দুর্গাপুর, 5 ডিসেম্বর: দেশের হয়ে 6টি স্বর্ণপদক জয় করে দুর্গাপুরের নাম উজ্জ্বল করলেন গৃহবধূ সীমা দত্ত চট্টোপাধ্যায় (Sima Dutta Chatterjee) ৷ নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ পাওয়ার লিফটিং (Commonwealth Powerlifting Championship) প্রতিযোগিতায় রাজ্যের সঙ্গে দেশের মুখও উজ্জ্বল করলেন দুর্গাপুরের সীমাদেবী । 29 নভেম্বর কমনওয়েলথ পাওয়ার লিফটিং 2022 জোড়া ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।
পরবর্তীতে লিফটিংয়ের ইক্যুইপড বেঞ্চপ্রেস, ক্লাসিক বেঞ্চপ্রেস আরও একটি সোনা জেতেন সীমা । গত 1 ডিসেম্বর ইক্যুইপড পাওয়ার লিফটিংয়ে স্বর্ণপদকের সঙ্গে সীমার ঝুলিতে ধরা দেয় সর্বমোট 6টি সোনা । স্কোয়াট, বেঞ্চপ্রেস, ডেডলিফ্ট-সহ সামগ্রিক বিভাগে স্বর্ণপদক জয় করেন সীমা। সীমা দেবীর এই সাফল্যে স্বভাবতই খুশীর হাওয়া শিল্পাঞ্চলে ।
তিনি জানান, তাঁর ফ্যানেরাই তাঁর শক্তি । দুর্গাপুর-সহ সারা রাজ্যজুড়ে যেভাবে মানুষ তার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছেন । তাই এই জয় তাঁর শুধু একার নয় । এই জয় সমস্ত দুর্গাপুরবাসীর, সমস্ত রাজ্যবাসীর এবং সমস্ত দেশবাসীর ।
আরও পড়ুন: টাটা স্টিলের দাবায় সেরা তিন ভারতীয়