দুর্গাপুর, 6 জুলাই : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালেন CITU কর্মী-সমর্থকরা ৷ সোমবার দুর্গাপুরের লেনিন সরণিতে রাস্তায় জমা জলে কাঁকড়া ফেলে ও জাল ফেলে বিক্ষোভ দেখান তাঁরা ৷
আজ বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টা দুয়েক ধরে বন্ধ থাকে লেনিন সরণি ৷ যান চলাচল ব্যাহত হয় ৷ খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ সেখানে আসে ৷ তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷ CITU কর্মী সিদ্ধার্থ বোস বলেন, "দুর্গাপুর শহরের প্রতিটি রাস্তার অবস্থা বেহাল ৷ রাস্তা সংস্কারের দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি ৷ আজ আমরা লেনিন সরণিতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছি ৷ এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে যাত্রীরা নাজেহাল হয়ে পড়ছে ৷ সাধারণ মানুষের জন্যই এই বিক্ষোভ ৷"
তিনি আরও বলেন, "গতকাল আমরা বনফুল সরণি ও দুর্গাপুর স্টেশন লাগোয়া চত্বরেও প্রতিবাদ জানিয়েছি ৷ হয়তো কয়েকটি রাস্তা তৈরি হয়েছে তবে পরবর্তীকালে তৃণমূল নেতা-কর্মীরা কাটমানি খেয়ে রাস্তা যেভাবে তৈরি হওয়ার কথা সেভাবে তৈরি করেনি ৷"
তাদের আরও অভিযোগ, চাল চুরি করছে তৃণমূল । আমফানের ত্রিপল চুরি করছে । তৃণমূল দল একেবারে তলানিতে ঠেকেছে ৷ চোরের তালিকায় এক নম্বরে রয়েছে তৃণমূল ৷
দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা শুরু হয়েছে ৷ নতুন করে রাস্তা তৈরি করা সম্ভব নয় ৷ বরং গর্তগুলিকে সারাই করার ব্যবস্থা করা হবে ৷