ETV Bharat / state

উত্তপ্ত দুর্গাপুর; পুলিশ ফাঁড়িতে বোমা, ইটবৃষ্টি - POLICE

দুর্গাপুরে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । ফাঁড়ি লক্ষ্য করে চালানো হয় ইটবৃষ্টি । ছোড়া হয় বোমা ।

এলাকার ছবি
author img

By

Published : Jun 7, 2019, 11:59 PM IST

Updated : Jun 8, 2019, 12:06 AM IST

দুর্গাপুর, 7 জুন : দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । এক ব্যক্তিকে গ্রেপ্তার করায় ফাঁড়ি লক্ষ্য করে চালানো হয় ইটবৃষ্টি । ছোড়া হয় বোমা । ঘটনাটি দুর্গাপুর থানা এলাকার A জ়োন তালতলা বস্তির । এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ সন্ধ্যায় নতু ও শেখ জাহাঙ্গির নামে দুই যুবক এলাকার এক কিশোরকে গাঁজা নিয়ে আসতে বলে । অভিযোগ, রাজি না হওয়ায় তাকে মারধর করে তারা । ওই কিশোরের বাড়ি থেকে A জোন ফাঁড়িতে অভিযোগ জানানো হয় । অভিযোগ জানিয়ে ফেরার সময়ে তাঁদের সঙ্গে অভিযুক্তদের বচসা বাধে । শুরু হয় মারামারি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । গ্রেপ্তার করা হয় নতুকে ।

ঘটনাস্থানের ভিডিয়ো

এরপরই নতুর পরিবারের লোকজন ফাঁড়ি ঘেরাও করে । নতুকে ছাড়ার দাবি জানায় । পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । উত্তেজিত জনতাকে পুলিশ ছত্রভঙ্গ করে । সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয় । কিছুক্ষণ পর পাশের নিশানাথ বস্তি থেকে লোক নিয়ে এসে ফের হামলা শুরু হয় ফাঁড়িতে । ফাঁড়ি সংলগ্ন বাসে চালানো হয় ভাঙচুর । পুলিশের গাড়িও ভাঙা হয় । ঘটনাস্থানে পৌছায় DCP (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও RAF । জনতাকে ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ । এরপরই নিশানাথ বস্তি থেকে পালটা বোমা ছোড়া হয় । আহত হন তিন পুলিশ কর্মী ।

এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

দুর্গাপুর, 7 জুন : দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । এক ব্যক্তিকে গ্রেপ্তার করায় ফাঁড়ি লক্ষ্য করে চালানো হয় ইটবৃষ্টি । ছোড়া হয় বোমা । ঘটনাটি দুর্গাপুর থানা এলাকার A জ়োন তালতলা বস্তির । এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ সন্ধ্যায় নতু ও শেখ জাহাঙ্গির নামে দুই যুবক এলাকার এক কিশোরকে গাঁজা নিয়ে আসতে বলে । অভিযোগ, রাজি না হওয়ায় তাকে মারধর করে তারা । ওই কিশোরের বাড়ি থেকে A জোন ফাঁড়িতে অভিযোগ জানানো হয় । অভিযোগ জানিয়ে ফেরার সময়ে তাঁদের সঙ্গে অভিযুক্তদের বচসা বাধে । শুরু হয় মারামারি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । গ্রেপ্তার করা হয় নতুকে ।

ঘটনাস্থানের ভিডিয়ো

এরপরই নতুর পরিবারের লোকজন ফাঁড়ি ঘেরাও করে । নতুকে ছাড়ার দাবি জানায় । পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । উত্তেজিত জনতাকে পুলিশ ছত্রভঙ্গ করে । সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয় । কিছুক্ষণ পর পাশের নিশানাথ বস্তি থেকে লোক নিয়ে এসে ফের হামলা শুরু হয় ফাঁড়িতে । ফাঁড়ি সংলগ্ন বাসে চালানো হয় ভাঙচুর । পুলিশের গাড়িও ভাঙা হয় । ঘটনাস্থানে পৌছায় DCP (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও RAF । জনতাকে ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ । এরপরই নিশানাথ বস্তি থেকে পালটা বোমা ছোড়া হয় । আহত হন তিন পুলিশ কর্মী ।

এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Last Updated : Jun 8, 2019, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.