্ডার সঙ্গেই থাকল ৷’’

2018 সালে রানিগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছিল সিপিএম ৷ পাঁচটি আসনের মধ্যে চারটি আসন পেয়েছিল তারা ৷ একটি আসন পেয়েছিল তৃণমূল ৷ ভোটের দিনে শুধুমাত্র আমরাসোতা গ্রাম পঞ্চায়েতকে সিপিএমের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছিল বলে অভিযোগ ৷ অভিযোগ বোমা পড়েছিল বৃষ্টির মতো ৷ কিন্তু গ্রামের আদিবাসী মানুষজন তীর ধনুক দিয়ে সেদিন রুখে দিতে পেরেছিল দুষ্কৃতীদের ৷ আর ফল হয়েছিল অটুট বাম দুর্গে পুনরায় বামেরাই দখল নিয়েছিল ৷

কিন্তু, তার পরেও আমরাসুতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা বাউড়ি, নিমেশ বাউড়ি-সহ তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগ দিয়েছিলেন ৷ পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে ৷ কিন্তু, সাধারণ মানুষ তা মেনে নিতে পারেনি ৷ 2023 সালে দলবদল করে সিপিএম থেকে আসা লোকেদেরই প্রার্থী করেছিল তৃণমূল ৷ অন্যদিকে, সিপিএমের প্রার্থী ছিল নতুন মুখ ৷ এবার ভোটে নতুন করে কোন অশান্তি হয়নি ৷ আদিবাসীদের তীর-ধনুকের সামনে বুথ দখলের চেষ্টাও করেনি শাসকদলের দুষ্কৃতীরা ৷ যার জেরে ফল আবারও বামেদের দিকেই ৷

আরও পড়ুন: জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে জয়ী মিমির ছোট মামি পুনম

আমরাসোতা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি আসনের মধ্যে 3টি আসন বামেদের দখলে এসেছে ৷ দু’টি আসন গেছে তৃণমূলের ঘরে ৷ অর্থাৎ, ওই গ্রাম পঞ্চায়েতে আবারও সিপিএম বোর্ড গঠন করতে চলেছে ৷ সিপিএম-এর জয়ী প্রার্থীরা হলেন, ববিতা বাউড়ি, দশরথ কোড়া এবং সঞ্চয় হেমব্রম ৷ স্থানীয় মানুষজনের বক্তব্য গতবারে সিপিএম প্রার্থীদের ভোট দেওয়ার পরেও, তাঁরা তৃণমূলে চলে গিয়েছিলেন ৷ আর সেই প্রতিবাদে আবার পুনরায় সিপিএম-কে ভোট দিয়ে পঞ্চায়েত বোর্ডে নিয়ে এসেছেন গ্রামবাসীরা ৷

কিন্তু প্রশ্ন থেকেই যায় গতবারে নির্বাচিত সিপিএম প্রার্থী সীমা বাউড়ি, নিমেশ বাউড়িরা দল ছাড়া সময় জানিয়েছিলেন পঞ্চায়েতের বোর্ড গঠন করার পরে তাঁরা কাজ করতে পারেনি ৷ আর সেই কারণেই মানুষকে জবাব দিতে পারছিল না বলেই দল ত্যাগ করেছিলেন তাঁরা ৷ প্রশ্ন এখানেই, এবারের জয়ী প্রার্থীরাও দলত্যাগ করে শাসক দলের শিবিরে চলে যাবেন না তো ? এমনই আশঙ্কা করছে গ্রামবাসীরা ৷

আরও পড়ুন: দুর্গাপুর মহকুমার 4 ব্লকের 28টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "এর থেকেই প্রমাণ হয় যে গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে ৷ বিরোধীরা যে সন্ত্রাস-অশান্তির অভিযোগ তুলছিল তা সম্পূর্ণ মিথ্যে ৷ না হলে আমরাসোতা গ্রাম পঞ্চায়েত সিপিএম-এর হাতে যেত না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.