ETV Bharat / state

Job Fraud: চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার দম্পতি

বাঁকুড়া এবং হুগলির আরামবাগের যুবকদের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ(Job Fraud) । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার স্বামী-স্ত্রী ৷ ধৃত অনামিকা মুখোপাধ্যায় দাসকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

Job Fraud
Job Fraud
author img

By

Published : Jul 31, 2022, 10:13 PM IST

দুর্গাপুর, 31 জুলাই: অনলাইনে ভুয়ো পোর্টাল খুলে বাঁকুড়ার মেজিয়ার থার্মাল পাওয়ার স্টেশনে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে । এই ঘটনায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার স্বামী-স্ত্রী(Couple arrested in Fraud case in Durgapur) । অভিযুক্ত মহিলা অনামিকা মুখোপাধ্যায় দাসকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্ত তাপস দাস অসুস্থ হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য । ধৃত অনামিকা মুখোপাধ্যায় দাসকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

মূলত, বাঁকুড়া এবং হুগলির আরামবাগের যুবকদের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানো হত বলে অভিযোগ । জানা গিয়েছে, মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ক্যানেলের কিছু কাজে অস্থায়ীভাবে কাজও দেওয়া হয় । কিছুদিন বেতনও দেওয়া হয় অনামিকা মুখোপাধ্যায় দাসের অ্যাকাউন্ট থেকে । এরপর স্থায়ী চাকরি দেওয়ার নাম করে টাকার দাবি করে অভিযুক্তরা । কারোর কাছে তিন লক্ষ আবার কারো কাছে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয় বলেও অভিযোগ ।

আরও পড়ুন: মহিলার পাসবুকে নিজের ছবি লাগিয়ে টাকা তুলতে গিয়ে গ্রেফতার প্রতারক

রাঙ্গামাটি সংলগ্ন এলাকায় অফিস খুলেও বসেছিল অভিযুক্ত তাপস দাস এবং অনামিকা মুখোপাধ্যায় দাস বলে পুলিশ সুত্রে খবর । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ । তদন্তের ভিত্তিতে শনিবার রাতে বিধান নগর থেকে গ্রেফতার হয় দুই অভিযুক্ত । অনামিকাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । তাপস দাস অসুস্থ হওয়ায় তাঁকে বর্ধমানের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । অনামিকাকে হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ ।

দুর্গাপুর, 31 জুলাই: অনলাইনে ভুয়ো পোর্টাল খুলে বাঁকুড়ার মেজিয়ার থার্মাল পাওয়ার স্টেশনে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে । এই ঘটনায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার স্বামী-স্ত্রী(Couple arrested in Fraud case in Durgapur) । অভিযুক্ত মহিলা অনামিকা মুখোপাধ্যায় দাসকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্ত তাপস দাস অসুস্থ হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য । ধৃত অনামিকা মুখোপাধ্যায় দাসকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

মূলত, বাঁকুড়া এবং হুগলির আরামবাগের যুবকদের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানো হত বলে অভিযোগ । জানা গিয়েছে, মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ক্যানেলের কিছু কাজে অস্থায়ীভাবে কাজও দেওয়া হয় । কিছুদিন বেতনও দেওয়া হয় অনামিকা মুখোপাধ্যায় দাসের অ্যাকাউন্ট থেকে । এরপর স্থায়ী চাকরি দেওয়ার নাম করে টাকার দাবি করে অভিযুক্তরা । কারোর কাছে তিন লক্ষ আবার কারো কাছে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয় বলেও অভিযোগ ।

আরও পড়ুন: মহিলার পাসবুকে নিজের ছবি লাগিয়ে টাকা তুলতে গিয়ে গ্রেফতার প্রতারক

রাঙ্গামাটি সংলগ্ন এলাকায় অফিস খুলেও বসেছিল অভিযুক্ত তাপস দাস এবং অনামিকা মুখোপাধ্যায় দাস বলে পুলিশ সুত্রে খবর । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ । তদন্তের ভিত্তিতে শনিবার রাতে বিধান নগর থেকে গ্রেফতার হয় দুই অভিযুক্ত । অনামিকাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । তাপস দাস অসুস্থ হওয়ায় তাঁকে বর্ধমানের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । অনামিকাকে হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.