আসানসোল, 29 জুন: মাত্র 70দিনে 100টি রেল ইঞ্জিন বানিয়ে নিজেদের গড়া সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বা সিএলডব্লু । এটিই কারখানার সবচেয়ে কম সময়ে 100টি রেল ইঞ্জিন প্রস্তুতের রেকর্ড বলে দাবি করেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষ । গত 26 জুন 100তম রেল ইঞ্জিনটির যাত্রা শুরু হয়েছে ।
তবে বারেবারেই উৎপাদন নিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা নজির সৃষ্টি করেছে । এর আগে দু'বার লিমকা বুক অফ রেকর্ডে ইঞ্জিন নির্মানে নাম তুলেছে চিত্তরঞ্জন রেল কারখানা । বলাই বাহুল্য নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা । আর্থিক বর্ষে 431টি ইঞ্জিন বানানোর বিশ্ব রেকর্ড রয়েছে এই কারখানার ঝুলিতে । যদিও গত আর্থিক বর্ষে উৎপাদন খানিকটা হলেও কম হয়েছিল । আর তাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এবার মাত্র 70দিনে 100টি রেল ইঞ্জিন বানিয়ে ফেলল চিত্তরঞ্জন রেল কারখানা ।
সিএলডব্লুউ'র জনসংযোগ বিভাগ সূত্রে জানা গিয়েছে, 100 রেল ইঞ্জিনের এই পথ চলার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস । উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অবসরপ্রাপ্ত কর্মীরা । 70 দিনে 100টি ইঞ্জিন বানানোর এই কৃতিত্ব অর্জন করায় কারখানার দক্ষ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন জেনারেল ম্যানেজার । চিত্তরঞ্জন রেল কারখানার জনসংযোগ বিভাগ সূত্রে খবর, এত কম সময়ের মধ্যে 100টি ইঞ্জিন এর আগে কখনও তৈরি হয়নি সেখানে ।
আরও পড়ুন: রেল ইয়ার্ড থেকে ট্রেনে ওঠার চেষ্টা ! রেল পুলিশের হাতে আটক যাত্রীরা
একটি পরিসংখ্যান দিয়ে তারা জানিয়েছে, 2020-21 সালে 102দিন সময় লেগেছিল 100টি রেল ইঞ্জিন বানাতে । 2021-22 সালে তা নেমে আসে 81 দিনে । 2022-23 সালে 100টি রেল ইঞ্জিন বানাতে সময় লেগেছে 73 দিন । চলতি আর্থিক বছরে তা বানাতে 70 দিন লাগল । অর্থ্যাৎ 2020-21 সালের অর্থ বর্ষ থেকে যদি ধরা হয় তাহলে 32টি কর্মদিবস কম লেগেছে । যা নজিরবিহীন বলেই কারখানার পক্ষ থেকে দাবি করা হয়েছে । এই গতিতে উৎপাদন চলতে থাকলে লোকো ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে চলতি আর্থিক বছরে আবারও বিশ্ব রেকর্ড করতে চলেছে চিত্তরঞ্জন রেল কারখানা । তা বলাই বাহুল্য ।