ETV Bharat / state

সতর্ক হয়ে শ্রমিকদের নথি সংগ্রহ রেলের আধিকারিদের - Durgapur

তেলাঙ্গানার হায়দরাবাদ থেকে বিহারের কাটিহার পর্যন্ত আসা শ্রমিক স্পেশাল ট্রেন দীর্ঘ 30 মিনিট দাঁড়াল দুর্গাপুর স্টেশনে । দেখা গেল রেলের পক্ষ থেকে PPE পরিহিত আধিকারিকরা শ্রমিকদের সমস্ত নথিপত্র জমা রাখছেন ।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 3:06 PM IST

দুর্গাপুর , 8 মে: তেলাঙ্গানার হায়দরাবাদ থেকে বিহারের কাটিহার পর্যন্ত আসা শ্রমিক স্পেশাল ট্রেন প্রায় আধ ঘণ্টা থামে দুর্গাপুর স্টেশনে । দেখা গেল রেলের পক্ষ থেকে PPE পরিহিত আধিকারিকরা শ্রমিকদের সমস্ত নথিপত্র জমা রাখছেন । আজও দুর্গাপুর স্টেশনে নামতে দেওয়া হল না শ্রমিকদের।

গতকাল সকালে তেলাঙ্গানা থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন এসে দুর্গাপুর স্টেশনে দাঁড়ায় । 1000 জন শ্রমিককে নিয়ে এসেছিল সেই ট্রেনটি । আজ আবার তেলাঙ্গানার হায়দরাবাদ থেকে শ্রমিক স্পেশাল ট্রেন দুর্গাপুর স্টেশনে এসে দাঁড়ায় দুপুর 12 টা বেজে 45 মিনিটে । ইঞ্জিন বদল করা হয় 18 টি কামরার । এই ট্রেনের। 1:15 মিনিটে ট্রেনটি আবার দুর্গাপুর স্টেশন থেকে রওনা দেয় বিহারের কাটিহার স্টেশনের দিকে । মাইকে ঘোষণা করা হয় কোনও শ্রমিক যাতে দুর্গাপুর স্টেশনে না নামেন । শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় 900 টাকা ভাড়া দিয়ে তাঁরা যাচ্ছেন বিহারে ।

রেলের আধিকারিকরা PPE কিট পরে সমস্ত যাত্রীদের কাছ থেকে তাঁদের নাম ঠিকানা এবং ফোন নম্বর নথিবদ্ধ করে তা জমা রাখছেন । কাউকে স্পর্শ না করেই এই নথি জমা নেওয়া হচ্ছে । দীর্ঘদিন পর বাড়ি আসার সুযোগ পেয়ে আপ্লুত এই শ্রমিকরা । শ্রমিক স্পেশাল ট্রেনটি আসাকে কেন্দ্র করে আজও কড়া নিরাপত্তা দেখা যায় দুর্গাপুর স্টেশনে । মাইকে বারংবার ঘোষণা করা হতে থাকে স্টেশনে যাতে কেউ থুতু না ফেলেন , কেউ কোনওভাবে যাতে স্টেশনে না নামেন । রেল দপ্তরের কাছে এই শ্রমিকদের সমস্ত নথি জমা রাখা হচ্ছে বলেও জানানো হয় ।

শ্রমিকদেরকে নিজের হাতে লিখে দিতে হচ্ছে তাঁদের নাম ঠিকানা ও ফোন নম্বর এবং তা একটি পলিথিন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন এমন ছবি দেখা যায় । কোরোনা ভাইরাসের আতঙ্কে সবাই যে সতর্ক এই ছবি যেন সেই কথাকে প্রমাণ করে দিল।

দুর্গাপুর , 8 মে: তেলাঙ্গানার হায়দরাবাদ থেকে বিহারের কাটিহার পর্যন্ত আসা শ্রমিক স্পেশাল ট্রেন প্রায় আধ ঘণ্টা থামে দুর্গাপুর স্টেশনে । দেখা গেল রেলের পক্ষ থেকে PPE পরিহিত আধিকারিকরা শ্রমিকদের সমস্ত নথিপত্র জমা রাখছেন । আজও দুর্গাপুর স্টেশনে নামতে দেওয়া হল না শ্রমিকদের।

গতকাল সকালে তেলাঙ্গানা থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন এসে দুর্গাপুর স্টেশনে দাঁড়ায় । 1000 জন শ্রমিককে নিয়ে এসেছিল সেই ট্রেনটি । আজ আবার তেলাঙ্গানার হায়দরাবাদ থেকে শ্রমিক স্পেশাল ট্রেন দুর্গাপুর স্টেশনে এসে দাঁড়ায় দুপুর 12 টা বেজে 45 মিনিটে । ইঞ্জিন বদল করা হয় 18 টি কামরার । এই ট্রেনের। 1:15 মিনিটে ট্রেনটি আবার দুর্গাপুর স্টেশন থেকে রওনা দেয় বিহারের কাটিহার স্টেশনের দিকে । মাইকে ঘোষণা করা হয় কোনও শ্রমিক যাতে দুর্গাপুর স্টেশনে না নামেন । শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় 900 টাকা ভাড়া দিয়ে তাঁরা যাচ্ছেন বিহারে ।

রেলের আধিকারিকরা PPE কিট পরে সমস্ত যাত্রীদের কাছ থেকে তাঁদের নাম ঠিকানা এবং ফোন নম্বর নথিবদ্ধ করে তা জমা রাখছেন । কাউকে স্পর্শ না করেই এই নথি জমা নেওয়া হচ্ছে । দীর্ঘদিন পর বাড়ি আসার সুযোগ পেয়ে আপ্লুত এই শ্রমিকরা । শ্রমিক স্পেশাল ট্রেনটি আসাকে কেন্দ্র করে আজও কড়া নিরাপত্তা দেখা যায় দুর্গাপুর স্টেশনে । মাইকে বারংবার ঘোষণা করা হতে থাকে স্টেশনে যাতে কেউ থুতু না ফেলেন , কেউ কোনওভাবে যাতে স্টেশনে না নামেন । রেল দপ্তরের কাছে এই শ্রমিকদের সমস্ত নথি জমা রাখা হচ্ছে বলেও জানানো হয় ।

শ্রমিকদেরকে নিজের হাতে লিখে দিতে হচ্ছে তাঁদের নাম ঠিকানা ও ফোন নম্বর এবং তা একটি পলিথিন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন এমন ছবি দেখা যায় । কোরোনা ভাইরাসের আতঙ্কে সবাই যে সতর্ক এই ছবি যেন সেই কথাকে প্রমাণ করে দিল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.