ETV Bharat / state

‘মিশন রানিগঞ্জ’-এর পরিকল্পনাতেই কি উত্তরকাশীতে চলবে উদ্ধারকাজ !

Uttarkashi Tunnel Collapse: 1989 সালে রানিগঞ্জের মহাবীর খনিতে আটকে শ্রমিকদের উদ্ধারে দুঃসাহসিক অভিযান চালানো হয় ৷ সেই অভিযানের পরিকল্পনা এবার ইসিএলের কাছে জানতে চাইল কয়লা মন্ত্রক ৷ উত্তরকাশীতে এই পদ্ধতিতেই কি উদ্ধার অভিযান চলবে ৷

Uttarkashi Tunnel Collapse
Uttarkashi Tunnel Collapse
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 4:54 PM IST

Updated : Nov 21, 2023, 5:51 PM IST

‘মিশন রানিগঞ্জ’-এর পরিকল্পনাতেই কি উত্তরকাশীতে চলবে উদ্ধারকাজ !

আসানসোল, 21 নভেম্বর: উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের কারণে ন’দিন ধরে আটকে আছেন 40 জন শ্রমিক । এবার সেই শ্রমিকদের উদ্ধার করার জন্য মহাবীর খনির উদ্ধার কাজের বোরহোল করার রিপোর্ট চেয়ে পাঠাল কয়লামন্ত্রক । ইতিমধ্যেই কয়লামন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়ার ডিরেক্টর ইসিএলের সঙ্গে যোগাযোগ করেছেন । ইসিএল প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি উদ্ধারের বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে ।

1989 সালের 13 নভেম্বর রানিগঞ্জের মহাবীর খনিতে জল ঢুকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল । তাতে 6 শ্রমিকের মৃত্যু হওয়ার পাশাপাশি 65 জন খনি শ্রমিক আটকে পড়েছিলেন খনির ভিতরে । সেই শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল একটি বিশেষ পদ্ধতিতে । মাটির উপর থেকে বোর হোল করে ক্যাপসুল নামানো হয়েছিল খনিতে । সেই ক্যাপসুলেই একের পর এক 65 জন খনি শ্রমিককে উদ্ধার করেছিলেন খনি ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল ।

যে পদ্ধতিতে উদ্ধার করা হয়েছিল খনি শ্রমিকদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি উত্তরকাশীর শ্রমিকদের উদ্ধার করা যায়, সেই কারণে কয়লামন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠায় । কয়লামন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়ার ডিরেক্টর ইসিএলের সঙ্গে যোগাযোগ করেন । ইসিএল সম্পূর্ণ বিষয়টি জানানোর পাশাপাশি সিএমপিডিআই থেকে একটি দলকে পাঠিয়েছে উত্তরকাশীতে ।

ECL
পশ্চিম বর্ধমানের সাঁকতোড়িয়ায় ইসিএল-এর অফিস৷

ইসিএলের ডিরেক্টর (টেকনিক্যাল) নীলাদ্রি রায় বলেন, ‘‘মহাবীর খনিতে যেভাবে বোরহোল করে শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল, সেই ভাবে উত্তরকাশীর ট্যানেলে যদি উপর থেকে বোরহোল করে শ্রমিকদের উদ্ধার করা যায়, সেই পরিকল্পনা করা হচ্ছে । মহাবীর খনিতে যে ড্রিল মেশিন ব্যবহার করা হয়েছিল, বোরহোলের জন্য সেই মেশিনের বিষয়ে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘মহাবীর খনিতে যারা বোরহোল করেছিল সেই বেসরকারি সংস্থার সঙ্গে আমি তাদের যোগাযোগ করিয়ে দিয়েছি । সিএমপিডিআইয়ের একটি দল ইতিমধ্যে উত্তরকাশী পৌঁছে দিয়েছে এবং সেখানে তারা পর্যবেক্ষণ শুরু করেছে । তাছাড়া ইসিএলের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ।’’

উল্লেখ্য, মহাবীর খনির উদ্ধারকাজ নিয়ে সম্প্রতি একটি সিনেমা তৈরি হয় ৷ সেই সিনেমার নাম মিশন রানিগঞ্জ ৷ খনি ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার ৷

আরও পড়ুন:

প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো

সিল্কিয়ারা টানেলে 10 দিন! সোমবার রাতে গরম খিচুড়ি-ডাল পেলেন আটকে থাকা শ্রমিকরা

‘মিশন রানিগঞ্জ’-এর পরিকল্পনাতেই কি উত্তরকাশীতে চলবে উদ্ধারকাজ !

আসানসোল, 21 নভেম্বর: উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের কারণে ন’দিন ধরে আটকে আছেন 40 জন শ্রমিক । এবার সেই শ্রমিকদের উদ্ধার করার জন্য মহাবীর খনির উদ্ধার কাজের বোরহোল করার রিপোর্ট চেয়ে পাঠাল কয়লামন্ত্রক । ইতিমধ্যেই কয়লামন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়ার ডিরেক্টর ইসিএলের সঙ্গে যোগাযোগ করেছেন । ইসিএল প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি উদ্ধারের বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে ।

1989 সালের 13 নভেম্বর রানিগঞ্জের মহাবীর খনিতে জল ঢুকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল । তাতে 6 শ্রমিকের মৃত্যু হওয়ার পাশাপাশি 65 জন খনি শ্রমিক আটকে পড়েছিলেন খনির ভিতরে । সেই শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল একটি বিশেষ পদ্ধতিতে । মাটির উপর থেকে বোর হোল করে ক্যাপসুল নামানো হয়েছিল খনিতে । সেই ক্যাপসুলেই একের পর এক 65 জন খনি শ্রমিককে উদ্ধার করেছিলেন খনি ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল ।

যে পদ্ধতিতে উদ্ধার করা হয়েছিল খনি শ্রমিকদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি উত্তরকাশীর শ্রমিকদের উদ্ধার করা যায়, সেই কারণে কয়লামন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠায় । কয়লামন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়ার ডিরেক্টর ইসিএলের সঙ্গে যোগাযোগ করেন । ইসিএল সম্পূর্ণ বিষয়টি জানানোর পাশাপাশি সিএমপিডিআই থেকে একটি দলকে পাঠিয়েছে উত্তরকাশীতে ।

ECL
পশ্চিম বর্ধমানের সাঁকতোড়িয়ায় ইসিএল-এর অফিস৷

ইসিএলের ডিরেক্টর (টেকনিক্যাল) নীলাদ্রি রায় বলেন, ‘‘মহাবীর খনিতে যেভাবে বোরহোল করে শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল, সেই ভাবে উত্তরকাশীর ট্যানেলে যদি উপর থেকে বোরহোল করে শ্রমিকদের উদ্ধার করা যায়, সেই পরিকল্পনা করা হচ্ছে । মহাবীর খনিতে যে ড্রিল মেশিন ব্যবহার করা হয়েছিল, বোরহোলের জন্য সেই মেশিনের বিষয়ে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘মহাবীর খনিতে যারা বোরহোল করেছিল সেই বেসরকারি সংস্থার সঙ্গে আমি তাদের যোগাযোগ করিয়ে দিয়েছি । সিএমপিডিআইয়ের একটি দল ইতিমধ্যে উত্তরকাশী পৌঁছে দিয়েছে এবং সেখানে তারা পর্যবেক্ষণ শুরু করেছে । তাছাড়া ইসিএলের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ।’’

উল্লেখ্য, মহাবীর খনির উদ্ধারকাজ নিয়ে সম্প্রতি একটি সিনেমা তৈরি হয় ৷ সেই সিনেমার নাম মিশন রানিগঞ্জ ৷ খনি ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার ৷

আরও পড়ুন:

প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো

সিল্কিয়ারা টানেলে 10 দিন! সোমবার রাতে গরম খিচুড়ি-ডাল পেলেন আটকে থাকা শ্রমিকরা

Last Updated : Nov 21, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.