ETV Bharat / state

ফুটবল মাঠের দখল নিয়ে রণক্ষেত্র দুর্গাপুরের নডিহা ও বড়জোড়ার মানা - 15 অগাস্ট স্বাধীনতা দিবস

এই মাঠ কি পশ্চিম বর্ধমান জেলার মধ্যে? নাকি ভৌগোলিকভাবে এই মাঠের অবস্থান বাঁকুড়া জেলায়? 15 অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে নডিহা গ্রামের যুবকেরা এই মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে । কিন্তু তাদের অভিযোগ মাঠে যাওয়া মাত্রই বড়জোড়া থানার পুলিশের সামনেই রড, লাঠি, বাঁশ নিয়ে মানা এলাকার কিছু যুবক নডিহার যুবকদেরকে আক্রমণ করে ।

রণক্ষেত্র দুর্গাপুরের নডিহা
রণক্ষেত্র দুর্গাপুরের নডিহা
author img

By

Published : Aug 15, 2020, 3:56 PM IST

দুর্গাপুর, 15 অগাস্ট : ফুটবল মাঠের দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দুর্গাপুরের নডিহা ও বাঁকুড়া জেলার বড়জোড়া থানার মানা এলাকা । দু'পক্ষের সংঘর্ষে জখম প্রায় 15 জন । মানা এলাকার বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ । ঘটনাস্থলে দুর্গাপুরের কোকওভেন ও বড়জোড়া থানার পুলিশ মোতায়েন । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAP ও কমব্যাট ফোর্স ।

ফুটবল মাঠের একদিকে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার নডিহা গ্রাম । আর অন্যদিকে দামোদরের চরে বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত মানা এলাকা । নডিহা গ্রামের বাসিন্দাদের কথায় এই গ্রামের বাসিন্দারা এই মাঠেই খেলাধুলা করে আসছেন । নডিহা গ্রামের বাসিন্দাদের অনুমতি নিয়ে মানা এলাকার ছেলেরাও এই মাঠেই বিভিন্ন খেলাধুলার এতদিন আয়োজন করত । কিন্তু, বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এই মাঠে মানা এলাকার বাসিন্দাদের উন্নয়নের জন্য কমিউনিটি সেন্টার সহ বেশকিছু প্রকল্প তৈরির কথা হয়েছে । আর তারপর থেকেই এই মাঠকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ।

ফুটবল মাঠের দখলকে নিয়ে রণক্ষেত্র

এই মাঠ কি পশ্চিম বর্ধমান জেলার মধ্যে? নাকি ভৌগোলিকভাবে এই মাঠের অবস্থান বাঁকুড়া জেলায় ? 15 অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নডিহা গ্রামের যুবকেরা এই মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে । কিন্তু তাদের অভিযোগ মাঠে যাওয়া মাত্রই বড়জোড়া থানার পুলিশের সামনেই রড, লাঠি, বাঁশ নিয়ে মানা এলাকার কিছু যুবক নডিহার যুবকদেরকে আক্রমণ করে । প্রায় 15 জন জখম হয় । বিদ্যুৎ গতিতে খবর ছড়িয়ে পড়ে নডিহা গ্রামে । এরপর নডিহার যুবকরা মানা এলাকার বেশ কয়েকটি বাড়িতে ইঁট, পাথর ছুঁড়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ । ঘটনাস্থলে দ্রুত যায় কোকওভেন থানার পুলিশ এবং বড়জোড়া থানার পুলিশ ৷ কমব্যাট ফোর্স ও RAP নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ।

আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাস্থলে যায় দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় । তিনি জানান , ‘‘নডিহা এলাকার মানুষ এই মাঠটি দীর্ঘদিন ব্যবহার করে আসছেন । কিন্তু সম্প্রতি বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাঠে বেশকিছু সরকারি প্রকল্পের কাজের জন্য নির্মাণকার্য তৈরির কথা বলা হয়েছে । আমি এবং বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা শাসকের সাথে কথা বলেছি । আপাতত এই মাঠটি কেউ ব্যবহার করবে না । সমস্যার দ্রুত সমাধান করব আমরা ।’’ তবে ক্ষোভে ফুঁসছে নডিহা গ্রাম । কারণ তাদের দাবি দীর্ঘ প্রায় 1965 সাল থেকে এই মাঠে খেলাধুলো করে আসছে সেই গ্রামের মানুষেরা ।

দুর্গাপুর, 15 অগাস্ট : ফুটবল মাঠের দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দুর্গাপুরের নডিহা ও বাঁকুড়া জেলার বড়জোড়া থানার মানা এলাকা । দু'পক্ষের সংঘর্ষে জখম প্রায় 15 জন । মানা এলাকার বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ । ঘটনাস্থলে দুর্গাপুরের কোকওভেন ও বড়জোড়া থানার পুলিশ মোতায়েন । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAP ও কমব্যাট ফোর্স ।

ফুটবল মাঠের একদিকে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার নডিহা গ্রাম । আর অন্যদিকে দামোদরের চরে বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত মানা এলাকা । নডিহা গ্রামের বাসিন্দাদের কথায় এই গ্রামের বাসিন্দারা এই মাঠেই খেলাধুলা করে আসছেন । নডিহা গ্রামের বাসিন্দাদের অনুমতি নিয়ে মানা এলাকার ছেলেরাও এই মাঠেই বিভিন্ন খেলাধুলার এতদিন আয়োজন করত । কিন্তু, বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এই মাঠে মানা এলাকার বাসিন্দাদের উন্নয়নের জন্য কমিউনিটি সেন্টার সহ বেশকিছু প্রকল্প তৈরির কথা হয়েছে । আর তারপর থেকেই এই মাঠকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ।

ফুটবল মাঠের দখলকে নিয়ে রণক্ষেত্র

এই মাঠ কি পশ্চিম বর্ধমান জেলার মধ্যে? নাকি ভৌগোলিকভাবে এই মাঠের অবস্থান বাঁকুড়া জেলায় ? 15 অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নডিহা গ্রামের যুবকেরা এই মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে । কিন্তু তাদের অভিযোগ মাঠে যাওয়া মাত্রই বড়জোড়া থানার পুলিশের সামনেই রড, লাঠি, বাঁশ নিয়ে মানা এলাকার কিছু যুবক নডিহার যুবকদেরকে আক্রমণ করে । প্রায় 15 জন জখম হয় । বিদ্যুৎ গতিতে খবর ছড়িয়ে পড়ে নডিহা গ্রামে । এরপর নডিহার যুবকরা মানা এলাকার বেশ কয়েকটি বাড়িতে ইঁট, পাথর ছুঁড়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ । ঘটনাস্থলে দ্রুত যায় কোকওভেন থানার পুলিশ এবং বড়জোড়া থানার পুলিশ ৷ কমব্যাট ফোর্স ও RAP নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ।

আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাস্থলে যায় দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় । তিনি জানান , ‘‘নডিহা এলাকার মানুষ এই মাঠটি দীর্ঘদিন ব্যবহার করে আসছেন । কিন্তু সম্প্রতি বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাঠে বেশকিছু সরকারি প্রকল্পের কাজের জন্য নির্মাণকার্য তৈরির কথা বলা হয়েছে । আমি এবং বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা শাসকের সাথে কথা বলেছি । আপাতত এই মাঠটি কেউ ব্যবহার করবে না । সমস্যার দ্রুত সমাধান করব আমরা ।’’ তবে ক্ষোভে ফুঁসছে নডিহা গ্রাম । কারণ তাদের দাবি দীর্ঘ প্রায় 1965 সাল থেকে এই মাঠে খেলাধুলো করে আসছে সেই গ্রামের মানুষেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.