ETV Bharat / state

Chittaranjan Rail Factory: একদিনে 12টি রেল ইঞ্জিন তৈরি করে রেকর্ড চিত্তরঞ্জন কারখানার - চিত্তরঞ্জন রেল

নজির সৃষ্টি করল চিত্তরঞ্জন রেল কারখানা ৷ অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে একদিনে এত বেশি ইঞ্জিন (Rail Engines) তৈরির উদ্যোগে গর্বিত কারখানার জেনারেল ম্যানেজার থেকে শুরু করে কর্মীরা।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 30, 2023, 12:03 PM IST

আসানসোল, 29 মার্চ: নতুন ইতিহাস রচিত হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় (Chittaranjan Factory Holds Record) । একদিনে 12টি রেল ইঞ্জিন (Making 12 Rail Engines in a Day) তৈরি করে নজির সৃষ্টি করল চিত্তরঞ্জন লোকমেটিভ ওয়ার্কস। অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে একদিনে এত বেশি ইঞ্জিন তৈরির উদ্যোগে গর্বিত কারখানার জেনারেল ম্যানেজার থেকে শুরু করে কর্মীরা। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ এই সাফল্যের জন্য সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

লোকো রেল ইঞ্জিন তৈরিতে বারবারই চমকে দিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। এর আগে দু'বার লিমকা বুক অফ রেকর্ডে বিশ্বের সেরা ইঞ্জিন উৎপাদক সংস্থা হিসেবে নাম তুলেছে তারা । শুধু তাই নয়, নিজেই নিজের রেকর্ড ভেঙে বারবার চমকে দিয়ে এই কারখানা। এবার একটি কর্মদিবসে একডজন রেল ইঞ্জিন বানিয়ে ফেলল চিত্তরঞ্জন রেল কারখানা। গত পরশু সেই দিন ছিল। কারখানার সুদক্ষ কর্মীরা চ্যালেঞ্জ নেন একদিনে এত ইঞ্জিন তৈরি করবেন যা বিশ্বের কোনও সংস্থা করেনি।

সেইমতো অক্লান্ত পরিশ্রমে তাঁরা 12টি রেল ইঞ্জিন প্রস্তুত করে একটি কর্মদিবসে। তাতেই নজির সৃষ্টি করেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, পুরো বিশ্বের কাছে এটি একটি নয়া রেকর্ড। অসম্ভবকে সম্ভব করে তুলেছেন কারখানার দক্ষ শ্রমিকরা। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তি বের করে বিষয়টি জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ এই সাফল্যের জন্য শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রেনে সারমেয় নিয়ে যাত্রা ? জেনে নিন এই নিয়মগুলি

তিনি আরও বলেন, "কাঁচামালের যোগানের লাগাতার অভাব থাকা স্বত্ত্বেও, সমস্ত স্তরের কর্মীরা ও আধিকারিকরা যে যোগ্যতার পরিচয় দিয়েছে তাতে এই কারখানার ভবিষ্যত উজ্জ্বল হল।" চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই 400টি ইঞ্জিন বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। অতীতে একটি অর্থবর্ষে 431টি রেল ইঞ্জিন বানিয়ে রেকর্ড গড়েছিল এই রেল কারখানা। এখন দেখার এবছর সেই রেকর্ড ছাপিয়ে যায় কি না।

আসানসোল, 29 মার্চ: নতুন ইতিহাস রচিত হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় (Chittaranjan Factory Holds Record) । একদিনে 12টি রেল ইঞ্জিন (Making 12 Rail Engines in a Day) তৈরি করে নজির সৃষ্টি করল চিত্তরঞ্জন লোকমেটিভ ওয়ার্কস। অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে একদিনে এত বেশি ইঞ্জিন তৈরির উদ্যোগে গর্বিত কারখানার জেনারেল ম্যানেজার থেকে শুরু করে কর্মীরা। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ এই সাফল্যের জন্য সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

লোকো রেল ইঞ্জিন তৈরিতে বারবারই চমকে দিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। এর আগে দু'বার লিমকা বুক অফ রেকর্ডে বিশ্বের সেরা ইঞ্জিন উৎপাদক সংস্থা হিসেবে নাম তুলেছে তারা । শুধু তাই নয়, নিজেই নিজের রেকর্ড ভেঙে বারবার চমকে দিয়ে এই কারখানা। এবার একটি কর্মদিবসে একডজন রেল ইঞ্জিন বানিয়ে ফেলল চিত্তরঞ্জন রেল কারখানা। গত পরশু সেই দিন ছিল। কারখানার সুদক্ষ কর্মীরা চ্যালেঞ্জ নেন একদিনে এত ইঞ্জিন তৈরি করবেন যা বিশ্বের কোনও সংস্থা করেনি।

সেইমতো অক্লান্ত পরিশ্রমে তাঁরা 12টি রেল ইঞ্জিন প্রস্তুত করে একটি কর্মদিবসে। তাতেই নজির সৃষ্টি করেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, পুরো বিশ্বের কাছে এটি একটি নয়া রেকর্ড। অসম্ভবকে সম্ভব করে তুলেছেন কারখানার দক্ষ শ্রমিকরা। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তি বের করে বিষয়টি জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ এই সাফল্যের জন্য শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রেনে সারমেয় নিয়ে যাত্রা ? জেনে নিন এই নিয়মগুলি

তিনি আরও বলেন, "কাঁচামালের যোগানের লাগাতার অভাব থাকা স্বত্ত্বেও, সমস্ত স্তরের কর্মীরা ও আধিকারিকরা যে যোগ্যতার পরিচয় দিয়েছে তাতে এই কারখানার ভবিষ্যত উজ্জ্বল হল।" চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই 400টি ইঞ্জিন বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। অতীতে একটি অর্থবর্ষে 431টি রেল ইঞ্জিন বানিয়ে রেকর্ড গড়েছিল এই রেল কারখানা। এখন দেখার এবছর সেই রেকর্ড ছাপিয়ে যায় কি না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.