ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ? পানাগড়ে সংঘর্ষে আহত 3

author img

By

Published : Nov 30, 2020, 5:57 PM IST

পানাগড়ে দুই ক্লাবের সদস্যের মধ্যে সংঘর্ষের জেরে আহত 3 । আটক 15 ।

কাঁকসায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, আটক 15
কাঁকসায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, আটক 15

কাঁকসা, 30 নভেম্বর : দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল পানাগড় । বোমাবাজিও হয় । এর জেরে আহত হন তিনজন । তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় 15 জনকে পুলিশ আটক করেছে । এর পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয় BJP নেতা রমন শর্মা । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

গতরাতে পানাগড়ে দুই ক্লাবের সদস্যের মধ্যে সংঘর্ষ হয় । খড়ের চালায় আগুন ধরিয়ে দেওয়া হয় । দোকান থেকে বের করে দু'জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । সঙ্গে বোমাবাজিও করা হয় । খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ সেখানে আসে । এলাকায় কমব্যাট ফোর্স নামানো হয় । তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

রমন শর্মার অভিযোগ, ঘটনাস্থানে কিছু সরকারি জমি রয়েছে । কারা তা অসাধু উপায়ে বিক্রি করবে তা নিয়ে গন্ডগোল শুরু হয় । এমনকী অবৈধ বালির টাকা ভাগাভাগি নিয়েও ঝামেলা হয় । তৃণমূলের কাঁকসা ব্লক তৃণমূল দেবদাস বক্সি বলেন, "এটা রাজনৈতিক কারণে ঝামেলা নয় । পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।"

কাঁকসা, 30 নভেম্বর : দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল পানাগড় । বোমাবাজিও হয় । এর জেরে আহত হন তিনজন । তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় 15 জনকে পুলিশ আটক করেছে । এর পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয় BJP নেতা রমন শর্মা । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

গতরাতে পানাগড়ে দুই ক্লাবের সদস্যের মধ্যে সংঘর্ষ হয় । খড়ের চালায় আগুন ধরিয়ে দেওয়া হয় । দোকান থেকে বের করে দু'জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । সঙ্গে বোমাবাজিও করা হয় । খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ সেখানে আসে । এলাকায় কমব্যাট ফোর্স নামানো হয় । তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

রমন শর্মার অভিযোগ, ঘটনাস্থানে কিছু সরকারি জমি রয়েছে । কারা তা অসাধু উপায়ে বিক্রি করবে তা নিয়ে গন্ডগোল শুরু হয় । এমনকী অবৈধ বালির টাকা ভাগাভাগি নিয়েও ঝামেলা হয় । তৃণমূলের কাঁকসা ব্লক তৃণমূল দেবদাস বক্সি বলেন, "এটা রাজনৈতিক কারণে ঝামেলা নয় । পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.